ট্রিপল ক্যামেরার সেরা প্রিমিয়াম স্মার্টফোনগুলি দেখে নিন

By Gizbot Bureau
|

মোবাইল ফটোগ্রাফ গত কয়ে বছরে অনেকটা এগিয়ে গিয়েছে। আজকাল স্মার্টফোনে পাঁচটা পর্যন্ত জক্যামেরা ব্যবহার হচ্ছে। কম আলোতে স্মার্টফোনে তোলা ছবিতে আগের থেকে অনেক ভালো ডিটেল পাওয়া যাচ্ছে। ছবির ডাইনামিক রেঞ্জেও উন্নতি হয়েছে। সম্প্রতি মিডরেঞ্জ ও প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ হওয়া বেশিরভাগ স্মার্টফোনে তিনটি ক্যামেরা ব্যবহার হয়েছে। এক নজরে দেখে নিন সম্প্রতি প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ হওয়া ট্রিপল ক্যামেরার স্মার্টফোনগুলি।

ওয়ানপ্লাস ৭ প্রো (দাম ৫২,৯৯৯ টাকা)

ওয়ানপ্লাস ৭ প্রো (দাম ৫২,৯৯৯ টাকা)

  • ৬.৬৭ ইঞ্চি কোয়াড এইচ ডি প্লাস ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে
  • কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট
  • ৬ জিবি র‍্যাম
  • ২৫৬ জিবি ইউএফএস ৩.০ স্টোরেজ
  • ডুয়াল সিম
  • ৪৮ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ১৬ মেগাপিক্সেল সেন্সর
  • ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা
  • ডুয়াল ৪জি ভিওএলটিই
  • ৪,০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি
  • স্যামসাং গ্যালাক্সি নোট ১০ (দাম ৬৯,৯৯৯ টাকা)

    স্যামসাং গ্যালাক্সি নোট ১০ (দাম ৬৯,৯৯৯ টাকা)

    • ৬.৩ ইঞ্চি ফুল এইচ ডি প্লাস ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে
    • কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট
    • ৮ জিবি র‍্যাম
    • ২৫৬ জিবি স্টোরেজ
    • ডুয়াল সিম
    • ১২ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল + ১৬ মেগাপিক্সেল সেন্সর
    • ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা
    • ডুয়াল ৪জি ভিওএলটিই
    • আইপি ৬৮
    • ৩,৫০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি
    • স্যামসাং গ্যালাক্সি এস ১০ প্লাস (দাম ৭৩,৯০০ টাকা)

      স্যামসাং গ্যালাক্সি এস ১০ প্লাস (দাম ৭৩,৯০০ টাকা)

      • ৬.৪ ইঞ্চি কোয়াড এইচ ডি প্লাস ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে
      • কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট
      • ১২ জিবি র‍্যাম
      • ১ টিবি স্টোরেজ
      • ডুয়াল সিম
      • ১২ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল + ১৬ মেগাপিক্সেল সেন্সর
      • ১০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা
      • ডুয়াল ৪জি ভিওএলটিই
      • আইপি ৬৮
      • ৪,১০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি
      • স্যামসাং গ্যালাক্সি এ৮০ (দাম ৫২,০০০ টাকা)

        স্যামসাং গ্যালাক্সি এ৮০ (দাম ৫২,০০০ টাকা)

        • ৬.৭ ইঞ্চি ফুল এইচ ডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে
        • কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০জি চিপসেট
        • ৮ জিবি র‍্যাম
        • ১২৮ জিবি স্টোরেজ
        • ডুয়াল সিম
        • ৪৮ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল রোটেট ক্যামেরা
        • ডুয়াল ৪জি ভিওএলটিই
        • আইপি ৬৮
        • ৩,৭০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি
        • ওপ্পো রেনো (দাম ৪৯,৯০০ টাকা)

          ওপ্পো রেনো (দাম ৪৯,৯০০ টাকা)

          • ৬.৬ ইঞ্চি ফুল এইচ ডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে
          • কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট
          • ৮ জিবি র‍্যাম
          • ২৫৬ জিবি ইউএফএস ২.১ স্টোরেজ
          • ডুয়াল সিম
          • ৪৮ মেগাপিক্সেল + ১৩ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল সেন্সর
          • ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা
          • ডুয়াল ৪জি ভিওএলটিই
          • ৪,০৬৫ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি
          • স্যামসাং গ্যালাক্সি এস ১০

            স্যামসাং গ্যালাক্সি এস ১০

            • ৬.১ ইঞ্চি কোয়াড এইচ ডি প্লাস ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে
            • কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট
            • ৮ জিবি র‍্যাম
            • ৫১২ জিবি স্টোরেজ
            • ডুয়াল সিম
            • ১২ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল + ১৬ মেগাপিক্সেল সেন্সর
            • ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা
            • ডুয়াল ৪জি ভিওএলটিই
            • আইপি ৬৮
            • ৩,৪০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি

Best Mobiles in India

English summary
The list covers some best premium triple rear camera-based smartphones, which you can buy in the Indian market at good offers.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X