১০ হাজারের নীচে সেরা কিছু ৪জি অ্যান্ড্রয়েড নউগাট স্মার্টফোন

৪জি সাপোর্টেবল ১০ হাজারের নীচে ১০টি সেরা ফোন

By Sabyasachi Chakraborty
|

ভারতের স্মার্টফোনের বাজার চওড়া হচ্ছে হু হু করে। ফোনের এত রকমের ভেরিয়েশন খুব অল্প দেশেই রয়েছে। ভবিষ্যতে বাজার আরও বাড়বে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

 
১০ হাজারের নীচে সেরা কিছু ৪জি অ্যান্ড্রয়েড নউগাট স্মার্টফোন

এই পরিস্থিতিতে বহু আন্তর্জাতিক ও দেশীয় সংস্থা এ দেশের বাজারে তাদের স্মার্টফোন লঞ্চ করছে। তার ওপর রিলায়েন্স জিও যখন বাজারে আসছে, তখন ৪জি ফোনের দাম কমছে হু হু করে।

ফলে ৪জি সাপোর্ট করে এমন স্মার্টফোন কম দামে আনার কম্পিটিশন শুরু হয়েছে, হবে। বেশ কিছু ফোন বাজারে ইতিমধ্যেই আছে, যা আপনার পকেট কমফর্টেবল।

ফলে আপনার যদি প্ল্যানিং থাকে ৪জি সাপোর্টেবল নতুন কোনও স্মার্টফোন কিনবেন, তবে আমাদের কাছে আছে নতুন লিস্ট। এ দেশে দশ হাজারের নীচে ৪জি ভিওএলটিই স্মার্টফোনের হদিশ রইল এখানে।

১০ হাজারের নীচে অ্যান্ড্রয়েড ফোনের এই তালিকা বিশাল কিছু ভেবে যে দেওয়া হল, তা নয়। কারণ এক এক জনের পছন্দের তালিকা এক এক রকম। তবে একটা কথা জেনে রাখা ভাল, সবার পছন্দসই সব ফিচারওয়ালা কোনও দশ হাজারি ফোন এই মুহূর্তে কোনও বাজারেই নেই। অ্যাডজাস্ট কম বেশি করতেই হবে।

তবে প্রত্যেক স্মার্টফোনেরই নিজস্ব কেত রয়েছে। যাকে বলে ইউএসপি। তাই ফালতু ব্যাখ্যায় না গিয়ে সেই সব তালিকায় চোখ রাখা যাক।

মোটোরোলা মোটো ই৪

মোটোরোলা মোটো ই৪

দাম- ৮ হাজার ৯৯৯ টাকা

ফিচার্স-

  • ৫ ইঞ্চি (১২৮০X৭২০ পিক্সেলস) এইচডি ২.৫ডি কার্ভড গ্লাস ফুল ল্যামিনেশন ডিসপ্লে, ৭০% এনটিএসসি কালার গামুট
  • ১.৩ গিগা হার্ৎজ কোয়াড কোর মিডিয়া টেক এমটি৬৭৩৭ প্রসেসর, ৬৫০ মেগা হার্ৎজ মালি টি৭২০ এমপি১ জিপিইউ
  • ২ জিবি র‍্যাম
  • ১৬ জিবি ইন্টারনাল মেমোরি, মাইক্রো চিপ দিয়ে মেমোরি বাড়ানো যাবে
  • ডুয়াল সিম
  • অ্যান্ড্রয়েড ৭.১.১ (নউগাট)
  • ৮ মেগাপিক্সেল অটো ফোকাস রিয়ার ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ
  • ৫ মেগাপিক্সেল ফিক্সড ফোকাস ফ্রন্ট ফেসিং ক্যামেরা
  • ৪জি ভিওএলটিই
  • ২৮০০ এমএএইচ রিমুভেবল ব্যাটারি, ৫/১০ ওয়াট র‍্যাপিড চার্জিং
  •  

    নোটিয়া ৩
     

    নোটিয়া ৩

    দাম- ৯ হাজার ৪৯৯ টাকা

    ফিচার্স-

    • ৫ ইঞ্চি (১২৮০X৭২০ পিক্সেলস) এইচডি ২.৫ডি কর্নিং গরিলা গ্লাস ডিসপ্লে, ৪৫০ নিটস ব্রাইটনেস
    • ১.৩ গিগা হার্ৎজ কোয়াড কোর মিডিয়া টেক এমটি৬৭৩৭ ৬৪বিট প্রসেসর, মালি টি৭২০ এমপি১ জিপিইউ
    • ২ জিবি র‍্যাম
    • ১৬ জিবি ইন্টারনাল মেমোরি,
    • মাইক্রো চিপ দিয়ে মেমোরি বাড়ানো যাবে ১২৮ জিবি পর্যন্ত
    • ডুয়াল সিম
    • অ্যান্ড্রয়েড ৭.০ (নউগাট) ওএস
    • ৮ মেগাপিক্সেল অটো ফোকাস রিয়ার ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ
    • ৮ মেগাপিক্সেল অটোফোকাস ফ্রন্ট ফেসিং ক্যামেরা
    • ৪জি ভিওএলটিই
    • ২৬৫০ এমএএইচ ব্যাটারি
    •  

       মোটোরোলা মোটো সি প্লাস

      মোটোরোলা মোটো সি প্লাস

      দাম- ৬ হাজার ৯৯৯ টাকা

      ফিচার্স-

      • ৫ ইঞ্চি (১২৮০X৭২০ পিক্সেলস) এইচডি ডিসপ্লে
      • ১.৩ গিগা হার্ৎজ কোয়াড কোর মিডিয়া টেক এমটি৬৭৩৭ ৬৪বিট প্রসেসর, মালি টি৭২০ জিপিইউ
      • ২ জিবি র‍্যাম
      • ১৬ জিবি ইন্টারনাল মেমোরি
      • মাইক্রো চিপ দিয়ে ৩২জিবি মেমোরি বাড়ানো যাবে
      • ডুয়াল (ন্যানো) সিম
      • অ্যান্ড্রয়েড ৭.০ (নউগাট)
      • ৮ মেগাপিক্সেল অটো ফোকাস রিয়ার ক্যামেরা
      • ২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ
      • ৪জি ভিওএলটিই
      • ৪০০০এমএএইচ(টিপিকাল) ব্যাটারি, ৩৭৮০ এমএএইচ (মিনিমাম) ব্যাটারি, ১০ ওয়াট র‍্যাপিড চার্জিং
      • ইনটেক্স এলিট ই৭

        ইনটেক্স এলিট ই৭

        দাম- ৭ হাজার ৯৯৯ টাকা

        ফিচার্স

        • ৫.২ ইঞ্চি (১২৮০X৭২০ পিক্সেলস) এইচডি ২.৫ডি কার্ভড গ্লাস আইপিএস ডিসপ্লে
        • ১.৩ গিগা হার্ৎজ কোয়াড কোর মিডিয়া টেক এমটি৬৭৩৭ভি প্রসেসর, মালি টি৭২০ জিপিইউ
        • ৩ জিবি এলডিডিআর৩ র‍্যাম
        • ৩২ জিবি ইন্টারনাল মেমোরি
        • ১২৮জিবি এক্সপেন্ডেবল মেমোরি
        • হাইব্রিড ডুয়াল সিম (ন্যানো+ন্যানো/মাইক্রো এসডি )
        • অ্যান্ড্রয়েড ৭.০ (নউগাট)
        • ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ
        • ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা, এফ/২.২ অ্যাপারচার
        • ৪জি ভিওএলটিই
        • ৪০২০এমএএইচ ব্যাটারি
        •  

          মোটোরোলা মোটো সি

          মোটোরোলা মোটো সি

          দাম- ৬ হাজার ৪৯৯ টাকা

          ফিচার্স

          • ৫ ইঞ্চি এফডব্লিউভিজিএ ডিসপ্লে
          • ১.১ গিগা হার্ৎজ এমটি৬৭৩৭এম কোয়াড কোর প্রসেসর
          • ১ জিবি র‍্যাম, ১৬ জিবি রম
          • ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ
          • ২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ
          • ৪জি ভিওএলটিই
          • ২৩৫০এমএএইচ ব্যাটারি
          •  কারবন অরা পাওয়ার ৪জি প্লাস

            কারবন অরা পাওয়ার ৪জি প্লাস

            দাম- ৫,৯০০ টাকা

            ফিচার্স

            • ৫ ইঞ্চি (১২৮০X৭২০ পিক্সেলস) এইচডি ডিসপ্লে
            • ১.৩২৫ গিগা হার্ৎজ কোয়াড কোর প্রসেসর
            • ১ জিবি র‍্যাম
            • ১৬ জিবি ইন্টারনাল মেমোরি
            • ৩২জিবি এক্সপেন্ডেবল মেমোরি
            • ডুয়াল সিম
            • অ্যান্ড্রয়েড ৭.০ (নউগাট)
            • ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ডুয়াল এলইডি ফ্ল্যাশ
            • ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ
            • ৪জি ভিওএলটিই
            • ৪০০০এমএএইচ ব্যাটারি
            •  

               ইনটেক্স অ্যাকুয়া এ৪

              ইনটেক্স অ্যাকুয়া এ৪

              দাম- ৩,৯৯৯ টাকা

              ফিচার্স

              • ৪ ইঞ্চি ডব্লিউভিজিএ (৪৮০X৮০০ পিক্সেলস) ডিসপ্লে
              • ১.৩ গিগা হার্ৎজ কোয়াড কোর প্রসেসর
              • ১ জিবি র‍্যাম
              • ৮ জিবি ইন্টারনাল মেমোরি
              • ৬৪জিবি এক্সপেন্ডেবল মেমোরি
              • অ্যান্ড্রয়েড নউগাট ৭.০ ওএস
              • চেহারায় ১২৫X৬৪X১১.২ মিলিমিটার, ওজন, ১৪৭ গ্রাম
              • ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
              • ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
              • ৪জি ভিওএলটিই
              • ১৭৫০এমএএইচ ব্যাটারি
              •  

                ভিডিওকন ক্রিপটন ২২

                ভিডিওকন ক্রিপটন ২২

                দাম- ৬ হাজার টাকা

                ফিচার্স

                • ৫.০ ইঞ্চি আইপিএস ৭২০X১২৮০ পিক্সেলস ডিসপ্লে
                • অ্যান্ড্রয়েড ৭.০ নউগাট
                • কোয়াড কোর
                • ১.১ গিগা হার্ৎজ ২ জিবি র‍্যাম প্রসেসর
                • ১৬ জিবি স্টোরেজ
                • রিয়ার ৮ মেগাপিক্সেলের ক্যামেরা
                • সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি শ্যুটার
                • লিঅন ২৪৫০ এমএএইচ ব্যাটারি
                •  

                   ইনটেক্স অ্যাকুয়া জেনিথ

                  ইনটেক্স অ্যাকুয়া জেনিথ

                  দাম- ৪ হাজার ৪৯৯ টাকা

                  ফিচার্স

                  • ৫ ইঞ্চির এফডব্লিউভিজিএ টাচস্ক্রিন ডিসপ্লে
                  • ১.১ গিগা হার্ৎজ কোয়াড কোর এমটি৬৭৩৭এম প্রসেসর
                  • ১ জিবি র‍্যাম, ৮জিবি রম
                  • ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এলইডি ফ্ল্যাশ
                  • ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
                  • ডুয়াল মাইক্রো সিম
                  • ৪জি ভিওএলটিই/ ওয়াইফাই
                  • ২০০০ এমএএইচ ব্যাটারি
                  •  

                    ইনটেক্স অ্যাকুয়া ক্রিস্টাল প্লাস

                    ইনটেক্স অ্যাকুয়া ক্রিস্টাল প্লাস

                    দাম- ৫ হাজার ৫৯৯ টাকা

                    ফিচার্স

                    • ৫ ইঞ্চির এইচডি টাচস্ক্রিন ডিসপ্লে- ১.২৫ গিগা হার্ৎজ কোয়াড কোর এমটি৬৭৩৭ প্রসেসর
                    • ২ জিবি র‍্যাম ১৬ জিবি রম
                    • ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ
                    • ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল
                    • ডুয়াল মাইক্রো+ ন্যানো সিম
                    • ৪জি ভিওএলটিই/ ওয়াইফাই
                    • ২১০০ এমএএইচ ব্যাটারি
                    •  

Best Mobiles in India

English summary
This list of best Android Nougat mobiles under 10,000 is in no particular order and every smartphone in this list has its own USP.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X