সাধ্যের মধ্যে এই ফোনগুলিতে পাবেন ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

By Gizbot Bureau
|

স্মার্টফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের আগমন বেশ কয়ে বছর আগে হলেও সম্প্রতি অনেক স্মার্টফোনে ডিসপ্লের নীচে এই সেন্সর ব্যবহার হচ্ছে। এতদিন শুধুমাত্র প্রিমিয়াম স্মার্টফোনে এই ফিচার থাকলেও সম্প্রতি কম দামের ফোনেও ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যাচ্ছে। এক নজরে দেখে নিন সেই ফোনগুলি।

রিয়েলমি এক্স২ প্রো

রিয়েলমি এক্স২ প্রো

এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস চিপসেট, ৫০ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট ও ৯০ হার্জ অ্যামোলেড ডিসপ্লে। ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। রিয়েলমি এক্স২ প্রো ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার হয়েছে।

ভিভো জেড১এক্স

ভিভো জেড১এক্স

ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াও এই ফোনে রয়েছে ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ৪,৫০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি ও ৮জিবি র‍্যাম।

ওপ্পো কে৩

ওপ্পো কে৩

এই ফোনে রয়েছে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল এআই ক্যামেরা, অ্যামোলেড ডিসপ্লে ও পপ-আপ সেলফি ক্যামেরা।

ব্ল্যাক শার্ক ২

ব্ল্যাক শার্ক ২

শাওমির এই গেমিং ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস চিপসেট। গেম খেলার জন্য আদর্শ এই ফোনে রয়েছে ৪,০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি, ও ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।

ওপ্পো কে১

ওপ্পো কে১

মিডরেঞ্জ সিরিজের এই ফোনে স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট রয়েছে। থাকছে একটি অ্যামোলেড ডিসপ্লে। এই ফোনের ডিসপ্লের নীচেও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার হয়েছে।

ওয়ানপ্লাস ৬টি

ওয়ানপ্লাস ৬টি

ওয়ানপ্লাস ৬টি ফোনেও রয়েছে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনে প্রথম ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করেছিল ওয়ানপ্লাস। এর পরে ওয়ানপ্লাস ৭ ও ওয়ানপ্লাস ৭টি সিরিজের ফোনেও একই চিপসেট ছিল। শীঘ্রই লঞ্চ হবে ওয়ানপ্লাস ৮ সিরিজ। নতুন ফোনে ১২০ হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লে ব্যবহার করবে ওয়ানপ্লাস। সেই ফোনেও ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

Best Mobiles in India

English summary
The smartphones under Rs. 9,999 is referred to as the best devices whose one of the prime selling points is the use of an in-display fingerprint sensor.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X