জুনে লঞ্চ হওয়া সেরা কিছু স্মার্টফোনের হদিশ

By Sabyasachi Chakraborty
|

দেশীয় সংস্থাই হোক বা বিদেশী, এ বছর জুনে নানান স্মার্ট ফোন বাজারে এসেছে। কিন্তু এরমধ্যে কয়েকটাই মাত্র গ্রাহক আর ফ্যানেদের নজর কাড়তে পেরেছে। সেই কয়েকটা স্মার্টফোনেরই রইল হদিশ।

 
জুনে লঞ্চ হওয়া সেরা কিছু স্মার্টফোনের হদিশ

গত জুনে বাজার কাঁপিয়েছে নোকিয়া অ্যান্ড্রয়েড। নোকিয়া ৩, নোকিয়া ৫, নোকিয়া ৬। একই মাসে এন্ট্রি লেভেলের নোকিয়া ৩-ও একই সঙ্গে বাজারে আসে।

নোকিয়া ছাড়াও বাজারে আরও একটি ফোন নিয়ে সবচেয়ে বেশি হইচই ছিল। ওয়ান প্লাস ৫। যেদিন বিশ্ব বাজারে ওয়ানপ্লাস ৫-এর আসার কথা ঘোষণা হল, সেদিনই বাজারেও চলে আসল এই ফোন। আর দুই দিনেই ওয়ান প্লাস ৫ ইতিহাস তৈরি করে ফেলেছে।

আরও নানান স্মার্টফোনের কথা বলা যেতে পারে। যার মধ্যে জুনে বাজার কাঁপিয়েছিল স্যামসাং গ্যালাক্সি জে৭ ম্যাক্স এবং গ্যালাক্সি জে৭ প্রো। আর কী কী ছিল, আপনার জন্য রইল তার একটা ছোট্ট তালিকা।

ওয়ানপ্লাস ৫

ওয়ানপ্লাস ৫

দাম- ৩৭, ৯৯৯ টাকা

ফিচার্স

  • ৫.৫ ইঞ্চি (১৯২০X১০৮০ পিক্সেলস) ফুল এইচডি অপটিক আমোলেড ২.৫ডি কার্ভড কর্নিং গরিলা গ্লাস ৫ ডিসপ্লে।
  • ২.৪৫ গিগা হার্ৎজ অক্টা কোর স্ন্যাপড্রাগন ৮৩৫ ৬৪বিট ১০ ন্যানো মিটার মোবাইল প্ল্যাটফর্ম। আদ্রিয়ানো ৫৪০ জিপিইউ
  • ৬জিবি এলপিডিডিআর৪ X র‍্যাম, ৬৪জিবি স্টোরেজ
  • ৮জিবি এলপিডিডিআর৪ X র‍্যাম, ১২৮জিবি (ইউএফএস ২.১) স্টোরেজ
  • অ্যান্ড্রয়েড ৭.১.১ (নউগাট) অক্সিজেন ওএস
  • ডুয়াল সিম (ন্যানো)
  • সামনে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ, সেকেন্ডারি ক্যামেরা ২০ মেগাপিক্সেলের
  • ফ্রন্ট ক্যামেরাও ১৬ মেগাপিক্সেল
  • ৪জি ভিওএলটিই
  • ৩৩০০ এমএএইচ ব্যাটারি, ড্যাশ চার্জ (৫ভি ৪এ)
  •  

     নোকিয়া ৬

    নোকিয়া ৬

    দাম- ১৪,৯৯৯ টাকা

    ফিচার্স

    • ৫.৫ ইঞ্চির এফএইচডি আইপিএস ডিসপ্লে
    • ১.২ গিগা হার্ৎজ স্ন্যাপড্রাগন ৪৩০ অক্টা কোর প্রসেসর
    • ৩জিবি র‍্যাম, ১৩২ জিবি রম
    • ডুয়াল স্পিকার
    • ডুয়াল সিম
    • ১৬ মেগা পিক্সেল রিয়ার ক্যামেরা, ডুয়াল টোন এলইডি ফ্ল্যাশ
    • ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
    • ৪জি ভিওএলটিই/ ওয়াইফাই
    • ডলবি ডিজিটাল
    • ৩০০০এমএএইচ ব্যাটারি
    •  

       নোকিয়া ৫
       

      নোকিয়া ৫

      দাম- ১২,৮৯৯ টাকা

      ফিচার্স

      • ৫.২ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে
      • ১.২ গিগা হার্ৎজ স্ন্যাপড্রাগন ৪৩০ অক্টা কোর প্রসেসর
      • ২জিবি র‍্যাম, ১৬ জিবি রম
      • ডুয়াল সিম
      • ১৬ মেগা পিক্সেল রিয়ার ক্যামেরা, ডুয়াল টোন এলইডি ফ্ল্যাশ
      • ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
      • ৪জি ভিওএলটিই/ ওয়াইফাই
      • ডলবি ডিজিটাল
      • ৩০০০এমএএইচ ব্যাটারি
      •  

        নোকিয়া ৩

        নোকিয়া ৩

        দাম- ৯, ৪৯৯ টাকা

        ফিচার্স

        • ৫ ইঞ্চি (১২৮০X৭২০ পিক্সেলস) এইচডি ২.৫ডি স্কাল্পটেড কর্নিং গরিলা গ্লাস ডিসপ্লে, ৪৫০ নিটস ব্রাইটনেস
        • ১.৩ গিগা হার্ৎজ কোয়াড কোর মিডিয়াটেক এমটি ৬৭৩৭ ৬৪ বিট প্রসেসর উইথ মালি টি৭২০ এমপি১ জিপিইউ
        • ২জিবি র‍্যাম
        • ১৬ জিবি মেমোরি, এক্সপেন্ডেবল ১২৮জিবি
        • অ্যান্ড্রয়েড ৭.০ (নউগাট) ওএস
        • ডুয়াল সিম
        • ৮ মেগা পিক্সেল অটোফোকাস রিয়ার ক্যামেরা
        • ৮ মেগাপিক্সেল অটোফোকাস ফ্রন্ট ক্যামেরা
        • ৪জি ভিওএলটিই
        • ২৬৫০ এমএএইচ ব্যাটারি
        •  

          এইচটিসি ইউ১১

          এইচটিসি ইউ১১

          দাম- ৫১ হাজার ৯৯০ টাকা

          ফিচার্স

          • ৫.৫ ইঞ্চি (১৪২০X২৫৬০ পিক্সেলস) কোয়াড এইচডি সুপার এলসিডি ৫ ডিসপ্লে, কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন
          • ২.৪৫ গিগা হার্ৎজ অক্টা কোর কোয়ালকম স্ম্যাপড্রাগন ৮৩৫ মোবাইল প্ল্যাটফর্ম, আদ্রিয়ানো ৫৪০ জিপিইউ
          • ৬ জিবি র‍্যাম, ১২৮জিবি স্টোরেজ
          • ৪ জিবি র‍্যাম, ৬৪জিবি স্টোরেজ
          • এক্সপেন্ডেবল মেমোরি ২টিবি
          • অ্যান্ড্রয়েড ৭.১.১ (নউগাট)
          • সিঙ্গল/ হাইব্রিড ডুয়াল সিম
          • ১২ মেগা পিক্সেল ইউটিসি আলট্রা পিক্সেল ৩ রিয়ার ক্যামেরা, ডুয়াল এলইডি ফ্ল্যাশ
          • ১৬ মেগাপিক্সেল ফ্রন্টফেসিং ক্যামেরা
          • ৪জি ভিওএলটিই
          • ৩০০০ এমএএইচ ব্যাটারি, কুইক চার্জ ৩.০
          •  

            স্যামসাং গ্যালাক্সি এস৮+ ১৬জিবি র‍্যাম

            স্যামসাং গ্যালাক্সি এস৮+ ১৬জিবি র‍্যাম

            দাম- ৬৪ হাজার ৯০০ টাকা

            ফিচার্স

            • ৬.২ ইঞ্চির কিউএইচডি+ সুপার অমোলেড ডিসপ্লে
            • অক্টো কোর এক্সিনস ৯/স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর
            • ৬জিবি র‍্যাম, ৬৪/১২৮ জিবি রম
            • ওয়াইফাই
            • এনএফসি
            • ব্লুটুথ
            • ডুয়াল সিম
            • ডুয়াল পিক্সেল ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
            • ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
            • ৩৫০০এমএএইচ ব্যাটারি
            •  

               জিওক্স অস্ত্রা টাইটান ৪জি

              জিওক্স অস্ত্রা টাইটান ৪জি

              দাম- ৬ হাজার ৫২৯ টাকা

              ফিচার্স

              • ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে
              • অ্যান্ড্রয়েড ৭.০ নউগাট
              • ১.৩ গিগা হার্ৎজ কোয়াড কোর এসওসি
              • ১জিবি র‍্যাম
              • ১৬ জিবি স্টোরেজ
              • দুদিকেই ৫ মেগাপিক্সেল শ্যুটার্স
              • ৩০০০এমএএইচ ব্যাটারি
              • ৪জি ভিওএলটিই এবং ভিআইএলটিই
              •  

                ইনফোকাস টার্বো ৫

                ইনফোকাস টার্বো ৫

                দাম- ৭ হাজার ৯৯৯ টাকা

                ফিচার্স

                • ৫.২ ইঞ্চি (১২৮০X৭২০ পিক্সেলস) এইচডি অন সেল আইপিএস ২.৫ডি কার্ভড গ্লাস ডিসপ্লে
                • ২.২ গিগা হার্ৎজ কোয়াড কোর মিডিয়াটেক এমটি৬৭৩৭ ৬৪বিট প্রসেসর উইথ মালি টি৭২০ এমপি১ জিপিইউ
                • ২ জিবি র‍্যাম, ১৬জিবি স্টোরেজ
                • ৩ জিবি র‍্যাম, ৩২জিবি স্টোরেজ
                • এক্সপেন্ডেবল মেমোরি ৩২জিবি
                • অ্যান্ড্রয়েড ৭.০ (নউগাট) ওএস
                • হাইব্রিড ডুয়াল সিম
                • ১৩ মেগা অটোফোকাস রিয়ার ক্যামেরা
                • ৫ মেগাপিক্সেল ফ্রন্টফেসিং ক্যামেরা
                • ৪জি ভিওএলটিই
                • ৫০০০ এমএএইচ ব্যাটারি
                •  

                  অনার ৮ প্রো

                  অনার ৮ প্রো

                  দাম- ৩৭ হাজার টাকা

                  ফিচার্স

                  • ৫.৭ ইঞ্চি (২৫৬০X১৪৪০ পিক্সেলস) কোয়াড এইচডি এলটিপিএস ২.৫ডি কার্ভড গ্লাস ডিসপ্লে, ৫১৫ পিপিআই
                  • অক্টা কোর ৪X কর্টেক্স এ৫৩ (১.৮ গিগা হার্ৎজ)+ ৪ X এআরটিইএমআইএস (২.৪ গিগা হার্ৎজ) কিরিন ৯৬০ প্রসেসর উইথ মালি জি৭১ অক্টা কোর জিপিইউ
                  • ৬জিবি র‍্যাম
                  • ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ
                  • বাড়ানো যাবে ১২৮ জিবি পর্যন্ত
                  • অ্যান্ড্রয়েড ৭.০ (নউগাট), ইমোশন ইউআই ৫.১
                  • হাইব্রিড ডুয়াল সিম
                  • ১২ মেগা পিক্সেল (মোনোক্রোম)+ ১২ মেগাপিক্সেল (আরজিবি) ডুয়াল রিয়ার ক্যামেরা
                  • ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা
                  • ৪জি এলটিই
                  • ৪০০০ এমএএইচ (টিপিকাল)/৩৯০০ এমএএইচ (মিনিমাম) ব্যাটারি, ফাস্ট চার্জিং
                  •  

                    স্যামসাং গ্যালাক্সি জে৭ ম্যাক্স

                    স্যামসাং গ্যালাক্সি জে৭ ম্যাক্স

                    দাম- ১৮ হাজার ৪০০ টাকা

                    ফিচার্স

                    • ৫.৭ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে
                    • ১.৬ গিগা হার্ৎজ মিডিয়া টেক হেলিও পি২০ অক্টা কোর প্রসেসর
                    • ৪ জিবি র‍্যাম, ৩২জিবি রম
                    • ডুয়াল ন্যানো সিম
                    • ১৩ মেগাপিক্সেল ক্যামেরা এলইডি ফ্ল্যাশ
                    • ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এলইডি ফ্ল্যাশ
                    • ৪জি এলটিই/ওয়াইফাই
                    • স্যামসাং পে মিনি
                    • ব্লুটুথ ৪.১
                    • ৩৩০০এমএএইচ ব্যাটারি
                    •  

Best Mobiles in India

English summary
Though there were many launches from different domestic as well as global players, there were a few launches those were well received by consumers and fans. There are other smartphone launches too that have taken place over the month of June.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X