কী ফোন ব্যাবহার করেন বিশ্বে তাবড় রাষ্ট্রনেতারা?

By GizBot Bureau
|

2018 সালে সবার পকেটেই একটি করে স্মার্টফোন থাকে। আর এর ব্যাতক্রম নন রাষ্ট্রনেতারাও। স্মার্টফোনে গোপনীয়তার প্রশ্নে যখন গোটা বিশ্ব প্রশ্নের ছাপ তখন কীভাবে নিজেদের স্মার্টফোনে গোপনীয়তা রক্ষা করেন বিশ্বে তাবড় দেশের এক নম্বর নাগরিকরা? কেউ ব্যাবহার করেন বিশেষ ফোন তো কেউ বাজারে চলতি ফোনে আলাদা সুরক্ষা কবচ বসিয়ে নেন। আসুন দেখে নি বিশ্বের শক্তিশালী কিছু রাষ্ট্রনেতা কী ফোন ব্যাবহার করেন।

বারাক ওবামা

বারাক ওবামা

ওবামা একটি ব্ল্যাকবেরী স্মার্টফোন ব্যাবহার করেন। ৩০০০ মার্কিন ডলার দাম এই ফোনের। এই ফোনে নেই কোন হোয়াটসঅ্যাপ বা সেলফি ক্যামেরা। কোন গেম বা টেক্সট ফিচার নেই এই ব্ল্যাকবেরিতে। এই ফোনকে সুরক্ষিত রাখতে একাধিক এনক্রিপশান সিস্টেম ব্যাবহার করা হয়েছে।

নরেন্দ্র মোদি

নরেন্দ্র মোদি

অ্যাপেল ডিভাইসের ফ্যান মোদি। লোকসভা নির্বাচনে জেতার পরে তিনি যে সেলফি পোস্ট করেন তা অ্যাপেল ডিভাইসে তোলা বলেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। এছাড়াও নিজের সাথে সবসময় একটি iPad ও ল্যাপটপ সাথে রাখেন তিনি। তবে এই ডিভাইসে কী ধরনের সিকিউরিটি সিস্টেম ইন্সটল করা তা জানা যায়নি এখনো।

হিলারী ক্লিন্টন

হিলারী ক্লিন্টন

ব্ল্যাকবেরী ফোন ব্যাবহার করেন হিলারী। তাঁর হাতে সবসময় একটি ব্ল্যাকবেরী দেখা যায়।

ভ্লাদিমির পুতিন

ভ্লাদিমির পুতিন

নিজে একাধিক বার জানিয়েছেন সুরক্ষার কারনে কোন স্মার্টফোন ব্যাবহার করেন না পুতিন। তবে জানা গিয়েছে একটি গ্লোনাস ৯৪৫ অ্যানড্রয়েড ফোন ব্যাবহার করেন তিনি।

ব্রিটিশ রাজ পরিবার

ব্রিটিশ রাজ পরিবার

এই পরিবারের সবাই অ্যাপেল ডিভাই ব্যাবহার পছন্দ করেন। রানী নিজে iPad থেকে বিভিন্ন নির্দেশ দেন।

নওয়াজ শরিফ

নওয়াজ শরিফ

এক রিপোর্টে জানা গিয়েছে ব্ল্যাকবেরী ফোন ব্যাবহার করেন শরিফ। এছাড়াও ব্ল্যাকবেরী মেসেঞ্জারে অনলাইন থাকা তাঁর খুব পছন্দের।

ব্ল্যাকবোর্ড নয়, এবার থেকে কম্পিউতারেই Microsoft Word শিখবে ঘানার খুদেরাব্ল্যাকবোর্ড নয়, এবার থেকে কম্পিউতারেই Microsoft Word শিখবে ঘানার খুদেরা

 ডেভিড ক্যামারুন

ডেভিড ক্যামারুন

ক্যামারুনও ব্ল্যাকবেরী ভক্ত। একটি এনক্রিপটেড ফোন ব্যাবহার করেন তিনি।

কিম জং উন

কিম জং উন

উত্তর কোরিয়ার এই নেতা কী ফোন ব্যাবহার করেন তা পরিষ্কার না। অনেকে মনে করেন একটি HTC বাটারফ্লাই ব্যাবহার করেন তিনি।

অ্যাঙ্গেলা মার্কেল

অ্যাঙ্গেলা মার্কেল

দুটি ফোন ব্যাবহার করেন মার্কেল। একটি নোকিয়া ৬২৬০ আর একটি ব্ল্যাকবেরী Z10।

ফ্রাঙ্কোইস হোলান্ড

ফ্রাঙ্কোইস হোলান্ড

নিজস্ব ব্যাবসার জন্য একটি iPhone ব্যাবহার করে ফ্রান্সের প্রেসিডেন্ট।

Best Mobiles in India

Read more about:
English summary
which phones do world leaders use?

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X