ইউএএন অ্যাকাউন্টে রেজিস্টার্ড মোবাইল নম্বর পরিবর্তন করবেন কীভাবে?

By Gizbot Bureau
|

আপনি কোন কোম্পানির কর্মী হলে আপনার মাসিক বেতনের একটি অংশ প্রতি মাসে প্রভিডেন্ট ফান্ডে জমা পরে। এই সমস্যার সমাধানে রয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট অর্গানাইজেশন উনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর। এই ইউএএন অ্যাকাউন্টের মাধ্যমেই আপনার প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের লেনদেনের হিসাব পাওয়া যায়। কোম্পানি পরিবর্তন করলেও এই অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন হয় না।

ইউএএন  অ্যাকাউন্টে রেজিস্টার্ড মোবাইল নম্বর পরিবর্তন করবেন কীভাবে?

যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতোই ইউএএন নম্বরে রেজিস্ট্রেশনের জন্যেও একটি ফোন নম্বর থাকা বাধ্যতামূলক। তাই সম্প্রতি ফোন নম্বর বদল করে থাকলে ইউএএন অ্যাকাউন্টেও নতুন ফোন নম্বর আপডেট করা প্রয়োজন। ইউএএন অ্যাকাউন্টে কীভাবে রেজিস্টার্ড ফোন নম্বর বদল করবেন? দেখে নিন।

স্টেপ ১। https://www.epfindia.gov.in/site_en/index.php ওয়েবসাইট ওপেন করুন। নিজের ইউএএন অ্যাকাউন্ট নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।

স্টেপ ২। এখানে ম্যানেজ ট্যাবে ক্লিক করে ড্রপ ডাউন মেনু থেকে 'কন্টাক্ট ডিটেল’ সিলেক্ট করুন।

স্টেপ ৩। এখানে মোবাইল নম্বর পছন্দ করার চেকবক্সটি সিলেক্ট করুন।

স্টেপ ৪। প্রথমে আপনার মোবাইল নম্বর এন্টার করুন। আবার মোবাইল নম্বর লিখে কনফার্ম করুন।

স্টেপ ৫। এবার ওটিপি পেতে 'অথোরাইজেশন পিন’ সিলেক্ট করুন।

স্টেপ ৬। এবার আপনার নতুন মোবাইল নম্বরে একটি ওটিপি পৌঁছবে। সেই ওটিপি দিয়ে সেভ করুন।

স্টেপ ৬। এর পরে আপনার ইউএএন অ্যাকাউন্টে মোবাইল নম্বর আপডেট হয়ে যাবে।

এছাড়াও সম্প্রতি ইপিএফ সদস্যদের পর্যাপ্ত সুবিধা দিতে একটি হোয়াটসঅ্যাপ হেল্প-লাইন চালু করেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। এ বিষয়ে, চলতি বছর অক্টোবরে শ্রম মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছিল, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট অর্গানাইজেশন ফোরামের অন্যান্য মাধ্যম ও সোশাল মিডিয়া পেজের মতোই কাজ করবে এই হোয়াটসঅ্যাপ হেল্প-লাইন পরিষেবা।

Best Mobiles in India

Read more about:
English summary
Steps to change registered mobile number in UAN account.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X