Just In
দশ হাজারের কমে এই ফোনগুলিতে পাবেন ৫,০০০ এমএএইচ ব্যাটারি
প্রত্যেক বছরেই স্মার্টফোন প্রসেসরের শক্তি বাড়ছে। বাড়ছে ডিসপ্লে রেজোলিউশন ও রিফ্রেশ রেট। এই কারণে স্মার্টফোনে আগের থেকেও বেশি ব্যাটারির প্রয়োজন হচ্ছে। এক চার্জে পুরো দিন ব্যাটারি ব্যাকআপের জন্য চাই অন্তত ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আজকাল ১০,০০০ টাকার কম দামে একাধিক ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। দেখে নিন সেই ফোনগুলি।

রিয়েলমি সি৩
কম দামে বড় ব্যাটারির অন্যতম সেরা ফোন এটা। এই ফোনে রয়েছে মিডিয়াটেক হিলিও জি৭০ চিপসেট। এক চার্জে দুই দিন চলবে রিয়েলমি সি৩।

ভিভো ইউ১০
এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট। শক্তিশালী অক্টা-কোর প্রসেসরের জন্য এই ফোনে মাল্টিটাস্কিং ও ভালো গেমিং অভিজ্ঞতা পাওয়া যাবে। ফোনের ভিতরে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

ইনফিনিক্স হট ৮
এই ফোনে রয়েছে ডুয়াল ক্যামেরা। ফোনের ভিতরে রয়েছে তুলনামূলক কম শক্তিশালী মিডিয়াটেক হিলিও পি২২ চিপসেট। ফোনের ভিতরে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

এসুস জেনফোন ম্যাক্স প্রো এম১
এই ফোনে রয়েছে ১৮:৯ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৩৬ চিপসেট, ৪জিবি র্যাম ও ৬৪জিবি স্টোরেজ। সঙ্গে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

রিয়েলমি ৫
এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে। ৫,০০০ এমএএইচ ব্যাটারির এই ফোন এক চার্জে সহজেই এক দিনের বেশি চলবে।

রিয়েলমি ৮এ ডুয়াল
রিয়েলমি ৮এ ডুয়ালে থাকছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৪৩৯ চিপসেট, ২জিবি র্যাম ও ৩২জিবি স্টোরেজ। ফোনের ভিতরে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, সঙ্গে রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470