আপনার iPhone -এ কিভাবে রিমুভ করবেন অ্যাপেল মিউজিক?

|

iOS -এ গান শোনার জন্য অন্যতম প্রধান অ্যাপ অ্যাপেল মিউজিক। প্রায় সব গান পাওয়া যায় অ্যাপেল মিউজিক লাইব্রারীতে।

আপনার iPhone -এ কিভাবে রিমুভ করবেন অ্যাপেল মিউজিক?

কিন্তু এই পরিষেবা পেতে প্রতি মাসে খশাতে হয় একটা নির্দিষ্ট পরিমান টাকা। যদিও প্রথম ৩ মাস বিনামুল্যে ব্যাবহার করতে পারেন গ্রাহকরা। কিন্তু আজ আমরা দেখবো কিকরে আপনার iPhone এ বন্ধ করতে হয় অ্যাপেল মিউজিক। নিচের পদ্ধতি ব্যাবহার করে iPhone, iPod Touch, iPad ও Mac এ রিমুভ করে দিতে পারবেন অ্যাপেল মিউজিক অ্যাপ।

স্টেপ ১। আপনার iPhone, iPod Touch বা iPad -এ সেটিংস খুলুন।

স্টেপ ২।
এবার মিউজিক এ যান।

স্টেপ ৩। এবার 'শো অ্যাপেল মিউজিক' সুইচটি অফ করে দিন।

এর ফলে আপনি যে গানগুলি অফলাইনে শোনার জন্য ডাউনলোড করেছিলেন সেইগুলি ডিলিট হবে না। আপনি যদি আপনার Mac -এ অ্যাপেল মিউজিক ডিসেবেল করতে চান তবে নিচের স্টেপগুলি ফলো করুন,

স্টেপ ১। iTunes খুলুন।

স্টেপ ২। এবার iTunes মেনুতে Preferences সিলেক্ট করুন। Edit -> Preferences (PC)।

স্টেপ ৩। এবার জেনারেল ট্যাবে 'শো অ্যাপেল মিউজিক' অপশানটি আনচেক করে দিন।

আপনি যদি iCloud মিউজিক লাইব্রেরী ডিসেবেল করে দেন, তবে আপনার সমস্ত অফলাইন ডাউনলোড ডিলিট হয়ে যাবে। আসুন দেখে নিন কিভাবে করবেন,

স্টেপ ১। সেটিংস এ যান।

স্টেপ ২। এবার মিউজিক সিলেক্ট করুন।

স্টেপ ৩। এবার 'iCloud Music Library' সুইচটি অফ করে দিন।

লঞ্চ হল Nokia 6 (2018)লঞ্চ হল Nokia 6 (2018)

Best Mobiles in India

Read more about:
English summary
When it comes to enjoying music on the iOS platform, Apple Music plays a big role indeed. Even though it is impossible to get rid of it completely, you can temporarily hide most of Apple Music’s aspects.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X