For Daily Alerts
Just In
- 11 hrs ago
বিএসএনএল প্রজাতন্ত্র দিবস অফার ২০২১: বাড়ল একাধিক প্ল্যানের ভ্যালিডিটি, সামনে এল নতুন প্ল্যান
- 4 days ago
টেলিগ্রামে সাইলেন্ট মেসেজ পাঠাবেন কীভাবে?
- 5 days ago
বাড়ি বসেই আধার কার্ডের ঠিকানা, জন্ম তারিখ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন করবেন কীভাবে? ধাপে ধাপে দেখে ন
- 6 days ago
পকেট-সই দামে বিএসএনএল ব্রডব্যান্ডের পাঁচটি প্ল্যান দেখে নিন
Don't Miss
সাত হাজারের কমে এই ফোনগুলিতে পাবেন দুর্দান্ত ব্যাকআপ
Mobile
lekhaka-Satyaki bhattacharyya
By Gizbot Brueau
|
স্মার্টফোন কেনার সময় প্রসেসর ও ক্যামেরার সঙ্গেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভালো ব্যাটারি। প্রতিদিন ২-৩বার ফোন চার্জ করা এক বিরক্তিকর অভিজ্ঞতা। যদিও এই মুহূর্তে বাজারে এমন অনেক ফোন আছে যা একবার চার্জ করলে অন্তত দুই দিন চার্জরে হাত দিতে হয় না। সাত হাজার টাকার কমে এমন কয়েকটা ফোন দেখে নিন।

রেডমি ৮এ ডুয়াল
দাম ৬,৮৩০ টাকা
- ৬.২২ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে
- অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৪৩৯ চিপসেট
- ২জিবি/৩জিবি র্যাম ও ৩২জিবি স্টোরেজ
- অ্যানড্রয়েড ৯ পাই
- ডুয়াল সিম
- ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
- ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
- ৪জি ভিওএলটিই
- ৫,০০০ এমএএইচ ব্যাটারি

রিয়েলমি সি২
দাম ৬,৪৯৯ টাকা
- ৬.১ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে
- অক্টা-কোর মিডিয়াটেক হিলিও পি২২ চিপসেট
- ২জিবি/৩জিবি র্যাম ও ১৬জিবি/৩২জিবি স্টোরেজ
- অ্যানড্রয়েড ৯ পাই
- ডুয়াল সিম
- ১৩ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
- ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
- ৪জি ভিওএলটিই
- ৪,০০০ এমএএইচ ব্যাটারি

আইটেল ভিশন ১
দাম ৬,২৯৯ টাকা
- ৬.০৮৮ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে
- ২জিবি র্যাম ও ৩২জিবি স্টোরেজ
- ডুয়াল সিম
- ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
- ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
- ৪জি ভিওএলটিই
- ৪,০০০ এমএএইচ ব্যাটারি

টেকনো স্পার্ক গো প্লাস
দাম ৬,৯৯৯ টাকা
- ৬.৫২ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে
- অক্টা-কোর মিডিয়াটেক হিলিও এ২২ চিপসেট
- ২জিবি র্যাম ও ৩২জিবি স্টোরেজ
- ডুয়াল সিম
- ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
- ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
- ৪জি ভিওএলটিই
- ৪,০০০ এমএএইচ ব্যাটারি

নোকিয়া ২.৩
দাম ৬,৬৫০ টাকা
- ৬.২ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে
- অক্টা-কোর মিডিয়াটেক হিলিও এ২২ চিপসেট
- ২জিবি র্যাম ও ৩২জিবি স্টোরেজ
- অ্যানড্রয়েড ৯ পাই
- ডুয়াল সিম
- ১৩ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
- ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
- ৪জি ভিওএলটিই
- ৪,০০০ এমএএইচ ব্যাটারি

প্যানাসনিক এলুগা রে ৬১০
দাম ৬,২৯৯ টাকা
- ৬.২২ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে
- অক্টা-কোর মিডিয়াটেল পি২২ চিপসেট
- ৩জিবি র্যাম ও ৩২জিবি স্টোরেজ
- অ্যানড্রয়েড ৯ পাই
- ডুয়াল সিম
- ১৩ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
- ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
- ৪,০১০ এমএএইচ ব্যাটারি
Most Read Articles
Best Mobiles in India
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190
To stay updated with latest technology news & gadget reviews, follow GizBot on Twitter, Facebook, YouTube and also subscribe to our notification.
Allow Notifications
You have already subscribed
Comments
Read more about:
English summary
Buying Guide: Best Battery Backup Smartphones Available To Buy In India Under Rs. 7,000
Story first published: Wednesday, April 29, 2020, 8:15 [IST]
Other articles published on Apr 29, 2020