মধ্যবিত্তের সাধ্যের মধ্যে সেরা দশটি স্মার্টফোন

By Gizbot Bureau
|

২০২০ সালের পজানুয়ারি ও ফেব্রুয়ারিতে একাধিক নতুন স্মার্টফোন ভারতে এসেছে। কম, মাঝারি ও বেশি দামে ইতিমধ্যেই ভারতে লঞ্চ হয়েছে একাধিক স্মার্টফোন। মার্চ মাসেও একাধিক স্মার্টফোন ভারতে লঞ্চ হবে। এক নজরে এই মুহুর্তে ভারতের সেরা স্মার্টফোনগুলি দেখে নিন।

 

পোকো এক্স২

পোকো এক্স২

দাম - ১৫,৯৯৯ টাকা

  • ৬.৭ ইঞ্চি ডিসপ্লে
  • কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০জি চিপসেট
  • অ্যানড্রয়েড ১০
  • ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা
  • ২০ মেগাপিক্সেল ডুয়াল সেলফি ক্যামেরা
  • ১২৮জিবি স্টোরেজ
  • ৪,৫০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি
  •  রেডমি নোট ৮ প্রো

    রেডমি নোট ৮ প্রো

    দাম - ১৩,৯৯৯ টাকা

    • ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে
    • মিডিয়াটেক হেলিও জি৯০টি চিপসেট
    • ১২৮জিবি স্টোরেজ
    • ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা
    • অ্যানড্রয়েড ৯ পাই
    • ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
    • ডুয়াল ৪জি ভিওএলটিই
    • ৪,৫০০ এমএএইচ ব্যাটারি
    • স্যামসাং গ্যালাক্সি এম৩০এস
       

      স্যামসাং গ্যালাক্সি এম৩০এস

      দাম - ১২,৯৯৯ টাকা

      • ৬.৪ ইঞ্চি ডিসপ্লে
      • এক্সিনস ৯৬১১ চিপসেট
      • ৬গব র‍্যাম, ১২৮জিবি স্টোরেজ
      • অ্যানড্রয়েড পাই
      • ডুয়াল সিম
      • ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
      • ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
      • ৬,০০০ এমএএইচ ব্যাটারি
      • রিয়েলমি এক্স২

        রিয়েলমি এক্স২

        দাম - ১৬,৯৯৫ টাকা

        • ৬.৪ ইঞ্চি ডিসপ্লে
        • স্ন্যাপড্রাগন ৭৩০জি চিপসেট
        • ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা
        • ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
        • ডুয়াল ৪জি
        • ৪,০০০ এমএএইচ ব্যাটারি
        • ভিভো যেড১ প্রো

          ভিভো যেড১ প্রো

          দাম - ১২,৯৯০ টাকা

          • ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে
          • স্ন্যাপড্রাগন ৭১২ চিপসেট
          • অ্যানড্রয়েড ৯
          • ১৬ মেগাপিক্সেল ক্যামেরা
          • ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
          • ৫,০০০ এমএএইচ ব্যাটারি
          • স্যামসাং গ্যালাক্সি এ৫০এস

            স্যামসাং গ্যালাক্সি এ৫০এস

            দাম - ১৭,৪৯৯ টাকা

            • ৬.৪ ইঞ্চি ডিসপ্লে
            • অক্টা-কোর ৯৬১১ চিপসেট
            • অ্যানড্রয়েড পাই
            • ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা
            • ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
            • ডুয়াল ৪জি
            • ৪,০০০ এমএএইচ ব্যাটারি
            •  ভিভো এস১ প্রো

              ভিভো এস১ প্রো

              দাম - ১৯,৯৯০ টাকা

              • ৬.৩৮ ইঞ্চি ডিসপ্লে
              • স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট
              • ৮জিবি র‍্যাম
              • ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা
              • ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
              • ডুয়াল ৪জি
              • ৪,৫০০ এমএএইচ ব্যাটারি
              • রিয়েলমি ৫ প্রো

                রিয়েলমি ৫ প্রো

                দাম - ১২,৯৯৯ টাকা

                • ৬.৩ ইঞ্চি ডিসপ্লে
                • স্ন্যাপড্রাগন ৭১২ চিপসেট
                • ড্যুয়াল সিম
                • ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা
                • ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
                • ৪,০৩৫ এমএএইচ ব্যাটারি

Best Mobiles in India

English summary
The list of devices that we have shared is the most talked smartphones of 2020. All these enlisted smartphones are already available in India and they can be the best phones to buy in March 2020.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X