৮ হাজারের নীচে কিছু সেলফি ক্যামেরা আর ফ্ল্যাশ ওয়ালা স্মার্টফোন

সেলফি ক্যামেরা আছে, তাতে ফ্ল্যাশ রয়েছে, তেমন কিছু ৮ হাজার টাকার নীচের ফোন

By Sabyasachi Chakraborty
|

ক্যামেরা গেজেটে ক্যামেরা আজকাল দিনে মাস্ট। যদিও তাতে ডিএসএলআর কোয়ালিটি কখনই সেরকম ভাবে আসে না। কিন্তু মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ফটো বা ভিডিও তোলার জন্য মোবাইলই আজকাল কাফি।

 
৮ হাজারের নীচে কিছু সেলফি ক্যামেরা আর ফ্ল্যাশ ওয়ালা স্মার্টফোন

রিয়ার ক্যামেরার পর এখন ফ্রন্ট ক্যামেরার জনপ্রিয়তা ক্রমশ আরও বেশি হচ্ছে। বিশেষ করে সেলফির প্রতি টান দেখে, স্মার্টফোন সংস্থাগুলিও এখন ফ্রন্ট ক্যামেরার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে। তাতেও চেষ্টা হচ্ছে, কিছু নতুন নতুন এফেক্ট আনার জন্য।

আগেকার স্মার্টফোনে সেলফি ক্যামেরা ছিল না। কিন্তু এখন ফ্রন্ট ক্যামেরা মাস্ট। এখন তো আজকাল সেলফি ফ্ল্যাশ থাকছে, কোনওটিতে থাকছে ডুয়াল সেলফি ক্যামেরা লেন্সও।

লক্ষ্য একটাই, সেলফি তোলার সময় যাতে আরও ভাল অভিজ্ঞতা পান গ্রাহকরা, নজর থাকে ভাল কোয়ালিটির দিকেও। এই লক্ষ্যে বাজারে নানান দামের স্মার্টফোন ইতিমধ্যেই রয়েছে। আজ বরং আমরা সেলফি ফ্ল্যাশ আর ক্যামেরাওয়ালা এমন কিছু ভাল স্মার্টফোনের হদিশ দিই, যার দাম ৮ হাজারের নীচে।

দেখে নেওয়া যাক পকেট সাধ্যের মধ্যেই সেই স্মার্টফোনগুলির দাম আর ফিচার্স।

মোটোরোলা মোটো সি প্লাস

মোটোরোলা মোটো সি প্লাস

দাম- ৬ হাজার ৯৯৯ টাকা

ফিচার্স

 

  • ৫ ইঞ্চি (১২৮০X৭২০ পিক্সেলস) এইচডি ডিসপ্লে
  • ১.৩ গিগা হার্ৎজ কোয়াড কোর মিডিয়া টেক এমটি ৬৭৩৭ ৬৪ বিট প্রসেসর, মালি টি৭২০ জিপিইউ
  • ২ জিবি র‍্যাম
  • ১৬ জিবি ইন্টারনাল মেমোরি
  • মেমোরি মাইক্রো এসডি-তে বাড়ানো যাবে ৩২জিবি পর্যন্ত
  • ডুয়াল (ন্যানো) সিম
  • অ্যান্ড্রয়েড ৭.০ নউগাট
  • ৮ মেগাপিক্সেল অটো ফোকাস রিয়ার ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ
  • ২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা এলইডি ফ্ল্যাশ
  • ৪জি ভিওএলটিই
  • ৪০০০ এমএএইচ (টিপিক্যাল) ৩৭৮০ এমএএইচ (মিনিমাম) ব্যাটারি, ১০ ওয়াট র‍্যাপিড চার্জ
  •  

     

    লাভা এ৪৪

    লাভা এ৪৪

    দাম- ৫ হাজার ৩৯৯ টাকা

    ফিচার্স

    • ৪ ইঞ্চির টিএফটি ডিসপ্লে, স্ক্রিন রেজোলিউশন ৪৮০X ৮০০ পিক্সেলস
    • ১.১ গিগা হার্ৎজ কোয়াড কোর প্রসেসর কাপলড
    • ১ জিবি র‍্যাম
    • ৮ জিবি ইন্টারনাল মেমোরি, বাড়ানো যাবে ৩২ জিবি পর্যন্ত
    • অ্যান্ড্রয়েড ভি৭.০ নউগাট
    • ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
    • ২ মেগাপিক্সেল সেলফি শ্যুটার
    • ১৫০০ এমএএইচ লিঅন ব্যাটারি
    •  

      মাইক্রোম্যাক্স ক্যানভাস ৫ ই৪৮১
       

      মাইক্রোম্যাক্স ক্যানভাস ৫ ই৪৮১

      দাম- ৭ হাজার ২০৬

      ফিচার্স

      • ৫.২ ইঞ্চি (১৯২০X ১০৮০ পিক্সেলস) আইপিএস ফুল ল্যামিনেশন ডিসপ্লে, ২.৫ ডি এআরসি গ্লাস
      • ১.৩ গিগা হার্ৎজ অক্টা কোর ৬৪ বিট মিডিয়া টেক এমটি ৬৭৫৩ প্রসেসর, ৪৫০ মেগা হার্ৎজ মালি টি৭২০ জিপিইউ
      • ৩ জিবি ডিডিআর৩ র‍্যাম
      • ১৬ জিবি ইন্টারনাল মেমোরি
      • মেমোরি মাইক্রো এসডি-তে বাড়ানো যাবে ৬৪জিবি পর্যন্ত
      • ডুয়াল মাইক্রো সিম (৪জি+২জি)
      • অ্যান্ড্রয়েড ৫.১ (ললিপপ), অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালউ-তে আপগ্রেড করা যাবে।
      • ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ
      • ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা এলইডি ফ্ল্যাশ
      • ৪জি এলটিই/ ৩জি এইচএসপিএ+
      • ২৯০০ এমএএইচ ব্যাটারি, টানা ১০ ঘণ্টা কথা বলা যাবে, ২৭৫এইচ স্ট্যান্ডবাই টাইম
      •  

        মোটোরোলা মোটো সি

        মোটোরোলা মোটো সি

        দাম- ৫, ৯১৮টাকা

        ফিচার্স

        • ৫ ইঞ্চি (৮৫৪X৪৮০ পিক্সেলস) এফডব্লিউভিজিএ ডিসপ্লে
        • ১.৩ গিগা হার্ৎজ কোয়াড কোর মিডিয়া টেক এমটি ৬৭৩৭এম ৬৪ বিট প্রসেসর, মালি টি৭২০ জিপিইউ
        • ১ জিবি র‍্যাম
        • ১৬ জিবি ইন্টারনাল মেমোরি
        • মেমোরি মাইক্রো এসডি-তে বাড়ানো যাবে ৩২জিবি পর্যন্ত
        • ডুয়াল মাইক্রো সিম
        • অ্যান্ড্রয়েড ৭.০ নউগাট
        • ৫ মেগাপিক্সেল অটো ফোকাস রিয়ার ক্যামেরা
        • ২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা
        • ৪জি ভিওএলটিই
        • ২৩৫০ এমএএইচ (টিপিক্যাল) ২৩৫০ এমএএইচ (মিনিমাম) রিমুভেবল ব্যাটারি
        •  

          ইনটেক্স অ্যাকুয়া ৫.৫ ভিআর

          ইনটেক্স অ্যাকুয়া ৫.৫ ভিআর

          দাম- ৪,৮৯৯ টাকা

          ফিচার্স

          • ৫.৫ ইঞ্চি (১২৮০X৭২০ পিক্সেলস) ডিসপ্লে
          • ১.৩ গিগা হার্ৎজ কোয়াড কোর মিডিয়া টেক এমটি ৬৭৩৭ভি/ডব্লিউ ৬৪ বিট প্রসেসর, মালি টি৭২০ জিপিইউ
          • ১ জিবি ডিডিআর৩ র‍্যাম
          • ৮ জিবি ইন্টারনাল মেমোরি
          • মেমোরি মাইক্রো এসডি-তে বাড়ানো যাবে ৩২জিবি পর্যন্ত
          • ডুয়াল সিম
          • অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালউ
          • ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ডুয়াল এলইডি ফ্ল্যাশ
          • ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ
          • ৪জি ভিওএলটিই
          • ২৮০০ এমএএইচ ব্যাটারি
          •  

            কার্বন কে৯ কভচ ৪জি

            কার্বন কে৯ কভচ ৪জি

            দাম- ৫,২৯০ টাকা

            ফিচার্স

            • ৫ ইঞ্চির আইপিএস এলসিডি এইচডি (৭২০X ১২৮০ ডিসপ্লে)
            • অ্যান্ড্রয়েড ভি ৭.০ (নওগাট) ওএস
            • ১.২৫ গিগা হার্ৎজ কোয়াড কোর প্রসেসর
            • ১ জিবি র‍্যাম
            • ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
            • ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
            • ৮ জিবি ইন্টারনাল মেমোরি
            • এক্সপেন্ডেবল ৩২জিবি পর্যন্ত
            • ডুয়াল সিম ৪জি, ৩জি, ২জি, ওয়াই ফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি পোর্ট
            • ২৩০০ এমএএইচ লিঅন ব্যাটারি
            •  

              ইনটেক্স অ্যাকুয়া এস৩

              ইনটেক্স অ্যাকুয়া এস৩

              দাম- ৫ হাজার ৭৭৭

              ফিচার্স

              • ৫ ইঞ্চি (১২৮০X৭২০ পিক্সেলস) এইচডি ডিসপ্লে
              • ১.৩ গিগা হার্ৎজ কোয়াড কোর স্প্রেডট্রাম এসসি৯৮৩২এ প্রসেসর, ৫১২ মেগা হার্ৎজ মালি এমপি ২ জিপিইউ
              • ২ জিবি র‍্যাম
              • ১৬ জিবি ইন্টারনাল মেমোরি
              • এক্সপেন্ডেবল ৬৪জিবি পর্যন্ত
              • অ্যান্ড্রয়েড ৭.০ নউগাট
              • ডুয়াল সিম
              • ৮ মেগাপিক্সেল অটোফোকাস রিয়ার ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ এফ/২.০ অ্যাপারচার
              • ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
              • ৪জি ভিওএলটিই
              • ২৪৫০ এমএএইচ ব্যাটারি
              •  

                নুবিয়া এন ১ লাইট

                নুবিয়া এন ১ লাইট

                দাম- ৬ হাজা ৯৯৯ টাকা

                ফিচার্স

                • ৫.৫ ইঞ্চি (১২৮০X৭২০পিক্সেল) এইচডি আইপিএস ফুল ল্যামিনেশন ডিসপ্লে
                • ১.২৫ গিগা হার্ৎজ কোয়াড কোর মিডিয়া টেক এমটি ৬৭৩৭ প্রসেসর, মালি টি৭২০ জিপিইউ
                • ২ জিবি র‍্যাম
                • ১৬ জিবি ইন্টারনাল মেমোরি
                • মেমোরি এক্সপ্যান্ড করা যাবে ৩২জিবি পর্যন্ত
                • অ্যান্ড্রয়েড ৬.০ (মার্শম্যালউ)
                • ডুয়াল সিম
                • ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ডুয়াল এলইডি ফ্ল্যাশ
                • ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ
                • ৪জি ভিওএলটিই
                • ৩০০০ এমএএইচ ব্যাটারি
                •  

                  কার্বন অরা পাওয়ার ৪জি প্লাস

                  কার্বন অরা পাওয়ার ৪জি প্লাস

                  দাম- ৫ হাজার ৯০০ টাকা

                  ফিচার্স

                  • ৫ ইঞ্চি (১২৮০X৭২০পিক্সেল) এইচডি ডিসপ্লে
                  • ১.৩২৫ গিগা হার্ৎজ কোয়াড কোর প্রসেসর
                  • ১ জিবি র‍্যাম
                  • ১৬ জিবি ইন্টারনাল মেমোরি
                  • মেমোরি এক্সপ্যান্ড করা যাবে ৩২জিবি পর্যন্ত
                  • অ্যান্ড্রয়েড ৭.০ (নউগাট)
                  • ডুয়াল সিম
                  • ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ডুয়াল এলইডি ফ্ল্যাশ
                  • ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ
                  • ৪জি ভিওএলটিই
                  • ৪০০০ এমএএইচ ব্যাটারি
                  •  

                    লাইফ ওয়াটার ১

                    লাইফ ওয়াটার ১

                    দাম- ৬৩৯৫ টাকা

                    ফিচার্স

                    • ৫ ইঞ্চি ফুল এইচডি এলসিডি ডিসপ্লে
                    • ১.৫ গিগা হার্ৎজ অক্টা কোর স্ন্যাপড্রাগন ৬১৫ এমএসএম ৮৯৩৯ প্রসেসর
                    • ২ জিবি র‍্যাম, ১৬ জিবি রম
                    • মাইক্রো এসডি স্লট
                    • ডুয়াল সিম
                    • ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ফ্ল্যাশ
                    • ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা,
                    • ৪জি/ওয়াইফাই /ব্লুটুথ ৪.০
                    • ২৬০০ এমএএইচ ব্যাটারি
                    •  

Best Mobiles in India

English summary
Selfie camera smartphones within your budget.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X