দশ হাজারের কমে শীঘ্রই ভারতে আসছে এই স্মার্টফোনগুলি

By Gizbot Bureau
|

ভারতের জনপ্রিয়তম ফোনের প্রায় সবকটাই দশ হাজারের কমে পাওয়া যায়। ভারতে বাজেট সেগমেন্টের স্মার্টফোনের চাহিদা সবথেকে বেশি। শাওমি, রিয়েলমি, স্যামসাংয়ের মতো একাধিক জনপ্রিয় ব্র্যান্ডের এই দামে স্মার্টফোন বিক্রি করে। জনপ্রিয়তা দেখে বোঝা যায় এই স্মার্টফোনগুলি নিয়ে বাজারে উৎসাহ সহথেকে বেশি। ১০,০০০ টাকার কমে শীঘ্রই ভারতে আসতে পারে এই স্মার্টফোনগুলি।

লাভা জেড৫২ প্রো

লাভা জেড৫২ প্রো

এই ফোনে রয়েছে ৫.৫ ইঞ্চি ডিসপ্লে, ২জিবি র‍্যাম ও ১৬জিবি স্টোরেজ। ফোনের ভিতরে রয়েছে ৪,১২০ এমএএইচ ব্যাটারি।

নোকিয়া সি২

নোকিয়া সি২

গত মাসে এই ফোনের ঘোষণা হলেও এখন ভারতে লঞ্চ হয়নি নোকিয়া সি২। এই ফোনে রয়েছে ৫.৭ ইঞ্চি ডিসপ্লে, ১৬জিবি স্টোরেজ, ১জিবি র‍্যাম ও ১৮০০ এমএএইচ ব্যাটারি।

কুলপ্যাড কুল ৯

কুলপ্যাড কুল ৯

কুলপ্যাড কুল ৯-এ থাকছে ৫.৭১ ইঞ্চি ডিসপ্লে। ভিতরে থাকছে অক্টা-কোর মিডিয়াটেক প্রসেসর, ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি স্টোরেজ।

স্যামসাং গ্যালাক্সি জে২ কোর ২০২০
 

স্যামসাং গ্যালাক্সি জে২ কোর ২০২০

সম্প্রতি একন্ট্রি লেভেল সেগমেন্টে এই ফোন নিয়ে এসেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। এই ফোনে অ্যানড্রয়েড গো এডিশন অপারেটিং সিস্টেম চলবে। লকডাউন শেষ হলে ভারতে এই ফোন বিক্রি শুরু করবে স্যামসাং।

এলকাটেল ১ভি ২০২০

এলকাটেল ১ভি ২০২০

জানুয়ারিতে এই ফোনের ঘোষণা করেছিল এলকাটেল। থাকছে ৬.২২ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, অক্টা-কোর হিলিও পি২২ চিপসেট ও ৪০০০ এমএএইচ ব্যাটারি।

লিনোভো এ৭

লিনোভো এ৭

লিনোভো এ৭ ফোনে থাকছে ৬.০৯ ইঞ্চি ডিসপ্লে। ফোনের সামনে একটু ও পিছনে দুটি ক্যামেরা থাকছে। থাকছে ৪,০০০ এমএএইচ ব্যাটারি।

শাওমি রেডমি ৮এ প্রো

শাওমি রেডমি ৮এ প্রো

ইতিমধ্যেই চিনে এই ফোন লঞ্চ হয়েছে। লকডাউনের পরেই ভারতে লঞ্চ হতে পারে রেডমি ৮এ প্রো। এই ফোনে রয়েছে ৬.২২ ইঞ্চি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৪৩৯ চিপসেট, ২জিবি র‍্যাম ও ৫,০০০ এমএএইচ স্টোরেজ।

ইনফিনিক্স নোট ৭ লাইট

ইনফিনিক্স নোট ৭ লাইট

এই ফোনে ৬.৬ ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে। থাকবে হিলিও জি৭০ চিপসেট, ৫০০০ এমএএইচ ব্যাটারি ঈ ১২৮জিবি স্টোরেজ। শীঘ্রই ভারতে আসছে এই ফোন।

Best Mobiles in India

English summary
Talking about the mid-range smartphone market, there are some bestselling models from notable brands that will definitely make your spoilt for choice. Having said that, here we have curated a list of mid-range smartphones that you can purchase in India right now.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X