স্মার্টফোন দিয়ে শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণের ছবি তুলবেন কীভাবে?

By GizBot Bureau
|

শুক্রবার রাতে ভারত থেকে এই শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ দেখা যাবে। শুক্রবার রাত ১০টা ৪৪ মিনিট থেকে এই চন্দ্রগ্রহণ শুরু হবে। তবে পূর্ণগ্রাস গ্রহণ শুরু হবে রাত ১টায়। রাত ১টা ১৫ মিনিট থেকে ২টা ৪৩ মিনিট পর্যন্ত পৃথিবীর ছায়ার সম্পূর্ণ পিছনে থাকবে চাঁদ। এই সময় চাঁদের রঙ লাল হয়ে যাবে। একে 'ব্লাড মুন’ বলা হয়। ভোর ৪টা ৫৮ মিনিট পর্যন্ত এই গ্রাহণ চলবে।

স্মার্টফোন দিয়ে শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণের ছবি তুলবেন কীভাবে?

মোট ১ ঘন্টা ৪৩ মিনিট পূর্ণগ্রাস গ্রহণ চলবে। তাই এই গ্রহণের ছবি তোলার জন্য অনেকটা সময় পাওয়া যাবে। DSLR এর মতো প্রফেশানাল ক্যামেরা দিয়ে এই ঐতিহাসিক মুহুর্ত ফ্রেমবন্দি করে রাখার কসরত অনেকেই করবেন। কিন্তু আপনার কাছে যদি দামি প্রফেশানাল ক্যামেরা না থাকে তবে হতাশ হওয়ার কারন নেই। একটু চেষ্টা করলেই স্মার্টফোনের মাধ্যমে সহজেই শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণের ছবি তুলে রাখতে পারবেন। অবশ্যই যদি আকাশে মেঘ কাটে তবেই। আসুন দেখে নেওয়া যাক স্মার্টফোনের ক্যামেরা দিয়ে চন্দ্রগ্রহনের ছবি তুলবেন কীভাবে?

এক্সটারনাল লেন্স

গত কয়েক বছরে স্মার্টফোনের ক্যামেরার প্রযুক্তিতে অসামান্য উন্নতি ঘটেছে। ডুয়াল লেন্স ক্যামেরা, অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশানের মতো প্রফেশানাল ক্যামেরার ফিচার এখন অনেক স্মার্টফোনেই পাওয়া যায়। যদিও সব স্মার্টফোনের ক্যামেরায় ওয়াইড ফোকাল লেন্থ ব্যবহারের জন্য চন্দ্রগ্রহণের ছবি তোলা অসুবিধা। তবে একটি এক্সটারনাল টেলি ফোকাল লেন্থ লেন্স ব্যবহার করে এই সমস্যার সমাধান করা যায়। অ্যামাজন ও ফ্লিপকার্ট থেকে এই ধরনের লেন্স কিনে নিজের স্মার্টফোন থেকেই চন্দ্রগ্রহণের ছবি তুলতে পারবেন।

ট্রাইপড ব্যবহার করুন

টেলি লেন্স দিয়ে ছবি তুললে একটি মোবাইল ট্রাইপড ব্যবহার করা জরুরি। নচেৎ হাত কাঁপার কারণে ছবি ঘোলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে টেলি লেন্স লাগিয়ে ছবি তোলার সময় হাতের কাঁপুনি ছবিতে বেশি ধরা পড়ে।

প্রো মোড/ ম্যানুয়াল মোড ব্যবহার করুন

দৈনন্দিন জীবনে স্মার্টফোনে ছবি তোলার সময় আমরা ম্যানুয়াল মোড বেশি ব্যুওবহার করেন না কেউই। তবে এই সব দিনে ম্যানুয়াল মোড ব্যবহার করে ছবি তুলে সবাইকে চমকে দিতে পারেন। দু একটি স্মার্টফোন বাদ দিলে প্রায় কোন স্মার্টফোনেই ক্যামেরার অ্যাপারচার বদল করা যায় না। সেই ক্ষেত্রে ম্যানুয়াল মোডে শাটার স্পিড, হোয়াইট ব্যালেন্স ও ISO বদল করে ম্যানুয়াল মোডে ছবি তোলা সম্ভব। শাটার স্পিড যত বাড়বে ক্যামেরার সেন্সারে তত বেশি আলো পৌঁছাবে। যেমন ধরুন ১/৪০০ শাটার স্পিডের থেকে ১/২০০ শাটার স্পিডে সেন্সারে দ্বিগুন আলো ঢুকবে।

এছাড়াও ISO বদল করে ছবিতে আলর পরিমান ঠিক করতে পারবেন। ISO হল সেন্সারের সেন্সিটিভিটি। ISO যত বাড়বে সেন্সারে তত বেশি আলো ধরা পড়বে। তবে মাথায় রাখা প্রয়োজন ISO বাড়লে ছবিতে নয়েজের পরিমাণ বাড়বে। বিশেষ করে মোবাইলের ক্যামেরায় ছোট সেন্সার ব্যবহার করার কারনে আরও বেশি নয়েজ দেখা যাবে। তাই ISO যত কম রেখে ছবি তোলা যায় তত ভালো ছবি উঠবে। আপনার স্মার্টফোনের ক্যামেরায় ম্যানুয়াল মোড না থাকলে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে থার্ড পার্টি ক্যামেরা অ্যাপ ডাউনলোড করে ম্যানুয়াল মোডে ছবি তুলতে পারবেন।

টাইম ল্যাপ্স তুলুন

টাইম ল্যাপ্স তোলার জন্য টারিপডে স্মার্টফোন থাকা আবশ্যিক। আজকাল প্রায় সব স্মার্টফোনেই এই ফিচার দেখা যায়। ক্যামেরায় মেনু তে গিয়ে টাইমল্যাপ্স অপশান সিলেক্ট করুন। টাইমল্যাপ্সের মাধ্যমে গোটা গ্রহণ তুলে ফেলতে পারেন।

ছবির কর্ম্যাট

স্মার্টফোনের ক্যামেরায় RAW ফর্ম্যাটে ছবি তোলার অপশান থাকলে RAW ফর্ম্যাটে চন্দ্রগ্রহণের ছবি তুলুন। RAW ফর্ম্যাটে ছবি তুললে পরে এডিটিং এর সময়ে অনেক ডিটেল বেশি পাওয়া যায়। তবে নিতান্তই আপনার স্মার্টফোনের ক্যামেরায় RAW ছবি তোলা না গেলে JPG ফর্ম্যাটে বেস্ট কোয়ালিটিতে ছবি তুলুন।

এডিটিং অ্যাপ

ভালো ছবি তোলার সাথে সাথেই একটি ভালো এডিটিং অ্যাপ থাকা প্রয়োজনীয়। Pro Cam, Camera FV-5 এর মতো অ্যাপ দিয়ে ছবির হাইলাইট, শ্যাডো কালার, কনট্রাস্ট নিয়ন্ত্রণ করতে পারবেন।

Best Mobiles in India

Read more about:
English summary
Lunar Eclipse 2018: in case you want to capture this celestial event on your smartphone, here are a few simple tips you can check

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X