শুরু হচ্ছে ফ্লিপকার্ট বিগ শপিং ডে সেল: স্মার্টফোনের সেরা অফারগুলি দেখে নিন

By Gizbot Bureau
|

লকডাউনের নিয়ম শিথিল হতেই ধীরে ধীরে সামাজিক দূরত্ব মেনে কাজকর্ম শুরু হয়েছে। ইতিমধ্যেই অনলাইনে অর্ডার করে কেনাকাটা করা যাচ্ছে। লকডাউনের পরে বাড়ি বসে কাজ অথবা পড়াশোনার জন্য যদি নতুন স্মার্টফোনের প্রয়োজন হয় তবে আপনার জন্য সুখবর। স্মার্টফোনে দারুণ ছাড় দেবে ফ্লিপকার্ট। ২৩ জুন থেকে ২৭ জুন পর্যন্ত চলবে ফ্লিপকার্ট বিগ শপিং ডে সেল।

পছন্দের

পাঁচ দিনের এই সেলে পছন্দের স্মার্টফোনে আকর্ষণীয় ডিসকাউন্ট পাবেন। এইচডিএফসি ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় মিলবে।

রেডমি কে২০

রেডমি কে২০

এই ফোনে রয়েছে পপ-আপ সেলফি ক্যামেরা। বিশেষ ছাড়ের পরে ফ্লিপকার্টে ২০,৪৯৯ টাকা দামে এই ফোন পাওয়া যাবে। থাকছে নো-কস্ট ইএমআই ও অতিরিক্ত ছাড়।

ভিভো জেড১এক্স

ভিভো জেড১এক্স

এই ফোনে রয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে ও ট্রিপল রিয়ার ক্যামেরা। ফোনের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। ১৪,৯৯০ টাকা থেকে এই ফোনের দাম শুরু হচ্ছে।

রিয়েলমি এক্স২ প্রো

রিয়েলমি এক্স২ প্রো

রিয়েলমি এক্স২ প্রো তে থাকছে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস চিপসেট। সঙ্গে রয়েছে চারটি ক্যামেরা ও ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এই ফোনের দাম শুরু হচ্ছে ২৭,৯৯৯ টাকা থেকে।

আইফোন এক্সএস

আইফোন এক্সএস

৬৪জিবি স্টোরেজে আইফোন এক্সএস কিনতে ৫৮,৯৯৯ টাকা থরচ হবে। সঙ্গে থাকছে ৯,৮৩৪ টাকা থেকে নো কস্ট ইএমআই।

ভিভো নেক্স

ভিভো নেক্স

এই ফোনে রয়েছে অক্টা০কোর স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট। দাম শুরু হচ্ছে ২৩,৯৯০ টাকা থেকে। লঞ্চের সময় এই ফোনের দাম ছিল ৩৯,৯৯০ টাকা।

আইফোন ৮

আইফোন ৮

৬৪জিবি মডেলে আইফোন ৮ কিনতে ৩৬,৯৯৯ টাকা খরচ হবে। থাকছে নো-কস্ট ইএমআই। ৬,১৬৭ টাকা থেকে মাসিক কিস্তি শুরু হচ্ছে।

Best Mobiles in India

English summary
If you are in plans of upgrading your smartphone, then you can opt for the e-commerce portal Flipkart. We say so as Flipkart is hosting a sale from June 23 to 27 with attractive discounts.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X