Inbox by Gmail অ্যাপ এর দশটি সেরা ফিচার

By GizBot Bureau
|

বিশ্বব্যাপী সবথেকে জনপ্রিয় ইমেল সার্ভিস Gmail। Inbox by Gmail অ্যাপ এর মাধ্যমে খুব সহজেই নিজের ইনবক্সের ইমেল গুছিয়ে রাখা সম্ভব। সব প্ল্যাটফর্মেই Inbox by Gmail অ্যাপ ব্যবহার করা সম্ভব। এই অ্যাপ ব্যবহার করে Gmail ব্যবহারে সময় বাঁচানোর ১০টি সহজ উপায় দেখে নিন।

 Inbox by Gmail অ্যাপ এর দশটি সেরা ফিচার

ইমেল থেকে To-Do লিস্ট

Inbox by Gmail অ্যাপ নিজে থেকে বুঝে নিতে পারে কোন ইমেলের সাথে টু-ডু লিস্ট তৈরী ক্লরতে হবে। সেই ইমেল পড়ার সময় ইমেলের কাজটি করেছেন কী না তা জানিয়ে দিতে হবে Inbox by Gmail কে।

নিজে থেকে ইমেল গুছিয়ে রাখা

নিজে থেকেই ইমেল গুছিয়ে রাখার কাজ করে Inbox by Gmail। অ্যাপ ইন্সটলের পরে প্রোমো, ট্রিপ ইন্ত্যাদি বান্ডেলে নিজে থেকেই ইমেল ঘুছিয়ে রাখে এই অ্যাপ। তবে আপনি নিজের বান্ডেল তৈরী করে নিতে পারেন।

প্রয়োজনীয় ডাটা হাইলাইট

প্রয়োজনীয় তথ্য, অয়াটাচমেন্ট নিজে থেকেই হাইলাইট করে রাখে এই অ্যাপ। এর ফলে ইনবক্সে প্রয়োজনীয় জিনিস জলদি চোখে পড়ে।

জলদি ইমেলের উত্তর

যে কোন ইমেলের নীচে তিনটি কুইক রিপ্লাই সাজেশান থাকে। সেখান থেকে যে কোন একটি পছন্দ করে জলদি যে কোন ইমেলের রিপ্লাই দেওয়া সম্ভব।

জলদি সার্চ করুন

Gmail অ্যাপ এর থেকে অনেক তাড়াতাড়ি প্রয়োজনীয় ইমেল সার্চ করা সম্ভব Inbox by Gmail অ্যাপ দিয়ে।

ট্রাভেল অ্যাসিস্টান্ট

ঘুরতে যাওয়ার সব তথ্য সহজেই Inbox by Gmail থেকে ট্র্যাক করতে পারবেন। সব টিকিট ও বুকিং এর কার্ড এই অ্যাপ এ চলে আসবে।

রিমান্ডার

যে ইমেল থেকে নির্দিষ্ট কাজ করতে হবে সেই ইমেল নিজে থেকে চিনে নিয়ে ইমেলের সাথেই রিমাইন্ডার তৈরীর শর্টকাট দিয়ে দেয়।

অপ্রয়োজনীয় ইমেল থেকে দূরে থাকা

অপ্রয়োজনীয় ইমেল স্নুজ করে তা থেকে মুক্তি পাওয়া সম্ভব। প্রয়োজনে পরে তা আবার ফিরিয়ে আনা সম্ভব।

আপডেট ও প্রোমো ইমেল

আপডেট ও প্রোমো ইমেলগুলিকে একসাথে আলাদা করে রেখে দেবে Inbox by Gmail। দিনের শেষে একবারে সবকটি ইমেল একসাথে দেখে নিতে পারবেন।

Inbox by Gmail ব্যবহার করতে থাকুন

যত বেশি এই অ্যাপ ব্যবহার করবেন তত এই অ্যাপ শিখতে থাকবে। পরে আপনার ইমেল ব্যবহারের অভিজ্ঞতাকে আরও ভালো করে তুলবে।

iPhone ও Android-এ Wi-Fi Hotspot এর পাসওয়ার্ড বদলের সহজ উপায়iPhone ও Android-এ Wi-Fi Hotspot এর পাসওয়ার্ড বদলের সহজ উপায়

Best Mobiles in India

Read more about:
English summary
Gmail is the most popular email service that exists around the world. Inbox by Gmail provides a right way of organising emails, and apart from that it also allows you to manage the emails.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X