আমাজনে বিশেষ অফার: স্মার্টফোনে মিলছে নো-কস্ট ইএমআই

By Gizbot Bureau
|

নো-কস্ট ইএমআই অফার নিয়ে এল আমাজন। বিভিন্ন প্রোডাক্টে এই অফারের সুবিধা মিলবে। ফলে কোন সুদ ছাড়াই সহজ কিস্তিতে কেনাকাটা করা যাবে। বেশিরভাগ ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে ১২ মাস পর্যন্ত ইএমআই পাওয়া যাবে। এক নজরে এই অফারে সেরা স্মার্টফোনগুলি দেখে নিন।

ওয়ানপ্লাস ৭টি প্রো

ওয়ানপ্লাস ৭টি প্রো

ওয়ানপ্লাসের গত বছরের ফ্ল্যাগশিপে নো-কস্ট ইএমআই পাওয়া যাবে। ২,১০৭ টাকা থেকে এই ফোনের মাসিক কিস্তি শুরু হচ্ছে।

হুয়াওয়েই পি৩০ প্রো

হুয়াওয়েই পি৩০ প্রো

এই মুহূর্তে বাজারের অন্যতম প্রিমিয়াম স্মার্টফোন হুয়াওয়েই পি৩০ প্রো কিনতে মাসিক কিস্তি শুরু হচ্ছে ২,৭০৭ টাকা থেকে।

এলজি ভি৪০ থিংক

এলজি ভি৪০ থিংক

৩৯,৯৯৯ টাকা দামের এই ফোনেও মিলবে নো-কস্ট ইএমআই এর সুবিধা। ১,৮৮৩ টাকা থেকে শুরু হচ্ছে মাসিক কিস্তি।

স্যামসাং গ্যালাক্সি নোট ১০ লাইট
 

স্যামসাং গ্যালাক্সি নোট ১০ লাইট

এই ফোনের দামও ৩৯,৯৯০ টাকা। যদিও প্রতি মাসে মাত্র ১,৮৮৩ টাকা দিয়ে এই ফোন পকেটে পোরা যাবে।

অ্যাপেল আইফোন ১১

অ্যাপেল আইফোন ১১

আমাজনে অ্যাপেল আইফোন ১১ এর দাম ৬৩,৯৯৯ টাকা। এই ফোনের মাসিক কিস্তি শুরু হচ্ছে ৩,০১৩ টাকা থেকে।

স্যামসাং গ্যালাক্সি এস১০ প্লাস

স্যামসাং গ্যালাক্সি এস১০ প্লাস

আমাজনে স্যামসাং গ্যালাক্সি এস১০ প্লাসের সঙ্গেও মিলছে নো-কস্ট ইএমআই। এই ফোনের দাম ৫২,৯৯৯ টাকা।

স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আলট্রা ৫জি

স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আলট্রা ৫জি

সম্প্রতি লঞ্চ হওয়া এই ফোনেও ন-কস্ট ইএমআই-এর সুবিধা পাওয়া যাবে। গ্যালাক্সি নোট ২০ আলট্রার মাসিক কিস্তি শুরু হচ্ছে ৪,৯৪৩ টাকা থেকে।

স্যামসাং গ্যালাক্সি এস২০ প্লাস

স্যামসাং গ্যালাক্সি এস২০ প্লাস

স্যামসাং গ্যালাক্সি এস২০ প্লাসের দাম ৭৭,৯৯৯ টাকা। যদিও ৩,৬৭২ টাকা মাসিক কিস্তিতে এই ফোন কেনা যাবে।

Best Mobiles in India

English summary
Amazon India is providing a no-cost EMI payment option across product categories. This convenient mode of payment lets customers but a product and pay for it on a monthly basis sans any additional interest. The no-cost EMI payment option can be availed for up to 12 months.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X