টেলিগ্রাম থেকে নিজের ফোন নম্বর হাইড করবেন কীভাবে? দেখে নিন

By Gizbot Bureau
|

সম্প্রতি হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসির জন্য অনেকেই টেলিগ্রাম ব্যবহার শুরু করেছেন। এই অ্যাপকে হোয়াটসঅ্যাপের থেকে অনেকটা সুরক্ষিত মনে করছেন অনেকেই। সঙ্গে রয়েছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন। এছাড়াও এই মেসেজিং প্ল্যাটফর্মে রয়েছে বিভিন্ন ফিচার। প্রাইভেসিকে আরও শক্তিশালী করার জন্য টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের ফোন নম্বর হাইড করার অপশনও রয়েছে।

টেলিগ্রাম থেকে নিজের ফোন নম্বর হাইড করবেন কীভাবে? দেখে নিন

এই ফিচার ব্যবহার করে আপনি নিজের অ্যাকাউন্টের থেকে ফোন নম্বর হাইড করতে পারবেন। এর ফলে আপনার অ্যাকাউন্ট থেকে কোন তৃতীয় ব্যক্তি ফোন নম্বর দেখতে পারবেন না। কীভাবে নিজের টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে ফোন নম্বর হাইড করবেন। ধাপে ধাপে দেখে নিন।

কী কী প্রয়োজন?

টেলিগ্রামের লেটেস্ট ভার্সন

রেজিস্টার্ড ফোন নম্বর

একটি সক্রিয় ইন্টারনেট কানেকশন

টেলিগ্রাম থেকে নিজের ফোন নম্বর হাইড করার পদ্ধতি

স্টেপ ১। সেটিংস ওপেন করুন

স্মার্টফোনে টেলিগ্রাম অ্যাপ ওপেন করে বাঁ দিকে উপরে তিনটি দাগের মেনুতে ট্যাপ করুন। এর পরে সেটিংস ওপেন করুন।

স্টেপ ২। প্রাইভেসি ও সিকিউরিটি

সেটিংসের মধ্যে আপনি প্রাইভেসি ও সিকিউরিটি অপশন দেখতে পাবেন। এখানে আপনি সুরক্ষা সম্পর্কিত সব অপশন দেখতে পাবেন। এখানেই থাকবে ব্যক্তিগত তথ্য হাইড করার অপশন।

স্টেপ ৩। এবার প্রাইভেসি অপশন

এখানে আপনি লাস্ট সিন, নাম ও ফোন নম্বর হাইড করার অপশন দেখতে পাবেন।

স্টেপ ৪। এর পরে ফোন নম্বর সিলেক্ট করুন

সব শেষে ফোন নম্বর সিলেক্ট করে নো-বডি অথবা মাই কনট্যাক্ট সিলেক্ট করুন। নো-বডি সিলেক্ট করলে কেউ আপনার ফোন নম্বর দেখতে পাবেন না। মায় কনট্যাক্ট সিলেক্ট করলে শুধুমাত্র আপনার ফোনে যে সব কনট্যাক্ট সেভ করা রয়েছে সেই গ্রাহকরাই আপনার প্রোফাইলে ফোন নম্বর দেখতে পাবেন।

Best Mobiles in India

English summary
Telegram Tricks: Hide Your Phone Number On Telegram With These Easy Steps

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X