ইন্সটাগ্রামে টিকটকের মতো ভিডিও পোস্ট করবেন কীভাবে?

By Gizbot Bureau
|

সম্প্রতি ভারতে নিষিদ্ধ হয়েছে ৫৯টি চিনা অ্যাপ। এর মধ্যেই অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক। সম্প্রতি টিকটকের মতো ভিডিও পোস্ট করতে নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে ইন্সটাগ্রাম। ইতিমধ্যেই মিত্রোঁ, চিঙ্গারি সহ টিকটকের একাধিক পরিবর্ত অ্যাপ সামনে এলেও ইন্সটাগ্রাম রিলস জনপ্রিয়তা পেতে শুরু করেছে। কয়েক কোটি গ্রাহক ভারতে ইন্সটাগ্রাম ব্যবহার করেন। আর সেই সুযোগে বাজার ধরতে সামনে এসেছে ইন্সটাগ্রাম রিলস।

ইন্সটাগ্রামে টিকটকের মতো ভিডিও পোস্ট করবেন কীভাবে?

ইন্সটাগ্রাম রিল তৈরি করবেন কীভাবে?

খুব সহজেই ইন্সটাগ্রাম রিলস তৈরি করা যায়। এই জন্য নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে রিলস এনেবেল করতে হবে। সব গ্রাহকের অ্যাকাউন্টে এখনও এই ফিচার পৌঁছায়নি। নির্বাচিত গ্রাহকদের এই ফিচার পাঠাচ্ছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া কোম্পানিটি। ধাপে ধাপে সব গ্রাহক এই ফিচার পেয়ে যাবেন।

রিল তৈরি করতে সহজ এই পদ্ধতি অনুসরণ করুন

স্টেপ ১। ইন্সটাগ্রাম ওপেন করুন।

স্টেপ ২। বাঁ দিকে উপরে ক্যামেরা আইকন সিলেক্ট করুন।

স্টেপ ৩। নীচে, স্টোরি, লাইভ ও রিল অপশন দেখতে পাবেন। এখানে রিল সিলেক্ট করুন।

স্টেপ ৪। এবার আপনি ইন্সটাগ্রাম রিল ব্যবহার শুরু করিতে পারবেন। সর্বোচ্চ ১৫ সেকেন্ডের ভিডিও তৈরি করা যাবে।

স্টেপ ৫। ইন্সটাগ্রাম রিল রেকর্ড করতে নীচে বড় সাদা আইকনে ট্যাপ করুন। এই বাটনে ক্লিক করেই রেকর্ডিং বন্ধ করা যাবে।

স্টেপ ৬। রেকর্ডিং শুরুর আগে বাঁ দিকে প্যানেল থেকে বিভিন্ন এফেক্ট ব্যবহার করা যাবে। ০.৩ এক্স থেকে ৩এক্স স্পিডে ভিডিও রেকর্ড করা যাবে।

স্টেপ ৭। ভিডিওতে এফেক্ট দিতে স্মাইলি বাটন সিলেক্ট করে ডান দিকে বড় সাদা আইকনে সোয়াইপ করুন। এখানে আপনাকে সব এফেক্ট দেখাবে।

স্টেপ ৮। যে কোন ক্লিপ রেকর্ড করার আগে তিন সেকেন্ড টাইমার দেবে ইন্সটাগ্রাম।

স্টেপ ৯। মিউজিক আইকন সিলেক্ট করে ভিডিওতে মিউজিক যোগ করতে পারবেন।

Best Mobiles in India

English summary
These are the top tiktok alternative apps available on India

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X