২০,০০০ টাকার নীচে সেরা চারটি স্মার্টফোন

By Gizbot Bureau
|

প্রতি মাসেই বিভিন্ন বাজেট সেগমেন্টে একাধিক স্মার্টফোন লঞ্চ হচ্ছে। তাই স্মার্টফোন কেনার আগে গ্রাহক স্মার্টফোন পছন্দ করতে নাকানি চোবানি খাচ্ছেন। সম্প্রতি ১৯,৯৯০ টাকায় ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এম ৪০। এছাড়াও ২০,০০০ টাকার কম দামে বাজারে রয়েছে শাওমি, ভিভো ও নোকিয়ার একাধিক স্মার্টফোন। এক নজরে ভারতে ২০,০০০ টাকার কম দামে সেরা চারটি স্মার্টফোনে নজর রাখা যাক।

২০,০০০ টাকার নীচে সেরা চারটি স্মার্টফোন

দাম

স্যামসাং গ্যালাক্সি এম৪০ এর দাম ১৯,৯৯০ টাকা।

শাওমি রেডমি নোট ৭ প্রো এর দাম শুরু হচ্ছে ১৩,৯৯৯ টাকা থেকে।

নোকিয়া ৮.১ এর দাম শুরু হচ্ছে ১৯,৯৯৯ টাকা থেকে।

ভিভো ভি১৫ এর দাম ১৯,৯৯০ টাকা।

ডিসপ্লে

স্যামসাং গ্যালাক্সি এম ৪০ ফোনে রয়েছে ৬.৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে।

শাওমি রেডমি নোট ৭ প্রো ফোনে রয়েছে ৬.৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে।

নোকিয়া ৮.১ ফোনে রয়েছে ৬.১৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে।

ভিভো ভি১৫ ফোনে রয়েছে ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে।

প্রসেসর

স্যামসাং গ্যালাক্সি এম৪০ ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট।

শাওমি রেডমি নোট ৭ প্রো ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট।

নোকিয়া ৮.১ ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট।

ভিভো ভি১৫ ফোনে রয়েছে মিডিয়াটেক হিলিও পি৭০ চিপসেট।

মেমোরি

স্যামসাং গ্যালাক্সি এম৪০ ফোনে রয়েছে ৬জিবি র‍্যাম

শামনি রেডমি নোট ৭ প্রো ফোনে রয়েছে ৬জিবি পর্যন্ত র‍্যাম।

নোকিয়া ৮.১ ফোনে রয়েছে ৬ জিবি পর্যন্ত র‍্যাম।

ভিভো ভি১৫ ফোনে রয়েছে ৬ জিবি র‍্যাম।

ব্যাটারি

স্যামসাং গ্যালাক্সি এম৪০ ফোনে রয়েছে ৩,৫০০ এমএএইচ ব্যাটারি।

শামনি রেডমি নোট ৭ প্রো ফোনে রয়েছে ৪,০০০ এমএএইচ ব্যাটারি।

নোকিয়া ৮.১ ফোনে রয়েছে ৩,৫০০ এমএএইচ ব্যাটারি।

ভিভো ভি১৫ ফোনে রয়েছে ৪,০০০ এমএএইচ ব্যাটারি।

অপারেটিং সিস্টেম

সব ফোনেই রয়েছে অ্যানড্রয়েড পাই অপারেটিং সিস্টেম।

ফ্রন্ট ক্যামেরা

স্যামসাং গ্যালাক্সি এম৪০ ফোনে রয়েছে ১৬ মেগাপিক্সলে ফ্রন্ট ক্যামেরা।

শামনি রেডমি নোট ৭ প্রো ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সলে ফ্রন্ট ক্যামেরা।

নোকিয়া ৮.১ ফোনে রয়েছে ২০ মেগাপিক্সলে ফ্রন্ট ক্যামেরা।

ভিভো ভি১৫ ফোনে রয়েছে ৩২ মেগাপিক্সলে ফ্রন্ট ক্যামেরা।

রিয়ার ক্যামেরা

স্যামসাং গ্যালাক্সি এম৪০ ফোনে রয়েছে ৩২ মেগাপিক্সলে + ৫ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।

শামনি রেডমি নোট ৭ প্রো ফোনে রয়েছে ৪৮ মেগাপিক্সলে + ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।

নোকিয়া ৮.১ ফোনে রয়েছে ১২ মেগাপিক্সলে + ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।

ভিভো ভি১৫ ফোনে রয়েছে ১২ মেগাপিক্সলে + ৮ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।

Best Mobiles in India

Read more about:
English summary
Best Smartphone To Buy Under Rs. 20,000

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X