দীপাবলীতে ২০,০০০ টাকার নীচে সেরা পাঁচটি ডুয়াল ক্যামেরা স্মার্টফোন

|

শুরু হয়েছে আলোর উৎসব দীপাবলী। এর ঠিক আগে ভারতে লঞ্চ হয়েছে একের পর এক স্মার্টফোন। এর মধ্যে বেশিরভাগ ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। পকেটে বেশি জোড় না থাকলে ডুয়াল ক্যামেরায় ২০,০০০ টাকার নীচে এই ফোনগুলিতে চোখ রাখতে পারেন।

Realme 2 Pro

Realme 2 Pro

দাম শুরু ১৩,৯৯০ টাকা থেকে

Realme 2 Pro তে রয়েছে ৬.৩ ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট কালো নচ। Oppo F9 Pro ও Vivo V11 Pro ফোনেও একই ধরনের নচ দেখা গিয়েছে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 660 চিপসেট, 4GB/ 6GB/ 8GB RAM আর 64GB/ 128GB স্টোরেজ।

Realme 2 Pro তে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম। এই ক্যামেরার প্রাইমারি সেন্সারটি ১৬ মেগাপিক্সেল। এর সাথেই থাকবে একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। ফোনের সামনে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে সব ক্যামেরাতেই দারুন ছবি উঠবে বলে দাবি করেছে Realme।

কানেক্টিভিটির জন্য Realme 2 Pro তে রয়েছে USB OTG, Wi-Fi 802.11 ac, Bluetooth, 4G VoLTE, GPS। Realme 2 Pro এর ভিতরে রয়েছে একটি 3500 mAh ব্যাটারি।

Honor 8X

Honor 8X

দাম শুরু ১৪,৯৯৯ টাকা থেকে

Honor 8X ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে রয়েছে কালো নচ। ফোনের ভিতরে রয়েছে Kirin 710 AI চিপসেট, 4GB/6GB RAM আর 64GB/128GB স্টোরেজ। ফোনের ভিতরে থাকবে অ্যানড্রয়েড অপারেটিং সিটেম। তার উপরেই থাকবে কোম্পানির নিজস্ব EMUI 8.2 স্কিন।

ছবি তোলার জন্য Honor 8Xফোনের পিছনে থাকবে ২০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেট আপ। ফোনের সামনে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটর জন্য Honor 8X ফোনে রয়েছে Wi-Fi 802.11 a/b/g/n/ac, 2.4 GHz / 5 GHz and Bluetooth 4.2। Honor 8Xফোনের ব্যাটারি 3750 mAh ব্যাটারি। microSD কার্ডের মাধ্যমে Honor 8X ফোনের স্টোরেজ 400 GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। ফোনের ওজন ১৭৫ গ্রাম।

Mi A2

Mi A2

দাম শুরু ১৬,৯৯৯ টাকা থেকে

Mi A2 তে থাকবে Android Ore 8.1 স্টক অ্যানড্রয়েড। Mi A2 তে থাকবে একটি ৫.৯৯ ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এছাড়াও থাকবে একটি Snapdragon 660 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Mi A2 তে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার থাকবে। ফোনের সামনে থাকবে একটি ২০ মেগাপিক্সেল সেলিফি ক্যামেরা। কানেক্টিভিটির জন্য Mi A2 তে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0 আর USB Type-C পোর্ট। এছাড়াও Mi A2 এর ভিতরে থাকবে একটি 3010 ব্যাটারি। এর সাথেই থাকবে Quick Charge 3.0 সাপোর্ট।

Nokia 6.1 Plus

Nokia 6.1 Plus

দাম ১৫,৯৯৯ টাকা

Nokia 6.1 Plus এ থাকবে একটি ৫.৮ ইঞ্চি FHD+ ডিসপ্লে। Nokia 6.1 Plus এর ভিতরে থাকবে Qualcomm Snapdragon 636 চিপসেট, 4GB RAM, 64GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Nokia 6.1 Plus ফোনে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ ব্যবহার হয়েছে। এই ক্যামেরায় একটি ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার আর একটি ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার থাকবে। সেলফি তোলার জন্য Nokia 6.1 Plus ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Nokia।

কানেক্টিভিটির জন্য Nokia 6.1 Plus ফোনে Wifi, Bluetooth, GPS আর USB Type-C পোর্ট ব্যবহার করা হয়েছে। এই ফোনের ভিতরে একটি 3060 mAh ব্যাটারি থাকবে এই ব্যাটারি জলদি চার্জ করার জন্যই Nokia 6.1 Plus ফোনে Quick Charge 3.0 টেকনোলজি ব্যবহার করেছে Nokia।

Redmi Note 5 Pro

Redmi Note 5 Pro

দাম শুরু ১৪,৯৯৯ টাকা থেকে

ডুয়াল সিম Redmi Note 5 Pro তে রয়েছে ৫.৯৯ ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। ফোনের ভিতরে থাকছে একটি Qualcomm Snapdragon 636 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB স্টোরেজ।

Redmi Note 5 Pro তে রয়েছে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় থাকছে ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার আর ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। এছাড়াও এই ফোনের সামনে রয়েছে একটি ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Redmi Note 5 Pro তে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth, GPS/ A-GPS, ৩.৫ মিমি হেডফোন জ্যাক আর Micro-USB পোর্ট। Redmi Note 5 Pro এর ভিতরে রয়েছে একটি বিশাল 4000 mAh ব্যাটারি। Redmi Note 5 Pro এর ওজন ১৮১ গ্রাম।

Best Mobiles in India

Read more about:
English summary
Diwali 2018: Top 5 dual camera phones under Rs 20,000

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X