লকডাউনের পরে নতুন ফোন কেনার কথা ভাবছেন? দারুণ অফার নিয়ে এল আমাজন

By Gizbot Bureau
|

৩১ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সম্প্রতি রেড জোনেও ই-কমার্স ডেলিভারি শুরু হয়েছে। কনটেনমেন্ট জোন ছাড়া গোটা দেশে ই-কমার্স ডেলিভারি শুরু হয়েছে। ফলে এখনই অনলাইনে স্মার্টফোন অর্ডার করা যাবে।

 

আমাজন

প্রায় দুই মাস বিক্রি বন্ধ থাকার পরে বিক্রি শুরু হতেই গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার নিয়ে এল আমাজন। লকডাউনের পরে স্মার্টফোন কেনার পরিকল্পনা এই স্মার্টফোনগুলিতে আমাজন থেকে মিলবে দুর্দান্ত ছাড়।

ওয়ানপ্লাস ৭টি

ওয়ানপ্লাস ৭টি

এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চি ফ্লুইড অ্যামোলেড ৯০ হার্জ ডিসপ্লে। ৪৭,৯৯৯ টাকা থেকে এই ফোনের দাম শুরু হচ্ছে। থাকছে ১২ মাস নো কস্ট ইএমআইয়ের সুবিধা।

রেডমি নোট ৮
 

রেডমি নোট ৮

৫৪১ টাকা থেকে মাসিক কিস্তিতে এই ফোন কেনা যাবে। ১১,৪৯৯ টাকা থেকে এই ফোনের দাম শুরু হচ্ছে। থাকছে নো কস্ট ইএমআই।

অ্যাপেল আইফোন এক্সএস ম্যাক্স

অ্যাপেল আইফোন এক্সএস ম্যাক্স

৬৯,৯৯৯ টাকা থেকে এই ফোনের দাম শুরু হচ্ছে। ২০১৮ সালের এই ফোনে দুর্দান্ত ছাড় দিচ্ছে আমাজন।

ওপ্পো এ৫ ২০২০

ওপ্পো এ৫ ২০২০

এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট, ৩জিবি র‍্যাম, অ্যানড্রয়েড পাই, ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এই স্মার্টফোনে আকর্ষনীয় ছাড়ের সঙ্গেই মিলবে নো কস্ট ইএমআই।

ওয়ানপ্লাস ৭ প্রো

ওয়ানপ্লাস ৭ প্রো

এই ফোনে রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লে। ৪২,৯৯৯ টাকা থেকে এই ফোনের দাম শুরু হচ্ছে। এই ফোনেও আকর্ষণীয় অফার দিচ্ছে আমাজন। সঙ্গে রয়েছে নো কস্ট ইএমআই।

স্যামসাং গ্যালাক্সি এস২০ প্লাস

স্যামসাং গ্যালাক্সি এস২০ প্লাস

চলতি বছরের ফ্ল্যাগশিপ সিরিজে তিনটি নতুন ফোন নিয়ে এসেছিল স্যামসাং। এর মধ্যেই অন্যতম স্যামসাং গ্যালাক্সি এস২০ প্লাস। এই ফোনে রয়েছে ১২০হার্জ ডাইনামিক ওলেড ডিসপ্লে। দাম শুরু হচ্ছে ৭৭,৯৯৯ টাকা থেকে। এইচডিএফসি ব্যাঙ্ক গ্রাহকরা অতিরিক্ত ৪,০০০ টাকা ছাড় পাবেন।

Best Mobiles in India

Read more about:
English summary
Amazon Special Offers On Smartphones: Buy Your Favorite Smartphone After Lockdown

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X