অ্যানড্রয়েড না iOS – কে বেশি সুরক্ষিত?

|

বিশ্বব্যাপী সবথেকে জনপ্রিয় দুটি অপারেটিং সিস্টেম অবশ্যই অ্যানড্রয়েড ও iOS। দুটি অপারেটিং সিস্টেমেরই নিজস্ব ভালো ও মন্দ রয়েছে। নিজেদের মধ্যেও জোর প্রতিযোগিতা চলছে সবসময় এই দুই অপারেটিং সিস্তেমের মধ্যে।

অ্যানড্রয়েড না iOS – কে বেশি সুরক্ষিত?

অ্যানড্রয়েড ও iOS দুই অপারেটিং সিস্টেমেরই রয়েছে নিজিস্ব কাস্টোমার বেস। কিন্তু আজকের এই সাইবার অ্যাটাকের যুগে কোন অপারেটিং সিস্টেমের সিকিউরিটি অন্যের থেকে ভালো তা জেনে নেওয়া খুব জরুরি। যেহেতু অনলাইনে আপনি কখনই ১০০% সুরক্ষিত নন তাই জেনে নিন কোন মোবাইল অপারেটিং সিস্টেমটি অন্যের থেকে বেশি সুরক্ষিত?

ম্যালওয়ার অ্যাটাক

মোবাইল ব্যাবহারের সময় আমরা কতটা রিস্কের সামনে রয়েছি তা জেনে নেওয়া জরুরি। গবেষণা বলছে ম্যালওয়ার অ্যাটার থামানোতে iOS অ্যানড্রয়েডের থেকে ভালো কাজ করে। এই কারণেই ম্যালওয়ার অ্যাটাকগুলি অ্যানড্রয়েড ডিভাইসগুলিকে টার্গেট করে। এর অন্য কারণ অবশ্যই অ্যানড্রয়েডের প্রচুর গ্রাহক সংখ্যা।

অ্যাপেল স্টোরের অ্যাপগুলি প্লে স্টোরের অ্যাপের থেকে অনেক বেশি সুরক্ষিত। কারণ অ্যাপেল প্রতিটি অ্যাপ আলাদা করে সিকিউরিটি রিভিউ করে তবে অ্যাপস্টোরে বিক্রি শুরু করে।

সফটওয়ার আপডেট

অপারেটিং সিস্টেম আপডেটেড থাকলে সিকিউরিটি থ্রেট থেকে বাঁচার সম্ভবনা সবসময় বেশি থাকে। খুব কম অ্যানড্রয়েড ডিভাইসেই লেটেস্ট অ্যানড্রয়েড আপারেটিং সিস্টেম দেখা যায়। অন্যদিকে প্রায় সব iOS ডিভাইসেই লঞ্চের সাথে একই সাথে চলে যায় লেটেস্ট iOS আপডেট। ফলে লেটেস্ট অপারেটিং সিস্টেম যে কোন ডিভাইসের সিকিউরিটি থ্রেট কমিয়ে দেয়।

ম্যানুফ্যাকচারিং

পাঠকদের এটা মাথায় রাখা প্রয়োজন অ্যানড্রয়েড একটি ফ্রি অপারেটিং সিস্টেম। এই কারণেই বহু মোবাইল প্রস্তুওতকারক সংস্থা অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যাবহার করেন। অনেক সময় এই মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলি নিজেদের সিকিউরিটি অ্যাড করে দেয় অ্যানড্রয়েড ওপারেটিং সিস্টেমের উপরে।

অন্যদিকে সব iOS ডিভাইসেই থাকে একই সিকিউরিটি কোডিং। কারণ সব ডিভাইসের নির্মাতা অ্যাপেল।

সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে iOS অ্যানড্রয়েডের থেকে অনেকটাই এগিয়ে আছে এখনো। যদিও সঠিকভাবে অ্যানড্রয়েড ব্যাবহার করলে ও অপারেটিং সিস্টেম আপডেটেড রাখলে অ্যানড্রয়েড ডিভাইসেও এড়ানো যায় সিকিউরিটি থ্রেট। এর জন্য প্রয়োজন অপারেটিং সিস্তেম আপডেটেট রাখা ও সিকিউরিটি প্যাচগুলি নিয়মিত ইন্সটল করা।

এবার GoPro কিনে নেওয়ার কথা ভাবছে Xiaomiএবার GoPro কিনে নেওয়ার কথা ভাবছে Xiaomi

Best Mobiles in India

Read more about:
English summary
Who is more efficient in terms of security? Android or iOS? Lets find out.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X