কম দামে এই ফোনগুলিতে পাবেন হোল-পাঞ্চ ডিসপ্লে

By Gizbot Bureau
|

ডিসপ্লে নচ, পপ-আপ ক্যামেরার পরে সম্প্রতি বেশিরভাগ ফোনে হোল পাঞ্চ ডিসপ্লে দেখা যাচ্ছে। ক্রমশ বড় স্মার্টফোনের চাহিদা বাড়ার কারণেই এই ফিচার নিয়ে এসেছে স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানিগুলি। প্রথমে কয়েকটি প্রিমিয়াম ফোনে এই ফিচার এলেও সম্প্রতি বাজেট ফোনেও হোল-পাঞ্চ ডিসপ্লে থাকছে।

 

আজকাল

আজকাল স্মার্টফোনেই বেশিরভাগ মানুষ টিভি সহ সব ধরনের ভিডিও দেখেন। এই কারণে স্মার্টফোনের ডিসপ্লে নিয়মিত বড় হচ্ছে। ডিসপ্লের উপরে নচ সহ প্রথম ফুল স্ক্রিন ডিসপ্লে নিয়ে এসেছিল অ্যাপেল। আইফোন এক্স-এ এই ডিজাইন দেখা গিয়েছিল। এর পরে প্রায় সব ফোনেই এই ডিজাইনের ডিসপ্লে ব্যবহার শুরু হয়। এর পরে আসে ওয়াটার ড্রপ নচ ও পপ-আপ সেলফি ক্যামেরা। এই তালিকায় সবার পরে এসেছে হল-পাঞ্চ ডিসপ্লে। এই ফোনগুলির ডিসপ্লের উপরে বাঁ দিকে, ডান দিকে অথবা মধ্যে হোল-পাঞ্চের নীচে সেলফি ক্যামেরা থাকে।

এক নজরে কম দামে হোল পাঞ্চ ডিসপ্লের ফোনগুলি দেখে নিন।

ইনিফিনিক্স এস৫ লাইট

ইনিফিনিক্স এস৫ লাইট

দাম ৮,৪৯৯ টাকা

  • ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস হোল পাঞ্চ ডিসপ্লে
  • অক্টা-কোর মিডিয়াটেক হিলিও পি২২ চিপসেট
  • ৪জিবি র‍্যাম, ৬৪জিবি স্টোরেজ
  • ডুয়াল সিম
  • অ্যানড্রয়েড ৯ পাই
  • ১৬ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ক্যামেরা
  • ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • ৪,০০০ এমএএইচ ব্যাটারি
  • টেকনো ক্যামন ১২ এয়ার
     

    টেকনো ক্যামন ১২ এয়ার

    দাম ৯,৯৯৯ টাকা

    • ৬.৫৫ ইঞ্চি এইচডি প্লাস হোল পাঞ্চ ডিসপ্লে
    • অক্টা-কোর মিডিয়াটেক হিলিও পি২২ চিপসেট
    • ৪জিবি র‍্যাম, ৬৪জিবি স্টোরেজ
    • ডুয়াল সিম
    • অ্যানড্রয়েড ৯ পাই
    • ১৬ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল+ ২ মেগাপিক্সেল ক্যামেরা
    • ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
    • ৪,০০০ এমএএইচ ব্যাটারি
    • মোটোরোলা ওয়ান অ্যাকশন

      মোটোরোলা ওয়ান অ্যাকশন

      দাম ৯,৯৯৯ টাকা

      • ৬.৩ ইঞ্চি এইচডি প্লাস হোল পাঞ্চ ডিসপ্লে
      • অক্টা-কোর এক্সিনস ৯৬০৯ চিপসেট
      • ৪জিবি র‍্যাম, ১২৮জিবি স্টোরেজ
      • ডুয়াল সিম
      • অ্যানড্রয়েড ৯ পাই
      • ১২ মেগাপিক্সেল + ১৬ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল ক্যামেরা
      • ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
      • ৩,৫০০ এমএএইচ ব্যাটারি
      • ইনফিনিক্স এস৫

        ইনফিনিক্স এস৫

        দাম ৯,৫৯৯ টাকা

        • ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস হোল পাঞ্চ ডিসপ্লে
        • অক্টা-কোর মিডিয়াটেক হিলিও পি২২ চিপসেট
        • ৪জিবি র‍্যাম, ৬৪জিবি স্টোরেজ
        • ডুয়াল সিম
        • অ্যানড্রয়েড ৯ পাই
        • ১৬ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল+ ২ মেগাপিক্সেল ক্যামেরা
        • ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
        • ৪,০০০ এমএএইচ ব্যাটারি

Best Mobiles in India

English summary
The latest trend is of punch-hole displays. This setup was previously limited to high-end smartphones. But now, more and more brands are opting for a punch-hole design in the affordable segment as well. This article is a sum-up of the smartphones that offer a punch-hole under Rs. 10,000 in India.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X