প্রিমিয়াম সেগমেন্টে সেরা পাঁচটি স্মার্টফোন

By GizBot Bureau
|

বাজেট সেগমেন্টের সাথেই ভারতে প্রিমিয়াম সেগমেন্টেও প্রতিযোগিতা তুঙ্গে। প্রতি মাসেই প্রিমিয়াম সেগমেন্টে এক বা একাধিক স্মার্টফোন লঞ্চ হচ্ছে। লেটেস্ট প্রসেসার, এজ-টু-এজ ডিসপ্লে, তুখর ক্যামেরার সাথেই প্রিমিয়াম সেগমেন্টে ফোন লঞ্চ করেছে প্রায় সব কোম্পানি।

প্রিমিয়াম সেগমেন্টে সেরা পাঁচটি স্মার্টফোন

কিন্তু প্রিমিয়াম সেগমেন্টে ফোনগুলির দাম অনেক বেশি। তাই এতো টাকা একসাথে খরচ করার আগে দেখে নেওয়া প্রয়োজন ফোনের সব খুঁটিনাটি। এই মুহুর্তে ভারতের বাজারে জনপ্রিয় পাঁচটি প্রিমিয়াম স্মার্টফোনে চোখ বুলিয়ে নেওয়া যাক।

Oneplus 6

Oneplus 6

  • ৬.২৮ ইঞ্চি Full HD+ ১৯:৯ AMOLED ডিসপ্লে
  • 2.8GHz অক্টা-কোর Qualcomm Snapdragon 845 চিপসেট
  • 6GB/8GB DDR4X RAM
  • 64GB/128GB (UFS 2.1) স্টোরেজ
  • Android 8.1 Oreo সাথে Oxygen OS
  • ডুয়াল সিম
  • ১৬ মেগাপিক্সেল আর ২০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা
  • ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা
  • 4G VoLTE
  • 3300 mAh ব্যাটারি
  • Samsung Galaxy S9 Plus

    Samsung Galaxy S9 Plus

    • ৬.২ ইঞ্চি QHD+ Super AMOLED ডিসপ্লে
    • অক্টা-কোর Exynos 9810/Qualcomm Snapdragon 845 চিপসেট
    • 6GB RAM
    • 64GB/128GB/256GB স্টোরেজ
    • Wifim NFC, Bluetooth
    • ডুয়াল সিম
    • ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
    • ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা
    • 4G VoLTE
    • IP68
    • 3500 mAh ব্যাটারি
    • iPhone X
       

      iPhone X

      • ৫.৮ ইঞ্চি OLED Super Retina ডিসপ্লে।
      • হেক্সাকোর A11 বায়োনিক চিপ, সাথে M11 কো-প্রসেসার
      • 64GB/256GB স্টোরেজ
      • iOS11
      • IP67
      • ১২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল আর টেলিফটো ক্যামেরা
      • ৭ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
      • 4G VoLTE
      • লিথিয়াম আয়ন ব্যাটারি
      • Huawei P20 Pro

        Huawei P20 Pro

        • ৬.১ ইঞ্চিব FHD+ OLED ডিসপ্লে
        • অক্টাকোর Kirin 970 চিপসেট সাথে নিউরাল প্রসেসিং ইউনিট
        • 6GB RAM আর 128GB স্টোরেজ
        • Android 8.1 সাথে EMUI 8.1
        • ডুয়াল সিম
        • ৪০মেগাপিক্সেল + ২০মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়াল ক্যামেরা
        • ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
        • ডুয়াল 4G VoLTE
        • 4000 mAh ব্যাটারি
        • Google Pixel 2 XL

          Google Pixel 2 XL

          • ৬ ইঞ্চি AMOLED ডিসপ্লে
          • 4GB RAM
          • 64GB স্টোরেজ
          • অক্টাকোর Qualcomm Snapdragon 835 চিপসেট
          • ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা
          • ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
          • 4G VoLTE
          • 3520 mAh ব্যাটারি

Best Mobiles in India

Read more about:
English summary
Here is a list of top devices that we have compiled which costs more than Rs. 30,000.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X