স্মার্টফোনে অবিশ্বাস্য অফার নিয়ে এল অ্যামাজন

By Gizbot Bureau
|

ফ্যাব ফোন ফেস্ট অফার নিয়ে হাজির হয়েছে মার্কিন ই-কমার্স জায়েন্ট অ্যামাজন। ৫ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত এই অফার চলবে। জনপ্রিয় সব কোম্পানির স্মার্টফোনে থাকছে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়। একই সাথে অ্যাকসেসারিজেও ছাড় মিলবে। HDFC ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকদের জন্য থাকছে অতিরিক্ত ৫ শতাংশ ছাড়। ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ও ইএমআই ট্রানজাকশানে এই ছাড় পাওয়া যাবে।

 
স্মার্টফোনে অবিশ্বাস্য অফার নিয়ে এল অ্যামাজন

শাওমি, রিয়েলমি, স্যামসাং, অ্যাপেল এর মতো জনপ্রিয় সব ব্র্যান্ডের স্মার্টফোনে থাকছে বিশাল ছাড়। কোন ফোনে কত ছাড় দিচ্ছে অ্যামাজন? দেখে নিন।

Samsung Galaxy S9:

 

১৩,৬০০ টাকা ডিসপকাউন্টে ৪৮,৯০০ টাকায় পাওয়া যাচ্ছে Samsung Galaxy S9। তিনটি আলাদা রঙে পাওয়া যাভে এই স্মার্টফোন।

iPhone X (64GB)

১৬,৯০১ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে iPhone X (64GB) ফোনে। ৭৪,৯৯৯ টাকায় কেনা যাবে এই স্মার্টফোন। দুটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।

Xiaomi Mi A2:

৫,৫০০ টাকা ডিসকাউন্টের পরে 11,999 টাকায় কেনা যাবে Xiaomi Mi A2। অ্যানড্রয়েড ওয়ান প্রোগ্রামের অধীনে এই ফোনে চলবে স্টক অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম।

Honor 8X:

৩,৫০০ টাকা ডিসকাউন্টে ১৭,৯৯৯ টাকায় পাওয়া যাবে Honor 8X। একাধিক আকর্ষনীয় রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।

Samsung Galaxy Note 8:

34,700 টাকায় পাওয়া যাবে Samsung Galaxy Note 8। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে এই ফোন।

OnePlus 6T:

Amazon সেল এ OnePlus 6T কিনলে এক্সচেঞ্জে অতিরিক্ত 2,000 টাকা ছাড় পাওয়া যাবে। সাথে থাকছে নো-কস্ট ইএমআই। HDFC কার্ডে থাকছে অতিরিক্ত 5 শতাংশ ছাড়। 6GB RAM + 128GB স্টোরেজে OnePlus 6T কিনতে খরচ হবে 37,999 টাকা। 8GB RAM + 128GB স্টোরেজে OnePlus 6T এর দাম 41,999 টাকা।

Best Mobiles in India

Read more about:
English summary
Amazon Fab Phones Fest: Get discounts of up to Rs 16,901 on smartphones from Samsung, Xiaomi, Apple and Honor

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X