২০,০০০ টাকার কম দামে সেরা স্মার্টফোনগুলি দেখে নিন

By Gizbot Bureau
|

সম্প্রতি বাজেট সেগমেন্টে ভারতে একের পর এক স্মার্টফোন লঞ্চ হয়েছে। প্রায় সব জনপ্রিয় কোম্পানি ২০,০০০ টাকার কম দামে একাধিক স্মার্টফোন লঞ্চ করে বাজার ধরার চেষ্টা করছে। এক নজরে ২০,০০০ টাকার কম দামে সেরা স্মার্টফোনগুলি দেখে নিন।

২০,০০০ টাকার কম দামে সেরা স্মার্টফোনগুলি দেখে নিন

দাম: শাওমি রেডমি নোট ৮ প্রো

এই তালিকায় সবথেকে সস্তা স্মার্টফোনটি হল রেডমি নোট ৮ প্রো। এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। ফোনের ভিতরে রয়েছে অক্টা কোর মিডিয়া-টেক চিপসেট আর ৪,৫০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি।

ডিসপ্লে: এই দামে সব ফোনে ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে থাকবে

২০,০০০ টাকার কম দামে সব ফোনেই ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে থাকবে। কিছু ফোনে এলসিডি ডিসপ্লে দেখা গেলেও এই দামে অনেক ফোনেই অ্যামোলেড ডিসপ্লে থাকবে।

প্রসেসর: রিয়েলমি এক্স২ ফোনে থাকছে দ্রুততম প্রসেসর

২০,০০০ টাকার কম দামে রিয়েলমি এক্স২ ফোনে থাকছে দ্রুততম প্রসেসর। এই ফোনে থাকছে একটি স্ন্যাপড্রাগন ৭৩০জি চিপসেট। যা এই দামে অন্য যে কোন ফোনের প্রসেসরকে পিছনে ফেলে দিতে পারবে।

রিয়ার ক্যামেরা: রেডমি নোট ৮ প্রো আর রিয়েলমি এক্স২ ফোনের ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা

রেডমি নোট ৮ প্রো আর রিয়েলমি এক্স২ ফোনের পিছনে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। তবে বেশিরভাগ ফোনেই ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা দেখা যাবে।

সেলফি ক্যামেরা: ভিভো এস১ আর রিয়েলমি এক্স২ ফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা

২০,০০০ টাকার কম দামে ভিভো এস১ আর রিয়েলমি এক্স২ ফোনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

র‍্যাম: রেডমি নোট ৮ প্রো আর রিয়েলমি এক্স২ ফোনে থাকছে ৮ জিবি র‍্যাম

২০,০০০ টাকার কম দামের প্রায় সব ফোনেই ৬জিবি র‍্যাম থাকলেও রেডমি নোট ৮ প্রো আর রিয়েলমি এক্স২ ফোনে থাকছে ৮ জিবি র‍্যাম।

স্টোরেজ: নোকিয়া ৭.২ ছাড়া সব ফোনেই ১২৮জিবি স্টোরেজ থাকছে

২০,০০০ টাকার কম দামে নোকিয়া ৭.২ ছাড়া সব ফোনেই ১২৮জিবি স্টোরেজ থাকছে। নোকিয়া ৭.২ ফোনে ৬৪জিবি স্টোরেজ থাকছে।

ব্যাটারি: রেডমি নোট ৮ প্রো আর ভিভো এস১ প্রো ফোনে থাকছে সবথেকে বড় ব্যাটারি

এই দামে রেডমি নোট ৮ প্রো আর ভিভো এস১ প্রো ফোনে সবথেকে বড় ব্যাটারি থাকছে। এই দুই ফোনের ভিতরে ৪,৫০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি ব্যবহার হয়েছে।

অপারেটিং সিস্টেম: সব ফোনে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চলবে

এই দামে সব ফোনে অ্যানড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম চলবে।

রঙ: ভারটি রঙে পাওয়া যাবে রেডমি নোট ৮ প্রো

চারটি আলাদা রঙে পাওয়া যাবে রেডমি নোট ৮ প্রো।

Best Mobiles in India

Read more about:
English summary
Best Smartphones In India Under Rs. 20,000 From Vivo S2 Pro To Realme X2 And More

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X