অ্যামাজনে ধামাকা সেল: কোন প্রোডাক্টে কত ডিসকাউন্ট?

|

শুরু হয়েছে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেল। বুধবার মধ্যরাত থেকে শুরু হয়েছে এই সেল। ১৫ অক্টোবর পর্যন্ত চলবে গ্রেট ইন্ডিয়ান ফেস্টয়িভাল। একই সময়ে ফ্লিপকার্টেও শুরু হয়েছে বিগ বিলিয়ান ডেজ সেল। তবে ফ্লিপকার্ট ধাপে ধাপে বিভিন্ন বিভাগে সেল শুরু হলেও অ্যামাজনে প্রথম দিন থেকেই সব বিভাগে সেল শুরু হয়ে গিয়েছে। তাই অ্যামাজনে প্রায় সব টেক প্রোডাক্টেই অফার শুরু হয়ে গিয়েছে। এক নজরে অ্যামাজনের বিভিন্ন টেক প্রোডাক্টে সেরা অফারগুলিতে চোখ বুলিয়ে নেওয়া যাক।

অ্যামাজনে ধামাকা সেল: কোন প্রোডাক্টে কত ডিসকাউন্ট?

অ্যামাজনের নিজস্ব প্রোডাক্টে ছাড়

তৃতীয় প্রজন্মের Echo Dot পাওয়া যাচ্ছে মাত্র ২,৯৯৯ টাকায়। দ্বিতীয় প্রজন্মের Echo Dot কিনতে খরচ হচ্ছে ২,৪৯৯ টাকা। Echo Plus মাত্র ১১,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। অন্যদিকে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেলে Amazon Echo কিনতে খরচ হবে ৬,৯৯৯ টাকা। এহাড়াও মাত্র Fire TV Stick এ পাওয়া যাচ্ছে ১,০০০ টাকা ছাড়। Amazon Kindle ডিভাইসগুলিতে এই সেলে ৩,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়াও খুব কম দামে ই-বুক কেনা যাচ্ছে।

বিভিন্ন স্মার্টফোনে ডিসকাউন্ট

6GB RAM ও 8GB RAM ভেরিয়েন্টে OnePlus 6 ফোনে ৫,০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে। মাত্র ১৭,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে Huawei Nova 3i 4GB RAM ভেরিয়েন্ট। এর সাথেই প্রাইম মেম্বাররা ১,০০০ টাকা ক্যাশব্যাক পাবেন। Honor Play 4GB RAM ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে মাত্র ১৮,৯৯৯ টাকায়। এই ফোনের 6GB RAM ভেরিয়েন্ট কিনতে খরচ হবে ২৩,৯৯৯ টাকা।

এছাড়াও ১৭,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে Vivo V9 Pro 6GB RAM ভেরিয়েন্ট। আগে এই ফোনের দাম ছিল ১৯,৯৯০ টাকা। এই ফোনের সাথে অতিরিক্ত ১,৪৯৯ টাকা দিয়ে একটি দ্বিতীয় প্রজন্মের Amazon Echo Dot কেনা যাবে। মাত্র ৫,৯৯৯ টাকায় 10.or G ফোনের 3GB RAM ভেরিয়েন্ট কেনা যাবে। এই ফোনের 4GB RAM ভেরিয়েন্ট কিনতে খরচ হবে ৬,৯৯৯ টাকা।

Best Mobiles in India

English summary
Here are the best deals from electronics, including Amazon's hardware range and mid-range flagship smartphones, that will receive big discounts and cashback benefits.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X