iPhone XR সম্পর্কে ১০টি অজানা তথ্য

|

গত শুক্রবার ভারতে শুরু হয়েছে প্রি-অর্ডার, ২৬ অক্টোবর থেকে বিক্রি শুরু হবে Apple iPhone XR। কিছুদিন আগেই ঘটা করে কুপারটিনো শহরের স্টিভ জোবস থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে ফোনে লঞ্চ। অক্টোবর মাসের মধ্যেই প্রায় ২০ মিলিয়ান ফোন তৈরি করে ফেলবে মার্কিন কোম্পানিটি।

 
iPhone XR সম্পর্কে ১০টি অজানা তথ্য

এই বছর তিনটি নতুন iPhone লঞ্চ করেছে Apple। দাম বেশি হওয়ার জন্য নতুন iPhone XS ও XS Max ফোনের প্রতি আগ্রহ দেখাচ্ছেন না গ্রাহকরা। একই ফিচারে সামান্য কম দামে iPhone XR ফোনের প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছেন গ্রাহকরা। এর প্রধান কারন এই দুটি ফোনকে একই রকম দেখতে। পিছনে ক্যামেরা সেট আপ ছাড়া বাইরে থেকে দেখে চেনার উপায় নেই এই দুই ফোন। এছাড়াও দুটি ফোনের রয়েছে এক প্রসেসার ও ফিচার্স। যদিও iPhone XS ও XS Max এর থেকে অনেকটাই কম দামে পাওয়া যাবে iPhone XR। iPhone XR সম্পর্কে ১০টি অজানা তথ্য।

১। iPhone XR এর ভিতরে রয়েছে নতুন A12 বায়োনিক চিপ।

 

২। iPhone XS আর XS Max এর মতোই iPhone XR ফোনে রয়েছে এ রয়েছে অল স্ক্রিন ডিজাইন আর ফেস আইডি।

৩। অন্য দুটি iPhone মডেলের থেকে iPhone XR এর সব থেকে বড় পার্থক্য ফোনের স্ক্রিন।

৪। iPhone XR ফোনে রয়েছে সিঙ্গেল লেন্স রিয়ার ক্যামেরা।

৫। iPhone XS আর XS Max এর মতো 512GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে না iPhone XR।

৬। একাধিক কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে iPhone XR।

৭। iPhone XR তে থ্রি ডি টাচ থাকছে না।

৮। iPhone XR IP67 সার্টিফায়েড।

৯। iPhone XS আর XS Max আর iPhone XR এ একই ফ্রন্ট ক্যামেরা ব্যবহার হয়েছে।

১০। তিনটি iPhone এর মধ্যে iPhone XR এ সব থকে বেশি ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে।

Best Mobiles in India

Read more about:
English summary
Pre-orders for Apple's most-affordable 2018 iPhones, iPhone XR, has started.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X