গুগুল ম্যাপ টাইমলাইন কি ও কিভাবে তা ব্যাবহার করবেন ?

|

এটা এখন সবারই জানা গুগুল আমাদের প্রতি মিনিটে ফলো করছে। আমরা কোথায় যাচ্ছি কি করছি সবই নজরে রাখছে গুগুল। ম্যাপে সম্প্রতি এসেছে "ইওর টাইমলাইন" নামের একটি ফিচার। সেখানে আপনি দেখে নিতে পারবেন আপনি কোথায় ও কবে গিয়েছিলেন।

গুগুল ম্যাপ টাইমলাইন কি ও কিভাবে তা ব্যাবহার করবেন ?

দিন ধরে আপনি কবে কোথায় ছিলেন দেখে নিতে পারবেন টাইমলাইনে। এছাড়াও দেখতে পারবেন আপনি কি ধরনের গাড়ি চেপে এক জায়গা থেকে অন্য জায়গাতে পৌঁছেছিলেন ও আরও অনেক কিছু। তবে এই সব আপনি দেখতে পারবেন একমাত্র যদি আপনার ফোনের লোকেশান সার্ভিস অন থাকে তবেই। আসুন দেখে নিন কিভাবে অ্যাকটিভ করবেনঃ

স্টেপ ১। বাঁ দিকে উপরে মেনু সিলেক্ট করে টাইমলাইন সিলেক্ট করুন।

স্টেপ ২।
ট্যাপ করুন More -> Settings

স্টেপ ৩। এবার আপনাকে লোকেশান সার্ভিস অন রাখতে হবে টাইমলাইনে দেখার জন্য।

এবার দেখে নিন কিভাবে টাইমলাইন দেখবেন গুগুল ম্যাপেঃ

এবার দেখে নিন কিভাবে টাইমলাইন দেখবেন গুগুল ম্যাপেঃ

স্টেপ ১। গুগুল ম্যাপে যান।

স্টেপ ২। বাঁ দিকে উপরে মেনু সিলেক্ট করে টাইমলাইন সিলেক্ট করুন।

স্টেপ ৩। সেখানে ক্যালেন্ডারে কোন দিন বা মাস সিলেক্ট করে দেখে নিন আপনার ট্রাভেল হিসট্রি।

এছাড়াও আপনি এডিট ও ডিলিট করতে পারবেন আপনার টাইমলাইন।

কিভাবে বদলাবেন আপনার লোকেশান হিস্ট্রিঃ

কিভাবে বদলাবেন আপনার লোকেশান হিস্ট্রিঃ

স্টেপ ১। গুগুল ম্যাপে যান।

স্টেপ ২। বাঁ দিকে উপরে মেনু সিলেক্ট করে টাইমলাইন সিলেক্ট করুন।

স্টেপ ৩। এবার নিচে এডিট সিলেক্ট করে সঠিক জায়গাটি দেখিয়ে দিন।

ফ্লিপকার্টে ৭৩ হাজারে মিলছে গুগল পিক্সেল ২ এক্সএলফ্লিপকার্টে ৭৩ হাজারে মিলছে গুগল পিক্সেল ২ এক্সএল

দিন ডিলিট করুনঃ

দিন ডিলিট করুনঃ

স্টেপ ১। গুগুল ম্যাপে যান।

স্টেপ ২। বাঁ দিকে উপরে মেনু সিলেক্ট করে টাইমলাইন সিলেক্ট করুন।

স্টেপ ৩। এবার শো ক্যালেন্ডারে ট্যাপ করে দিনটি বাছুন।

স্টেপ ৪। এবার ডিলিট ডে তে ক্লিক করুন।

লোকেশান ও লোকেশান হিস্ট্রি ডিলিট করুনঃ

লোকেশান ও লোকেশান হিস্ট্রি ডিলিট করুনঃ

স্টেপ ১। গুগুল ম্যাপে যান।

স্টেপ ২। বাঁ দিকে উপরে মেনু সিলেক্ট করে টাইমলাইন সিলেক্ট করুন।

স্টেপ ৩। কিছুটা হিস্ট্রি মুছতে -> ডিলিট হিস্ট্রি রেঞ্জে ট্যাপ করুন।

স্টেপ ৪। সবকিছু একবারে ডিলিট করতে ডিলিট অল লোকেশান হিস্ট্রি ট্যাপ করুন।

Best Mobiles in India

Read more about:
English summary
It's a known fact that Google tracks each and every activity of ours including the browsing history, places we've been and much more. Check out on how to see Google Timeline.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X