এই স্মার্টফোনগুলিতে পাবেন পপ-আপ সেলফি ক্যামেরা

By Gizbot Bureau
|

২০১৮ সালে সব স্মার্টফোনে ডিসপ্লের উপরে ছিল নচ। সেই 'ডিসপ্লে নচ’ এখন অতীত। সম্প্রতি স্মার্টফোন ডিজাইনে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। সম্প্রতি লঞ্চ হওয়া একাধিক স্মার্টফোনে দেখা গিয়েছে পপ-আপ সেলফি ক্যামেরা। ২০১৮ সালে ভিভো নেক্স ক্যামেরায় প্রথম এই ডিজাইন দেখা গিয়েছিল। বন্ধুদের থেকে নিজের ফোনটা আলাদা করতে এই পপ-আপ সেলফি ক্যামেরার ফফোন কিনতে চাইলে এই ফোনগুলি দেখে নিন।

ওয়ানপ্লাস ৭ প্রো

ওয়ানপ্লাস ৭ প্রো

  • ৬.৬৭ ইঞ্চি কোয়াড এইচ ডি প্লাস ডিসপ্লে।
  • স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট।
  • ১২ জিবি পর্যন্ত র‍্যাম আর ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ।
  • অ্যানড্রয়েড পাই।
  • ডুয়াল সিম।
  • ৪৮ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ১৬ মেগাপিক্সল রিয়ার ক্যামেরা।
  • ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
  • ৪০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি।
  • ভিভো নেক্স

    ভিভো নেক্স

    • ৬.৫৯ ইঞ্চি ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে।
    • স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট।
    • ৮ জিবি পর্যন্ত র‍্যাম আর ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ।
    • অ্যানড্রয়েড ওরিও।
    • ডুয়াল সিম।
    • ১২ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সল রিয়ার ক্যামেরা।
    • ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
    • ৪০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি।
    • ভিভো ভি১৫ প্রো

      ভিভো ভি১৫ প্রো

      • ৬.৩৯ ইঞ্চি ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে।
      • স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট।
      • ৬ জিবি পর্যন্ত র‍্যাম আর ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ।
      • অ্যানড্রয়েড পাই।
      • ডুয়াল সিম।
      • ৪৮ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সল + ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।
      • ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
      • ৩৭০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি।
      • ভিভো ভি১৫

        ভিভো ভি১৫

        • ৬.৫৩ ইঞ্চি ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে।
        • মিডিয়াটেক হিলিও পি৭০ চিপসেট।
        • ৬ জিবি পর্যন্ত র‍্যাম আর ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ।
        • অ্যানড্রয়েড পাই।
        • ডুয়াল সিম।
        • ১২ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সল + ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।
        • ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
        • ৪০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি।
        • ওপ্পো এফ১১ প্রো

          ওপ্পো এফ১১ প্রো

          • ৬.৫ ইঞ্চি ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে।
          • মিডিয়াটেক হিলিও পি৭০ চিপসেট।
          • ৬ জিবি পর্যন্ত র‍্যাম আর ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ।
          • অ্যানড্রয়েড পাই।
          • ডুয়াল সিম।
          • ৪৮ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সল রিয়ার ক্যামেরা।
          • ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
          • ৪০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি।
          • এসুস জেনফোন ৬

            এসুস জেনফোন ৬

            • ৬.৪৬ ইঞ্চি ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে।
            • স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট।
            • ৮ জিবি পর্যন্ত র‍্যাম আর ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ।
            • অ্যানড্রয়েড পাই।
            • ডুয়াল সিম।
            • ৪৮ মেগাপিক্সেল + ১৩ মেগাপিক্সল রিয়ার ক্যামেরা।
            • ৫০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি।
            • ওপ্পো ফাইন্ড এক্স

              ওপ্পো ফাইন্ড এক্স

              • ৬.৪ ইঞ্চি ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে।
              • ৮ জিবি র‍্যাম, ২৫৬ জিবি স্টোরেজ।
              • ১৬ মেগাপিক্সেল + ২০ মেগাপিক্সেল রিয়াল ক্যামেরা।
              • ২৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
              • ৩৭৩০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি।

Best Mobiles in India

Read more about:
English summary
Best Smartphones With Pop-Up Selfie Camera You Can Buy In India

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X