কোটাক একট্রার ২১মেগাপিক্সেলের ক্যামেরা স্মার্টফোন বনাম অন্যান্য সেরা ক্যামেরা স্মার্টফোন

কোটাক একট্রার ২১ মেগাপিক্সেলের ক্যামেরা স্মার্টফোন বনাম অন্যান্য সেরা ক্যামেরা স্মার্টফোন

By Sabyasachi Chakraborty
|

২৯ হাজার ৯৯০ টাকায় ক্যামেরা স্মার্টফোন ভারতের বাজারে আনল কোটাক একট্রা। স্মার্টফোনে ক্যামেরার নানান রকম ফিচার্স রয়েছে। তবে ক্যামেরা নিয়ে কোনও সন্দেহ না থাকলেও, ফোন হিসেবে এটি কতটা ঠিকঠাক, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

কোটাক একট্রার ২১মেগাপিক্সেলের ক্যামেরা স্মার্টফোন বনাম অন্যান্য সেরা

যাইহোক, আপাতত অনলাইনেই মিলছে কোটাক একট্রা। দাম ২৯ হাজার নয়, আরেকটু কম। ৩৩ শতাংশ ডিসকাউন্টে মিলছে ফোন, সুতরাং দাম সেক্ষেত্রে পড়ছে ১৯ হাজার ৯৯০ টাকা। তবে অবশ্যই কিছু সময়ের জন্য।

কোটাক একট্রা অবশ্য আশা করছে, তারা ভারতীয় স্মার্টফোনের বাজারে একটা মাইলস্টোন। ২১ মেগাপিক্সেলের ফাস্ট ফোকাসের এই ক্যামেরা সেন্সর সহ থাকছে এফ/২.০ অ্যাপারচার। রয়েছে অপক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, ফেস ডিটেকশন অটোফোকাস, ডুয়াল এলইডি (ডুয়াল টোন) ফ্ল্যাশ, ৪কে ভিডিও রেকর্ডিং। রিয়ার ক্যামেরা আরএডব্লিউ ফরম্যাটেও ছবি তুলতে পারে। ক্যামেরার সামনে ১৩ মেগাপিক্সেলের সেন্সর রয়েছে।

ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোনের দিকে নজর রেখেই কোটাক ভারতের বাজারে এসেছে।

ফিচার্স

  • ৫ ইঞ্চি ফুলএইচডি (১৯২০X১০৮০ পিক্সেলস) ক্যাপাসিটিভ মাল্টিটাচ
  • ২১ মেগাপিক্সেল রিয়ার ও ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ডিএসএলআর ধাঁচের আটটি স্টাইল সিলেকশন, স্মার্ট অটো, ম্যানুয়াল, ল্যান্ডস্কেপ, প্যানোরামা, পোর্ট্রেইট, স্পোর্ট, নাইট আর বুকে।
  • এইচ ডি আর ইমাজিং, পিডিএএফ
  • ৪কে ভিডিও ক্যাপচার
  • ৩২জিবি এক্সপেন্ডেবল মেমোরি
  • ৩০০০ এমএএইচ, ৫২ভি ২এ চার্জিং, পাম্প এক্সপ্রেস রেডি

কোটাককে পাল্লা দিতে পারে এমন ক্যামেরা সেন্ট্রিক কিছু স্মার্টফোনের তালিকা দিলাম আমরা। বেছে নিন আপনারা।

বেশিরভাগ স্মার্টফোনগুলির ক্যামেরা রয়েছে। যা পরখ করে দেখে নিয়েছেন অনেকেই। ভাল মতামতও দিয়েছেন। এখন তাদের সঙ্গে পাল্লা দিয়ে কোটাক কতটা চলতে পারে সেটাই দেখার। আসুন দেখে নেওয়া যাক কিছু লিস্ট,

ওয়ান প্লাস ৫

ওয়ান প্লাস ৫

দাম- ৩৭ হাজার, ৯৯৯ টাকা

ফিচার্স

  • ৫.৫ ইঞ্চি(১৯২০X১০৮০ পিক্সেলস) ফুল এইচ ডি অপটিক আমোলেড ২.৫ডি কার্ভড কর্নিং গরিলা গ্লাস ৫ ডিসপ্লে
  • ২.৪৫ গিগা হার্ৎজ অক্টা কোর স্ন্যাপড্রাগন ৮৩৫ ৬৪বিট ১০ ন্যানোমিটার মোবাইল প্ল্যাটফর্ম, আদ্রিয়ানো ৫৪০ জিপিইউ
  • ৬জিবি এলপিডিডিআর৪Xর‍্যাম, ৬৪জিবি স্টোরেজ
  • ৮জিবি এলপিডিডিআর৪Xর‍্যাম, ১২৮জিবি (ইউএফএস ২.১) স্টোরেজ
  • অ্যান্ড্রয়েড ৭.১.১ (নউগাট), অক্সিজেন ওএস
  • ডুয়াল সিম(ন্যানো+ন্যানো)
  • ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ডুয়াল এলইডি ফ্ল্যাশ, সেকেন্ডারি ২০মেগাপিক্সেল ক্যামেরা
  • ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ৪জি ভিওএলটিই
  • ৩৩০০ এমএএইচ ব্যাটারি, ড্যাশ চার্জ (৫ভোল্ট ৪অ্যাম্পিয়ার)
  •  

    জিওনি এ১

    জিওনি এ১

    দাম- ১৭ হাজার ৩৭৫

    ফিচার্স

    • ৫.৫ ইঞ্চি(১৯২০X১০৮০ পিক্সেলস) ফুল এইচডি আইপিএস ইনসেল ২.৫ডি কার্ভড গ্লাস ডিসপ্লে
    • ২ গিগা হার্ৎজ অক্টা কোর মিডিয়া টেক হেলিও পি১০ প্রসেসসর, মালি টি৮৬০জিপিইউ
    • ৪জিবি র‍্যাম
    • ৬৪জিবি স্টোরেজ, বাড়ানো যাবে ১২৮জিবি পর্যন্ত
    • অ্যান্ড্রয়েড ৭.০ (নউগাট), আমিগো ওএস
    • হাইব্রিড ডুয়াল সিম(ন্যানো+ন্যানো/মাইক্রো এসডি)
    • ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ
    • ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
    • ৪জি ভিওএলটিই
    • ৪০১০ এমএএইচ ব্যাটারি, ফাস্ট চার্জিং
    •  

       ভিভো ভি৫এস

      ভিভো ভি৫এস

      দাম- ১৬ হাজার, ৮৯৫ টাকা

      ফিচার্স-

      • ৫.৫ ইঞ্চি(১২৮০X৭২০ পিক্সেলস) এইচডি ডিসপ্লে ২.৫ডি কর্নিং গরিলা গ্লাস ৩ প্রোটেকশন
      • অক্টা কোর মিডিয়া টেক এমটি৬৭৫০(৪X১.৫ গিগা হার্ৎজ এ৫৩+ ৪X ১.০ গিগা হার্ৎজ এ৫৩) প্রসেসর, মালি টি৮৬০ জিপিইউ
      • ৪জিবি র‍্যাম
      • ৬৪জিবি স্টোরেজ, বাড়ানো যাবে ২৫৬ জিবি পর্যন্ত
      • হাইব্রিড ডুয়াল সিম(ন্যানো+ন্যানো/মাইক্রো এসডি)
      • ফানটাচ ওএস ৩.০ বেসড, অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালউ
      • ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ
      • ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
      • ৪জি ভিওএলটিই
      • ৩০০০ এমএএইচ ব্যাটারি
      •  

        ভিভো ভি৫ প্লাস

        ভিভো ভি৫ প্লাস

        দাম- ২৭, ৯৮০ টাকা

        ফিচার্স

        • ৫.৫ ইঞ্চি(১৯৮০X১০৮০ পিক্সেলস) এইচডি ইনসেল ডিসপ্লে ২.৫ডি কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন
        • ২ গিগা হার্ৎজ অক্টা কোর স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর, আদ্রিয়ানো ৫০৬ জিপিইউ
        • ৪জিবি র‍্যাম
        • ৬৪জিবি স্টোরেজ
        • ডুয়াল সিম(ন্যানো+ন্যানো)
        • ফানটাচ ওএস ৩.০ বেসড, অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালউ
        • ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ, এফ/২.০ অ্যাপারচার, পিডিএএফ
        • ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, মুনলাইট ফ্ল্যাশ, সেকেন্ডারি ৮ মেগাপিক্সেল ক্যামেরা
        • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
        • ৪জি এলটিই
        • ৩১৬০ এমএএইচ ব্যাটারি, ফাস্ট চার্জিং
        •  

          স্যামসাং গ্যালাক্সি এ৫ ২০১৭

          স্যামসাং গ্যালাক্সি এ৫ ২০১৭

          দাম- ২৬ হাজার ৯০০ টাকা

          ফিচার্স

          • ৫.২ ইঞ্চি এফএইচডি সুপার অমোলেড ডিসপ্লে
          • ১.৯ গিগা হার্ৎজ অক্টা কোর এক্সিনস ৭৮৮০ প্রসেসর
          • ৩ জিবি র‍্যাম, রম ৩২জিবি
          • ডুয়াল ন্যানো সিম
          • ১৬ মেগাপিক্সেল, এলইডি ফ্ল্যাশ
          • ১৬ মেগাপিক্সেল ফ্রান্ট ক্যামেরা
          • ৪জি ভিওএলটিই/ওয়াইফাই
          • ব্লুটুথ ৪.২
          • এনএফসি
          • টাইপ-সি
          • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
          • ৩০০০ এমএএইচ ব্যাটারি
          •  

            এইচটিসি সি আল্ট্রা

            এইচটিসি সি আল্ট্রা

            দাম- ৪৩ হাজার ৯০০ টাকা

            ফিচার্স

            • ৫.৭ ইঞ্চি(১৪৪০X২৫৬০ পিক্সেলস) কোয়াড এইচডি সুপার এলসিডি ৫ ডিসপ্লে, গরিলা গ্লাস ৫ প্রোটেকশন
            • ২.০ ইঞ্চির (১৬০X১০৪০ পিক্সেলস) ৫২০ পিপিআই সুপার এলসিডি এলসিডি ৫ সেকেন্ডারি ডিসপ্লে
            • কোয়াড কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২১ ৬৪বিট প্রসেসর, আদ্রিয়ানো ৫৩০ জিপিইউ
            • ৪জিবি র‍্যাম, ৬৪/১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ
            • মেমোরি বাড়ানো যাবে ২টিবি পর্যন্ত
            • হাইব্রিড ডুয়াল সিম(ন্যানো+ন্যানো/ মাইক্রো এসডি)
            • অ্যান্ড্রয়েড ৭.০ নউগাট, এইচটিসি সেন্স ইউআই
            • ১২ মেগাপিক্সেল (আল্ট্রা পিক্সেল ২) রিয়ার ক্যামেরা, ডুয়াল টোন এলইডি ফ্ল্যাশ
            • ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
            • ৪জি এলটিই
            • ৩০০০ এমএএইচ ব্যাটারি, কুইক চার্জ ৩.০
            •  

               জেডটিই নুবিয়া এম২

              জেডটিই নুবিয়া এম২

              দাম- ২২ হাজার ৯৯৯ টাকা

              ফিচার্স

              • ৫.৫ ইঞ্চি(১৯২০X১০৮০ পিক্সেলস) ফুল এইচডি আমোলেড ২.৫ডি কার্ভড গ্লাস ডিসপ্লে
              • ২ গিগা হার্ৎজ অক্টা কোর স্ন্যাপড্রাগন ৬২৫ ১৪ ন্যানো মিটার মোবাইল প্ল্যাটফর্ম, আদ্রিয়ানো ৫০৬ জিপিইউ
              • ৪জিবি এলপিডিডিআর৩ র‍্যাম
              • ৬৪জিবি স্টোরেজ, বাড়ানো যাবে ২০০ জিবি
              • নুবিয়া ইউআই ৪.০, অ্যান্ড্রয়েড ৬.০ (মার্শম্যালউ)
              • হাইব্রিড ডুয়াল সিম(ন্যানো+ন্যানো/ মাইক্রো এসডি)
              • ১৩ মেগাপিক্সেল (মোনোক্রোম) + ১৩ মেগাপিক্সেল (আরজিবি) ডুয়াল রিয়ার ক্যামেরা
              • ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
              • ৪জি এলটিই
              • ৩৬৩০ এমএএইচ ব্যাটারি, ফাস্ট চার্জিং
              •  

                এইচটিসি ইউ প্লে

                এইচটিসি ইউ প্লে

                দাম- ২৯, ৯৯০ টাকা

                ফিচার্স

                • ৫.২ ইঞ্চি(১৯২০X১০৮০ পিক্সেলস) ফুল এইচডি সুপার এলসিডি ডিসপ্লে, কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন
                • অক্টা কোর মিডিয়া টেক হেলিও পি১০ প্রসেসর, মালি টি৮৬০ জিপিইউ
                • ৩জিবি র‍্যাম, ৩২জিবি স্টোরেজ
                • ৪জিবি র‍্যাম, ৬৪জিবি স্টোরেজ
                • ২টিবি মাইক্রো এসডি-তে বাড়ানো যাবে
                • অ্যান্ড্রয়েড ৬.০(মার্শম্যালউ)
                • হাইব্রিড ডুয়াল সিম(ন্যানো+ন্যানো/ মাইক্রো এসডি)
                • ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ডুয়াল এলইডি ফ্ল্যাশ
                • ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
                • ৪জি এলটিই
                • ২৫০০ এমএএইচ ব্যাটারি, ফাস্ট চার্জিং
                •  

                  স্যামসাং গ্যালাক্সি সি৯ প্রো

                  স্যামসাং গ্যালাক্সি সি৯ প্রো

                  দাম- ৩১,৯০০ টাকা

                  ফিচার্স-

                  • ৬ ইঞ্চির (১৯২০X১০৮০ পিক্সেলস) ফুল এইচডি সুপার আমোলেড ২.৫ডি কার্ভড গ্লাস ডিসপ্লে
                  • অক্টা কোর স্ন্যাপড্রাগন ৬৫৩ প্রসেসর, আদ্রিয়ানো ৫১০ জিপিইউ
                  • ৬জিবি র‍্যাম
                  • ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, ২৫৬জিবি
                  • অ্যান্ড্রয়েড ৬.০.১ (মার্শম্যালউ)
                  • ডুয়াল সিম
                  • ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ডুয়াল টোন এলইডি ফ্ল্যাশ
                  • ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, এফ/১.৯ অ্যাপারচার
                  • ৪জি এলটিই
                  • ৪০০০ এমএএইচ ব্যাটারি, ফাস্ট চার্জিং
                  •  

                    অপো এফ১এস ৬৪ জিবি

                    অপো এফ১এস ৬৪ জিবি

                    দাম- ১৫ হাজার ৯৯৯ টাকা

                    ফিচার্স

                    • ৫.৫ ইঞ্চির (১২৮০X৭২০ পিক্সেলস) ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, কর্নিং গরিলা গ্লাস ৪ প্রোটেকশন
                    • ১.৫ গিগা হার্ৎজ অক্টা কোর মিডিয়া টেক এমটি ৬৭৫০ ৬৪বিট প্রসেসর, মালি টি৮৬০ জিপিইউ
                    • ৪জিবি র‍্যাম ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ
                    • ৩জিবি র‍্যাম ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ
                    • ১২৮ জিবি পর্যন্ত মেমোরি বাড়ানো যাবে
                    • অ্যান্ড্রয়েড ৫.১ (লালিলপ), কালার ওএস ৩.০
                    • ডুয়াল (ন্যানো) সিম
                    • ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ
                    • ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
                    • ৪জি
                    • ৩০৭৫ এমএএইচ ব্যাটারি
                    •  

                      সোনি এক্সপেরিয়া এক্সএ আল্ট্রা ডুয়াল

                      সোনি এক্সপেরিয়া এক্সএ আল্ট্রা ডুয়াল

                      দাম- ২২, ৯৫৬ টাকা

                      ফিচার্স

                      • ৬ ইঞ্চি (১৯২০X১০৮০ পিক্সেলস) ডিসপ্লে, মোবাইল ব্রাভিয়া ইঞ্জিন ২
                      • অক্টা কোর (৪x২.০ গিগা হার্ৎজ + ৪x১.০ গিগা হার্ৎজ) মিডিয়া টেক হেলিও পি১০ (এমটি৬৭৫৫) প্রসেসর, ৭০০০ মেগা হার্ৎজ মালি, টি৮৬০ এমপি২ জিপিইউ
                      • ৩জিবি র‍্যাম
                      • ১৬ জিবি ইন্টারনাল মেমোরি
                      • ২০০ জিবি পর্যন্ত মেমোরি বাড়ানো যাবে
                      • অ্যান্ড্রয়েড ৬.০ (মার্শম্যালউ)
                      • ডুয়াল সিম (অপশনাল)
                      • ২১.৫ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা
                      • ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা
                      • ৪জি এলটিই
                      • ২৭০০ এমএএইচ ব্যাটারি
                      •  

Best Mobiles in India

English summary
Exclusive 33% off on new Kodak Ektra 21 MP camera-centric smartphone and other best camera-centric smartphones to look.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X