এই পাঁচটি ফোনে পাবেন সেরা ব্যাটারি ব্যাকআপ

By GizBot Bureau
|

২০১৮ সালে একের পর এক ফোন লঞ্চ হয়েই চলেছে। ছোট বড় সব কোম্পানিই প্রতি মাসেই নিজেদের ফোন লঞ্চ করে চলেছে। এই বছরে লঞ্চ হওয়া ফোনগুলিতে আগের থেকে অনেক বড় ডিসপ্লে ব্যবহার হওয়া শুরু হয়েছে। ২০১৮ সালে লঞ্চ হওয়া প্রায় সব ফোনেই ১৮:৯ অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে ব্যবহার হয়েছে।

এই পাঁচটি ফোনে পাবেন সেরা ব্যাটারি ব্যাকআপ

এর সাথেই সব ফোনেই বেশি শক্তিশালী প্রসেসারের ব্যবহার হচ্ছে। আর এই বিশাল ডিসপ্লে আর শক্তিশালী প্রসেসার চালানোর জন্য বড় ব্যাটারি প্রয়োজন। আসুন দেখে নি এই বছরে লঞ্চ হওয়া সেরা কয়েকটি ব্যাটারি ব্যাকআপের ফোন।

Asus Zenfone Max Pro 1

Asus Zenfone Max Pro 1

Asus Zenfone Max Pro 1 তে রয়েছে একটি ৫..৯৯ ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। এছাড়াও এই ফোনে থাকছে Snapdragon 636 চিপসেট। Redmi Note 5 Pro তে একই চিপসেট ব্যবহার করা হয়েছে। এছাড়াও থাকছে স্টক অ্যানড্রয়েড ৮.১ অরিও। Asus Zenfone Max Pro 1 এর ভিতরে থাকবে একটি বিশাল 5000 mAh ব্যাটারি।

Asus Zenfone Max Pro 1 এর সব ভেরিয়েন্টেই microSD কার্ড স্লট রয়েছে। এই কার্ড ব্যবহার করা ফোনের মেমোরি 2TB পরযন্ত বাড়িয়ে নেওয়া যাবে। এছাড়াও ache ডুয়াল সি, 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5 আর GPS। ফোনের পিছনে থাকছে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা। এছাড়াও ফোনের সামনে একটি সেলফি ক্যমেরা থাকবে। Asus Zenfone Max Pro 1 এ আছে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

Redmi Note 5 Pro

Redmi Note 5 Pro

Redmi Note 5 Pro তে রয়েছে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় থাকছে 12MP প্রাইমারি সেন্সার আর 5MP সেকেন্ডারি সেন্সার। এছাড়াও এই ফোনের সামনে রয়েছে একটি 20MP সেলফি ক্যামেরা। Redmi Note 5 Pro এর ভিতরে রয়েছে একটি বিশাল 4000 mAh ব্যাটারি।

Nokia 2 (2018)

Nokia 2 (2018)

Nokia 2.1 এ থাকবে Android Oreo (Go Edition)। এই ফোনে থাকবে একটি 5.5 ইঞ্চি ডিওপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Sanpdragon 425 চিপসেট এর সাথেই থাকবে 1GB RAM আর 4000 mAh ব্যাটারি। কোম্পানি দাবি করেছে এই ফোনে দুই দিন ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে।

Nokia 2.1 এ রয়েছে 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সাথে রয়েছে LED ফ্ল্যাশ। এছাড়াও ফোনের সামনে রয়েছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। 8GB ইন্টারনাল স্টোরেজ থাকবে এই ফোনে।

Samsung Galaxy S9+

Samsung Galaxy S9+

স্যামসাং গ্যালাক্সি S9+ এ রয়েছে ৬.২ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮.৫:৯। ফোনের ভিতরে রয়েছে কোম্পানির নিজস্ব Exynos 9810 প্রসেসার। সাথে রয়েছে 4GB RAM। 64GB আর 256GB ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন।

এছাড়াও ফোনের ভিতরে রয়েছে 3500mAh ব্যাটারি। আর অ্যানড্রয়েড ওরিও।

স্যামসাং গ্যালাক্সি S9+ এ রয়েছে 12MP ডুয়াল রিয়ার ক্যামেরা। যা আলোর উপর নির্ভর করে f/1.5 থেকে f/2.4 পর্যন্ত চলাফেরা করতে পারে। এছাড়াও রয়েছে 2X টেলিফটো সেকেন্ডারি ক্যামেরা। দুটি রিয়ার ক্যামেরাতেইরয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশান। এছাড়াও এই ক্যামেরা তে আছে AR ইমোজি ফিচার। এছাড়াও ফোনের সামনে আছে 8MP সেলফি ক্যামেরা।

Oneplus 6

Oneplus 6

ডুয়াল সিম ওয়ানপ্লাস ৬ এ প্রিলোডেড থাকবে লেটেস্ট অ্যানড্রয়েড ওরিও ৮.১। ওয়ানপ্লাস ৬ এ রয়েছে ৬.২৮ ইঞ্চি FHD+ full Optic AMOLED ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। ওয়ানপ্লাস ৬ এর ভিতরে রয়েছে লেটেস্ট Snapdragon 845 প্রসেসসার সাথে 6GB/8GB RAM আর Adreno 630 GPU।

লেটেস্ট ওয়ানপ্লাস ৬ এ রয়েছে ডুয়াল রিয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারী সেন্সারটি ১৬ মেগাপিক্সেল ও সেকেন্ডারী ২০ মেগাপিক্সেল সেন্সার রয়েছে এই রিয়ার ক্যামেরায়। প্রাইমারী ক্যামেরাতে অপ্টিকাল ও ইলেকট্রনিক দুই ইমেজ স্টেবিলাইজেশানের সুবিধা রয়েছে। এছাড়াও রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরায় তোলা যাবে ৪৮০ ফ্রেম পার সেকেন্ডে স্লো মোশান ভিডিও। নতুন আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ফ্রন্ট ক্যামেরায় তোলা যাবে পোট্রেট মোড। এছাড়াও এই ক্যামেরায় রয়েছে ফেস আনলকের ফিচার। এর মাধ্যমে মাত্র ০.৪ সেকেন্ডে আনলক হয়ে যাবে আপনার ফোন।

ওয়ানপ্লাস ৬ এ রয়েছে 3300 mAh ব্যাটারি। এর সাথেই রয়েছে কোম্পানির জনপ্রিয় ড্যাশ চার্জিং টেকনোলজি। কোম্পানির দাবি মাত্র ৩০ মিনিটের চার্জে এই ফোন সারাদিন চলতে সক্ষম।

Best Mobiles in India

Read more about:
English summary
If you are looking for a smartphone with long-lasting and reliable battery, here are some options right from the premium Samsung Galaxy S9+ to the entry-level Nokia 2

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X