ভোটার তালিকায় নিজের নাম রয়েছে কি না জানিবেন কীভাবে?

By Gizbot Bureau
|

এপ্রিল মাসে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। ইইতিমধ্যেই নির্বাচনের দিন ঘোষণা করেছে কমিশন। একাধিক রাজনৈতিক দল নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। প্রচারে জোর এনেছে সব রাজনৈতিক দল। সব মিলিয়ে ভোটের আগে গোটা দেশে সাজো সাজো রব। গণতন্ত্রের এই উৎসবে যোগ দেবেন কয়েকশো কোটি নাগরিক। কিন্তু নির্বাচনে অংশ নিতে ভোটার তালিকায় নিজের নাম থাকা বাধ্যতামুলক। আগে আপনার নাম ভোটার তালিকায় থাকলেও বিভিন্ন কারনে তা বাদ যেতে পারে। একাধিক কারনে প্রতি বছরের ভোটার তালিকায় পরিবর্তন আনে কমিশন।

ভোটার তালিকায় নিজের নাম রয়েছে কি না জানিবেন কীভাবে?

লোকসভা নির্বাচনে ভোট দিতে ভোটার তালিকায় নাম থাকা বাধ্যতামুলক। এর সাথেই একটি সরকারি ফটো আইডি থাকতে হবে। ভোটের দিন আইডি নিয়ে বুথে যেতে হবে। পকেটে ভোটার কার্ড থাকলেই ভোট দিতে পারবেন না। এই জন্য ভোটার তালিকায় নাম থাকা বাধ্যতামুলক। নিজের নাম ভোটার তালিকার রয়েছে কি না জানবেন কীভাবে? দেখে নিন।

ভোটার তালিকায় নাম যাচাই করার উপায়

স্টেপ ১। National Voter Services Portal (NVSP) ওয়াবসাইটে 'Electoral Search’ পেজ এ যান।

স্টেপ ২। এখানে নিজের বিবরন দিয়ে অথবা এপিক নম্বর দিয়ে ভোটার তালিকায় নাম রয়েছে কি না দেখে নিতে পারবেন।

এপিক নম্বর জানা থাকলে নীচের পদ্ধতি অনুসরণ করুন

স্টেপ ১। National Voter Services Portal (NVSP) ওয়াবসাইটে 'Electoral Search’ পেজ এ যান।

স্টেপ ২। এখানে 'এপিচ দিয়ে সার্চ’ অপশন সিলেক্ট করুন।

স্টেপ ৩। এপিচ নম্বর দিয়ে সার্চ করুন।

স্টেপ ৪। আপনার নাম ভোটার তালিকায় থাকলে তা সার্চ রেজাল্টে দেখা যাবে। কিছু না দেখালে বুঝবেন ভোটার তালিকায় আপনার নাম নেই।

এপিক নম্বর জানা না থাকলে এই পদ্ধতি অনুসরণ করুন

স্টেপ ১। National Voter Services Portal (NVSP) ওয়াবসাইটে 'Electoral Search’ পেজ এ যান।

স্টেপ ২। 'সার্চ বাই ডিটেলস’ সিলেক্ট করুন।

স্টেপ ৩। নিজের সব বিবরন লিখুন, এরপরে সার্চ বাটনে ক্লিক করুন।

স্টেপ ৪। আপনার নাম ভোটার তালিকায় থাকলে তা সার্চ রেজাল্টে দেখা যাবে। কিছু না দেখালে বুঝবেন ভোটার তালিকায় আপনার নাম নেই।

Best Mobiles in India

Read more about:
English summary
Voter List 2019: How to Check if Your Name Is on Electoral Rolls in India

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X