৭ হাজারের মধ্যে গোরিলা গ্লাস প্রোটেকশন সহ সস্তার স্মার্টফোন

৭ হাজার টাকার মধ্যে কিছু স্মার্টফোন, যার প্রত্যেকটিতেই রয়েছে গোরিলা গ্লাস প্রোটেকশন।

By Sabyasachi Chakraborty
|

দিনকাল যা দাঁড়িয়েছে তাতে স্মার্টফোন ছাড়া ভাবা প্রায় অসম্ভব। ফোন থেকে ক্যাব বুক, ফোনের ওপর নানান ভাবে নির্ভরশীল আমরা।

 
৭ হাজারের মধ্যে গোরিলা গ্লাস প্রোটেকশন সহ সস্তার স্মার্টফোন

তবে এত সব কিছুর মধ্যেও ফোনের ঠিকঠাক যত্ন নেওয়া হয়ে ওঠে না। মাঝেমধ্যে তো ফোনখানি আমাদের হাত থেকে পড়েও যায়। স্বাভাবিক ভাবে ফোনের বারোটা বাজার সম্ভাবনা প্রবল থাকে সেক্ষেত্রে। এই কারণে আরও ভাল প্রোটেকশনের জন্য গরিলা গ্লাসের খুব দরকার। যদিও প্রায় প্রত্যেকটি দামী স্মার্টফোনেই আজকাল এই গ্লাস থাকে, কিন্তু সেগুলিতে হাত ছোঁয়ানো অনেকের পক্ষেই সম্ভব নয়।

তাই যাঁরা দামী ফোনের পথ মাড়াতে চান না, তাঁদের জন্য রইল কিছু কমদামী স্মার্টফোনের হদিশ। প্রত্যেকটির ৭ হাজার টাকার নীচে দাম। প্রত্যেকটিতে রয়েছে গোরিলা গ্লাস। ফিচার্স, দাম কীরকম হবে, দেখে নিন।

Lava X19

Lava X19

দাম- ৪ হাজার ৫৪৯ টাকা

ফিচার্স

  • ৫ ইঞ্চির আইপিএস এলসিডি ৭২০X১২৮০ পিক্সেলস ডিসপ্লে
  • অ্যান্ড্রয়েড ভি ৬.০ মার্শম্যালউ
  • কোয়াড কোর ১.৩ গিগা হার্ৎজ ২ জিবি র‍্যাম মিডিয়া টেক প্রসেসর
  • স্টোরেজ ৮ জিবি
  • ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
  • সেলফি শ্যুটার ৫ মেগাপিক্সেলের
  • লি-পো ২২০০ এমএএইচ ব্যাটারি
  •  

    Intex Aqua Strong 5.2

    Intex Aqua Strong 5.2

    দাম- ৫,৬৯৯ টাকা

    ফিচার্স

    • ৫.০ ইঞ্চির আইপিএস এলসিডি ৪৮০X৮৫৪ পিক্সেলস ডিসপ্লে
    • অ্যান্ড্রয়েড ভি ৬.০ মার্শম্যালউ
    • কোয়াড কোর ১.০ গিগা হার্ৎজ কর্টেক্স এ৫৩
    • ২ জিবি র‍্যাম
    • মিডিয়া টেক এমটি৬৭৩৫ প্রসেসর
    • স্টোরেজ ১৬ জিবি
    • ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
    • সেলফি শ্যুটার ২ মেগাপিক্সেলের
    • লিঅন ২৮০০ এমএএইচ ব্যাটারি
    •  

      Karbonn Quattro L51 HD
       

      Karbonn Quattro L51 HD

      দাম- ৫ হাজার ৯৯৯ টাকা

      ফিচার্স

      • ৫ ইঞ্চির ল্যামিনেটেড আইপিএস ডিসপ্লে এবং ২.৩ মিলিমিটার আলট্রা থিন ফ্রেম, এইচডি (৭২০X১২৮০ পিক্সেলস) রেজোলিউশন
      • অ্যান্ড্রয়েড ভি ৫.১ লালিপপ
      • ১.৩ গিগা হার্ৎজ কোয়াড কোর প্রসেসর
      • ২ জিবি র‍্যাম
      • মালি টি৭৩২০ এমপি২ জিপিইউ
      • স্টোরেজ ১৬ জিবি, বাড়ানো যাবে ৩২জিবি পর্যন্ত
      • ১৩ মেগাপিক্সেল অটোফোকাস রিয়ার ক্যামেরা
      • সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেলের
      • লিঅন ২,২০০ এমএএইচ ব্যাটারি
      •  

        Intex Aqua Classic

        Intex Aqua Classic

        দাম- ৩,৮৪৯ টাকা

        ফিচার্স

        • ৫ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে, কর্নিং গোরিলা গ্লাস ভি৩ স্ক্রিন প্রোটেকশন
        • কোয়াড কোর ১.২ গিগা হার্ৎজ প্রসেসর
        • ১ জিবি র‍্যাম
        • মালি-৪০০ এমপি২ গ্রাফিক্স ইঞ্জিন
        • ৮ জিবি রম
        • ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
        • ২১০০ এমএএইচ ব্যাটারি
        •  

          Intex Cloud Force

          Intex Cloud Force

          দাম- ৩ হাজার ৯৯৯টাকা

          ফিচার্স

          • ৫.০ ইঞ্চির আইপিএস এলসিডি মাল্টিটাচ ডিসপ্লে, রেজোলিউশন ৫৪০X৯৬০ পিক্সেলস
          • ১.৩ গিগা হার্ৎজ কোয়াড কোর প্রসেসর
          • ১ জিবি র‍্যাম
          • অ্যান্ড্রয়েড লালিলপ ভি৫.১ ওএস
          • ৫ মেগাপিক্সেল এলইডি অটোফোকাস রিয়ার ক্যামেরা, সিএমওএস ইমেজ সেন্সর
          • ইন বিল্ট স্টোরেজ ৮ জিবি
          • মাইক্রো এসডি-তে বাড়ানো যাবে ৩২ জিবি পর্যন্ত
          • লিঅন ২৫০০ এমএএইচ ব্যাটারি
          •  

            Intex Aqua Ace

            Intex Aqua Ace

            দাম- ৬ হাজার ৯৯৯টাকা

            ফিচার্স

            • ৫.০ ইঞ্চির সুপার অমোলেড ৭২০X১২৮০ পিক্সেলস ডিসপ্লে
            • অ্যান্ড্রয়েড ৫.১ লালিপপ
            • ১.৩ গিগা হার্ৎজ কোয়াড কোর কর্টেক্স এ৫৩
            • মিডিয়া টেক এমটি৬৭৩৫ প্রসেসর
            • ৩ জিবি র‍্যাম
            • ইন বিল্ট স্টোরেজ ১৬ জিবি
            • ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
            • ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
            • নন রিমুভেবল লিঅন ২৩০০ এমএএইচ ব্যাটারি
            •  

              Micromax Evok Power

              Micromax Evok Power

              দাম- ৬ হাজার ৯৯৯ টাকা

              ফিচার্স

              • ৫.০ ইঞ্চির আইপিএস এলসিডি ৭২০X১২৮০ পিক্সেলস ডিসপ্লে
              • অ্যান্ড্রয়েড ভি৬.০ মার্শম্যালউ
              • ১.৩ গিগা হার্ৎজ কোয়াড কোর
              • মিডিয়া টেক এমটি৬৭৩৭ প্রসেসর
              • ২ জিবি র‍্যাম
              • ইন বিল্ট স্টোরেজ ১৬ জিবি
              • ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
              • ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
              • নন রিমুভেবল লিঅন ৪০০০ এমএএইচ ব্যাটারি
              •  

                Micromax Canvas 5 E481

                Micromax Canvas 5 E481

                দাম- ৬ হাজার ৮৭৫

                ফিচার্স

                • ৫.০ ইঞ্চির আইপিএস এলসিডি ৭২০X১২৮০ পিক্সেলস ডিসপ্লে
                • অ্যান্ড্রয়েড ভি৬.০ মার্শম্যালউ
                • কোয়াড কোর ১.৩ গিগা হার্ৎজ
                • মিডিয়া টেক এমটি৬৭৩৭ প্রসেসর
                • ২ জিবি র‍্যাম
                • স্টোরেজ ১৬ জিবি
                • ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
                • ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
                • লিঅন ৪০০০ এমএএইচ ব্যাটারি
                •  

Best Mobiles in India

Read more about:
English summary
You wouldn't need to worry about breaking your phone's display again.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X