কিভাবে চিনে নেবেন আপনার কম্পিউটারকে স্লো করা আপ্রয়োজনীয় ফাইলগুলিকে?

|

আপনার ল্যাপটপ বা কম্পিউটার ভর্তি কয়েক লক্ষ ফাইল ও ফোল্ডারে। কিন্তু এর মধ্যে এমন অনেক অপ্রয়োজনীয় ফাইল থাকে যা অকারণে আপনার ডিস্ক স্পেস ফুল করে ও স্লো করে দেয় আপনার কম্পিউটার। আর এই ফাইল ও ফোল্ডারগুলির কোন প্রয়োজন নেই আপনার কম্পিউটারে। আর এই অপ্রয়োজনীয় ফাইলগুলি ডিলিট করে আপনি অনেকটা স্পেস বাঁচিয়ে নিতে পারবেন আপনার কম্পিউটারে। একই সাথে আপনি বেড়ে যাবে আপনার কম্পিউটারের স্পিড।

কিভাবে চিনে নেবেন আপনার কম্পিউটারকে স্লো করা আপ্রয়োজনীয় ফাইলগুলিকে?

আর এর জন্যই জানা প্রয়োজন কোন ফাইলগুলি আপনার কম্পিউটারের জন্য অপ্রয়োজনীয়। আসুন দেখে নিন কিভাবে চিনবেন এই ফাইলগুলি?

The Hibernation File

The Hibernation File

আপনি যদি কম্পিউটারটি হাইবারনেট করেন তবে আপনার কম্পিউটারের সব কাজ সেভ হয়ে যায় কিছু ফাইলে। আর এই ফাইলগুলি থেকে যায় আপনার হার্ড ড্রাইভে। পরে আপনি আবার কম্পিউটারটি চালালে সেখান থেকেই আবার শুরু হয় কাজ। কিন্তু এই ফাইলগুলির আর প্রয়োজন পড়ে না আপনার। তাই হাইবারনেশান ফাইল ডিলিট করতে আপনাকে Command Promt এ Shift প্রেস করে রাইট ফ্লিক করে Run As Administrator এ ক্লিক করতে হবে। এরপর কমান্ড প্রমটে টাইপ করতে হবে "powercfg.exe/hibernate off"।

Temp Folder
 

Temp Folder

টেম্প ফোল্ডারে উইন্ডজের সব টেম্পোরারি ফাইল সেভ হয়ে থাকে। যেমন ধরুন আপনি কম্পিউটারে ছবির ফোল্ডার খুললে ফাইল এক্সপ্লোরারে সব ছবির থাম্বনেল দেখায়। সেখান থেকে আপনি ছবি পছন্দ করে ওপেন করেন আপনার প্রিয় ছবিটি। কিন্তু এই থাম্বনেল্গুলি দেখানোর জন্য উইন্ডোজ একটি ফাইল ক্রিয়েট করে। যা পরে আপনার কম্পিউটারে আর কোন কাজে লাগে না। C:WindowsTemp পাথে সেভ হয়ে থাকে এই ফাইলগুলি। এই পাথে গিয়ে ‘Ctrl+A' প্রেস করে সবকটি ফাইল সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে দিন। এখানে আপনাকে এই ফাইল ডিলিট না করার জন্য জানানো হবে। যা আপনি অগ্রাহ্য কিরে ডিলিট করে দিন কম্পিউটারের সব টেম্প ফাইল।

Recycle Bin

Recycle Bin

আপনি যখনি কম্পিউটার থেকে ডিলিত প্রেস করে ফাইল বা ফোল্ডার ডিলিট করেন তখন এই পুরোপুরিভাবে ডিলিট হয় না আপনার কম্পিউটার থেকে। এই ফাইলগুলি সেভ হয়ে থাকে আপনার রিসাইকেল বিনে। পরে আপনি চাইলে রিস্টোর করতে পারেন রিসাইকেল বিনের যেকোন ফাইল বা ফোল্ডার। আর এই ফাইলগুলি অনেকটা যায়গা নিয়ে বসে থাকে হার্ড ড্রাইভে। তাই রিসাইকেল বিনে গিয়ে আলাদা করে ডিলিট করতে পারেন প্রতিটা ফাইল। অথবা রিসাইকেল বিনে যদি কোন প্রয়োজনীয় এমন কোন ফাইল না থাকে যেটা ভবিষ্যতে আপনার লাগতে পারে তবে রিসাইকেল বিনে রাইট ক্লিক করে ‘Empty Recycle Bin' সিলেক্ট করতে পারেন। এরপর কনফার্ম করে দিলেই সম্পূর্ণ খালি হয়ে যাবে রিসাইকেল বিন।

Windows.old Folder

Windows.old Folder

আপনি যখন উইন্ডোজ আপডেট করেন তখন আপনার কম্পিউটারে থেকে যায় পুরনো উইন্ডোজের কিছু ফাইল। আপডেটে কোন সমস্যা হলে উইন্ডোজ আবার পুরনো ভার্সানে ফেরৎ যাওয়ার জন্যই এই ফাইল সেভ হয়। তবে আপডেটের ১০ দিন পরে নিজে থেকেই ডিলিট হয়ে যায় এই ফাইলগুলি। এই ১০ দিনের মধ্যে আপনি ডিলিট করে দিতে পারেন এই ফাইলগুলি।

এবার মিউজিক স্ট্রিমিং অ্যাপ আনছে ইউটিউবএবার মিউজিক স্ট্রিমিং অ্যাপ আনছে ইউটিউব

Downloaded Program Files

Downloaded Program Files

ইন্টারনেট এক্সপ্লোরারের ActiveX control ও Java applet এর জন্য তৈরী হয় এই ফাইলগুলি। পরে কোন কাজে লাগে না এই ফাইলগুলি। তাই চাইলে ডিলিট করে দিতে পারেন এই ফাইলগুলিও।

Best Mobiles in India

Read more about:
English summary
5 Windows Files And Folders To Delete To Save Space

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X