২০১৯ সালে নজর কাড়বে এই স্মার্টফোনগুলি

|

২০১৮ সালে প্রতি সপ্তাহেই একাধিক নতুন স্মার্টফোন লঞ্চ হয়েছে। এছাড়াও স্প্রত্যেক মাসেই স্মার্টফোন ট্রেন্ড বদলেছে। বছরের শুরুর দিকে স্মার্টফোনে তুলনামুলক বড় নচ জনপ্রিয় হলেও বছরের শেষের দিকে প্রায় সব ফোনেই জনপ্রিয় হয়েছিল ছোট ডিসপ্লে নচ।

 
২০১৯ সালে নজর কাড়বে এই স্মার্টফোনগুলি

কিছু ফোনে স্লাইডিং ক্যামেরা বা পপ আপ ক্যামেরা ব্যবহার করে নচ বিহীন ডিসপ্লে দেখা গিয়েছে। মুলত ফোনের ফ্রন্ট ক্যামেরা ব্যবহারের জন্যই ডিসপ্লের উপরে এই নচ দেখা গিয়েছে। ২০১৮ সালের একেবারে শেষের দিকে দুই একটি ফোনে নচ বাদ দিয়ে ডিসপ্লের মধ্যে ছিদ্রের নীচে দেখা গিয়েছে সেলফি ক্যামেরা। মোটের উপর ২০১৮ সালটি ছিল স্মার্টফোনের দুনিয়ায় বেশ আকর্ষনীয়।

 

২০১৯ সালও এর ব্যতিক্রম হবে না। পরের বছরেও একের পর এক স্মার্টফোন বাজারে আসবে। এই বছরে বাজারে আসবে প্রথম ৫জি স্মার্টফোন। ২০১৯ সালে যে ফোনগুলির জন্য গোটা টেক দুনিয়া অপেক্ষা করে রয়েছে সেই ফোনগুলিতে নজর রাখা যাক।

নতুন আইফোন

২০১৯ সালের সেপ্টেম্বরে বাজারে আসবে নতুন আইফোন। ২০১৮ সালে লঞ্চ হওয়া আইফোন বিক্রিতে ভাঁটা পড়েছে। তাই নতুন আইফোন তৈরীতে বেশ চাপে রয়েছে অ্যাপেল। তবে এই বছর আইফোন ডিজানে বড় বদলের সম্ভাবনা কম।

নতুন ওয়ানপ্লাস ফোন

আগামী বছর শুরুতেই নতুন ৫জি স্মার্টফোন বাজারে নিয়ে আসবে ওয়ানপ্লাস। সম্প্রতি ইন্টারনেটে পরবর্তী ওয়ানপ্লাস ফোনের ছবি ফাঁস হয়েছে। এই ছবিতে দেখা কোম্পানির অন্যান্য ফোনের তুলনায় সম্পূর্ণ নতুন ডিজাইন দেখা গিয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এস ১০ আর এস ১০ প্লাস

সম্পূর্ণ নতুন ডিজাইনের ডিসপ্লে থাকছে এইন ফোনে। নতুন স্যামসাং ফোনের ডিসপ্লের মধ্যে থাকবে একটি ছিদ্র। এই ছিদ্রের নীচে থাকবে সেলফি ক্যামেরা। স্যামসাং ফোনে কখনই নচ দেখা যায়নি। তবে নতুন ডিজাইনের ফলে বেজেল আরও ছোট হবে। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস ১০ আর এস ১০ প্লাস ফোনের ডিসপ্লের নীচে থাকবে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

নোকিয়া ৯

পঅনেক দিন ধরেই ইন্টারনেটে নোকিয়া ৯ নিয়ে কানাঘুঁষো চলছে। এই ফোনের প্রদঝান আকর্ষণ ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা। এই প্রথম কোন স্মার্টফোনে পাঁচটি রিয়ার ক্যামেরা থাকছে। এছাড়াও নোকিয়া ৯ এ থাকতে পারে লেটেস্ট স্ন্যাপড্রাগন চিপসেট। বছরের শুরুর দিকেই বাজারে আসবে এই ফোন।

শাওমি রেডমি প্রো ২

রেডমি সিরিজের পরবর্তী ফোনে থাকবে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা। ইতিমধ্যেই কোম্পানির প্রধান সোশ্যাল মিডিয়া পোস্টে এই কথা জানিয়েছেন। এর আগে কোন স্মার্টফোন ক্যামেরায় এত বেশি মেগাপিক্সেল ক্যামেরা দেখা যায়নি।

Best Mobiles in India

Read more about:
English summary
Here are some of the most-awaited smartphones of 2019.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X