বাড়িতে বিপদ ডেকে আনতে পারে Google Home ও Chromecast

By GizBot Bureau
|

আপনি কি Google Home, Chromecast এর মতো ডিভাইসগুলি ব্যাবহার করেন? তাহলে এখনি সতর্ক হওয়ার সময় এসেছে। গবেষক ক্রেগ ইয়ং তার গবেষণায় জানিয়েছেন আপনার সুরক্ষার জন্য খুবই খারাপ Google Home, Chromecast এর মতো ডিভাইসগুলি। এর মাধ্যমে ১০ মিটার পর্যন্ত আপনার লোকেশান পেয়ে যাওয়া যায়। আর এই তথ্য ব্যাবহার করেই হ্যাকাররা আপনার ঘরের ভিতরে ঢুকে যেতে পারে। এমনকি আপনার কোন ঘরে ডিভাইসগুলি রয়েছে তা জানাও অসম্ভয় নয়।

বাড়িতে বিপদ ডেকে আনতে পারে Google Home ও Chromecast

আর হ্যাকারদের এই তথ্য পেয়ে যাওয়া আপনার কাছে বিপজ্জনক হয়ে উঠতে পারে। আর এর মাধ্যমেই বিভিন্ন ব্যাক্তিগত তথ্য যোগাড় করে আপনাকে হুমকি দিতে পারেন হ্যাকাররা। এমনকি হ্যাকারদের ব্ল্যাকমেলের সম্মুখিন হতে পারেন আপনি। আপনার বিভিন্ন ঘনিষ্ঠ মুহুর্তের ছবি বা অডিও আপনার বন্ধুদের কাছে পাঠিয়ে দেওয়ার হুমকি দিতে পারে হ্যাকাররা।

ইতিমধ্যেই এই সমস্যা সমাধানের কাজ শুরু করেছে গুগল। আগামি মাসে সফটওয়ার আপডেটের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে চলেছে গুগল।

সমস্যাটা আসলে কী?

বেশীরভাগ গ্রাহক তাদের Google Home, Chromecast, স্মার্টফোন ও কম্পিউটার সবকিছুই বাড়ির WiFi নেটওয়ার্কে কানেক্ট করেন। আর Google Home, Chromecast এ একটি ভুল রয়েছে। আর এই ভুল ব্যবহার করে কোন অথেন্টিকেশান ছাড়াও নেটওয়ার্কের অন্য ডিভাইস অ্যাকসেস করা যায়। আর এখানেই WiFi নেটওয়ার্কের লিস্ট থেকে পরে গুগলের জিওলোকেশান ব্যবহার করে কোন গ্রাহকের আসল লোকেসান দেখে নেওয়া যায়।

গুগলের সুরক্ষা নিয়ে নিয়মিত প্রশ্ন ওঠে টেক দুনিয়ায়। আর এই গবেষণার ফলে আবার দুই গুগল ডিভাইসের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে গেল। কিছুদিন আগেই একাধিক নতুন অ্যানড্রয়েড ফোনে ম্যালওয়ারের উপস্থিতি দেখা গিয়েছিল। আর এবার Google Home, Chromecast এর এই সুরক্ষার ফাঁক নিঃসন্দেহে আবার গুগলের সুরক্ষার উপরে বড় প্রশ্নচিহ্ন তুলে দিল।

এবার Android ও iPhone এ বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপএবার Android ও iPhone এ বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ

Best Mobiles in India

Read more about:
English summary
Google Home and Chromecast devices have a serious vulnerability that can leak your precise location within 10 meters to an attacker.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X