অ্যানড্রয়েড ফোনে বাংলা টাইপের টোটকা

|

নিজের ভাষায় মনের ভাব প্রকাশের মজা আলাদা। নিজের ফোন থেকে সোশাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপে বাংলাতে মনের ভাব প্রকাশ করলেও বেশিরভাগ সময়েই আমারা ইংরাজী হরফে বাংলা লিখতে বাধ্য হই। মনে ইচ্ছা থাকলেও সঠিক পদ্ধতি জানা না থাকার কারনে বাংলা হরফ লিখতে পারি না আমরা। অথবা ইংরাজী কি-বোর্ড দিয়ে বাংলা লেখার কথা ভেবে ঘাবড়ে যাই অনেকেই।

 
অ্যানড্রয়েড ফোনে বাংলা টাইপের টোটকা

মনের কথা বাংলায় বলার জন্যই আছে একাধিক কি-বোর্ড। যেখানে খুব সহজেই ফোনেটিক কি-বোর্ড (যেমন করে ইংরাজী হরফে বাংলা লেখা হয়) এর মাধ্যমে টাইপ করতে পারবেন বাংলা হরফে। সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায় এই অ্যাপগুলি। আসুন দেখে নি এমনি দুটি অ্যাপ যার মাধ্যমে খুব সহজেই নিজের অ্যানড্রয়েড থেকে বাংলা টাইপ করতে পারবেন।

Ridmik Keyboard

 

প্লে স্টোর থেকে ডাউনলোড করুন Ridmik Keyboard। এই কিবোর্ডটীকে ডিফল্ট কিবোর্ড সিলেক্ট করে ইনপুট মেথডে অভ্র সিলেক্ট করুন। এর মাধ্যমে আপনি যেভাবে ইংরাজী হরফে বাংলা লেখেন একইভাবে ইংরাজী কি-বোর্ড ব্যাবহার করে সহজেই আপনার ফোনে বাংলা টাইপ করতে পারবেন। আর টাইপে কোন সমস্যা হলে বা কোন অক্ষর খুঁজে না পেলে পেয়ে অ্যাপে গিয়ে দেখে নিতে পারবেন কিভাবে টাইপ করেন কোন নির্দিষ্ট অক্ষর। এছাড়াও এই কী-বোর্ড অ্যাপে পেয়ে যাবেন প্রভাত লেআউটে টাইপিং এর সুবিধাও। যদিও জেসচার টাইপিং এর সুবিধা পাবেন না রিদমিক কি-বোর্ডে।

Google Indic Keyboard

এছাড়াও আপনি ব্যাবহার করতে পারেন গুগুলের নিজস্ব ইনডিক কি-বোর্ড অ্যাপটি। প্লে স্টোর থেকে ডাউনলোড করুন গুগুল ইনডিক কি-বোর্ড। এই কি-বোর্ডটিকে ডিফল্ট কি-বোর্ড সিলেক্ট করে নিন। গুগুল ইন্ডিক কি-বোর্ডে ভারতের প্রায় সব প্রাদেশিক ভাষায় টাইপ করা যায়। তাই অ্যাপটি প্রথম বার খুলে আপনাকে বাংলা ভাষাটি সিলেক্ট করতে হবে। এরপর একই সাথে এক কি বোর্ডেই টাইপ করতে পারবেন বাংলা ও ইংরাজী। এই কি-বোর্ডে টাইপিং এর সময় ফোনেটিক লে আউট ব্যাবহার করে ইংরাজি কি-বোর্ডে টাইপ করতে পারবেন বাংলা হরফ। এছাড়াও সরাসরি বাংলা হরফ টাইপ করার সুবিধাও রয়েছে এই অ্যাপে।

ফোনের ব্যাটারি ব্যাক আপ বাড়ানোর সহজ কিছু টোটকাফোনের ব্যাটারি ব্যাক আপ বাড়ানোর সহজ কিছু টোটকা

Best Mobiles in India

Read more about:
English summary
App to try on Android to type Bengali character. How to type simply using the phonetic layout on English keyboard?

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X