এই স্যামসাং ফোনগুলিতে পাবেন ৮জিবি র‍্যাম

By Gizbot Bureau
|

প্রায় সব দামে ও সব ধরনের কনফিগারেশনে ভারতে স্যামসাং ফোন পাওয়া যায়। স্মার্টফোন ছাড়াও ভারতে রয়েছে কোম্পানির বিভিন্ন অনলাইন প্রোডাক্ট। ফোল্ডেবল ফোন থেকে শুরু করে শক্তি শালী চিপসেট অথবা দুর্দান্ত ডিসপ্লে, কোম্পানির ঝুলিতে সবকিছু পাবেন।

মাল্টিটাস্কিং

মাল্টিটাস্কিং যদি আপনার প্রধান লক্ষ হয় তবে ফোনে বেশি মেমোরি থাকা প্রয়োজন হয়। অ্যানড্রয়েড ফোনে ৬জিবি র‍্যাম যথেষ্ট হলেও আজকাল অনেকেই ৮জিবি র‍্যাম স্মার্টফোন কেনার দিকে ঝুঁকছেন। এই স্যামসাং ফোনগুলিতে পাবেন ৮জিবি র‍্যাম।

স্যামসাং গ্যালাক্সি এ৭১

স্যামসাং গ্যালাক্সি এ৭১

দাম - ২৯,৯৯৯ টাকা

  • ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে
  • স্ন্যাপড্রাগন ৭৩০ চিপসেট
  • ৮ জিবি র‍্যাম
  • অ্যানড্রয়েড ১০
  • ৬৪ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল ক্যামেরা
  • ৩২ মেগাপিক্সেল ক্যামেরা
  • ডুয়াল ৪জি
  • ৪,৫০০ এমএএইচ ব্যাটারি
  • স্যামসাং গ্যালাক্সি এস১০ লাইট

    স্যামসাং গ্যালাক্সি এস১০ লাইট

    দাম - ৩৯,৯৯৯ টাকা

    • ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে
    • স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট
    • ৮ জিবি র‍্যাম
    • অ্যানড্রয়েড ১০
    • ৪৮ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল ক্যামেরা
    • ৩২ মেগাপিক্সেল ক্যামেরা
    • ডুয়াল ৪জি
    • ৪,৫০০ এমএএইচ ব্যাটারি
    • স্যামসাং গ্যালাক্সি যেড ফ্লিপ

      স্যামসাং গ্যালাক্সি যেড ফ্লিপ

      দাম - ১,০৯,৯৯৯ টাকা

      • ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডাইনামিক ওলেড ফোল্ডেবল ডিওসপ্লে
      • ৮ জিবি র‍্যাম
      • ১২ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল ক্যামেরা
      • ১০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
      • ৩,৩০০ এমএএইচ ব্যাটারি
      • স্যামসাং গ্যালাক্সি এস১০ প্লাস

        স্যামসাং গ্যালাক্সি এস১০ প্লাস

        দাম - ৬২,৯০০ টাকা

        • ৬.৪ ইইঞ্চি ডিসপ্লে
        • স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট
        • ১২ জিবি র‍্যাম
        • ১২ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
        • ১২ মেগাপিক্সেল ডুয়াল সেলফি ক্যামেরা
        • ৪,১০০ এমএএইচ ব্যাটারি
        • স্যামসাং গ্যালাক্সি নোট ১০ প্লাস

          স্যামসাং গ্যালাক্সি নোট ১০ প্লাস

          দাম - ৭৯,৯৯৯ টাকা

          • ৬.৮ ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে
          • স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট
          • হাইব্রিড ডুয়াল সিম
          • ১২ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা
          • ১০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
          • ৪,৩০০ এমএএইচ ব্যাটারি
          • স্যামসাং গ্যালাক্সি এস১০

            স্যামসাং গ্যালাক্সি এস১০

            দাম - ৫৪,৯০০ টাকা

            • ৬.১ ইইঞ্চি ডিসপ্লে
            • স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট
            • ১২ জিবি র‍্যাম
            • ১২ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
            • ১২ মেগাপিক্সেল ডুয়াল সেলফি ক্যামেরা
            • ৩,৪০০ এমএএইচ ব্যাটারি
            • স্যামসাং গ্যালাক্সি এস২০ আলট্রা

              স্যামসাং গ্যালাক্সি এস২০ আলট্রা

              দাম - ৯২,৯৯৯ টাকা

              • ৬.৯ ইঞ্চি ডাইনামিক ওলেড ১২০ হার্জ ডিসপ্লে
              • অক্টা-কোর এক্সিনোস ৯৯০ চিপসেট
              • ১৬জিবি র‍্যাম
              • ৫১২জিবি স্টোরেজ
              • ওয়াই-ফাই
              • এনএফসি
              • ব্লুটুথ
              • অ্যানড্রয়েড ১০
              • ডুয়াল সিম
              • ১০৮ মেগাপিক্সেল + ৪৮ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল ক্যামেরা
              • ৪০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
              • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
              • ৫,০০০ এমএএইচ ব্যাটারি

Best Mobiles in India

English summary
Samsung also has other offerings for 8GB smartphones like the Galaxy S10, Galaxy S10 Lite, Galaxy S10 Plus. Samsung also offers an 8GB RAM variant in the Galaxy Note 10 series including the Galaxy Note 10 Plus and the Note 10 Lite. Both the Galaxy S10 series and the Galaxy Note 10 series feature 8GB RAM with 128GB.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X