প্রিমিয়াম স্মার্টফোন কেনার কথা ভাবছেন? ফ্লিপকার্টের সেল দেখে নিন

By Gizbot Bureau
|

১৭ ফেব্রুয়ারি শুরু হয়েছে ফ্লিপকার্ট মোবাইল বোনানজা সেল। এই সেলে প্রিমিয়াম সেগমেন্টের বিভিন্ন স্মার্টফোনের দাম কমেছে। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত এই সেল চলবে। এক নজরে ফ্লিপকার্ট সেলের সেরা অফারগুলি দেখে নিন।

অ্যাক্সিস

এই সেলে অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় মিলবে। সঙ্গে পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন কিনলে থাকছে অতিরিক্ত ছাড়।

গুগল পিক্সেল ৩এ

গুগল পিক্সেল ৩এ

৪ জিবি র‍্যাম ও ৬৪গব স্টোরেজে গুগল পিক্সেল ৩এ কিনতে ২৭,৯৯৯ টাকা খরচ হবে। পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে এই ফোন কিনলে মিলবে অতিরিক্ত ১৪,০৫০ টাকা পর্যন্ত ছাড়।

এসুস ৬জেড
 

এসুস ৬জেড

এই ফোনে রয়েছে রটেটিং ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। ৬গব র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজে এই ফোন কিনতে ২৬,৯৯৯ টাকা খরচ হবে।

আইফোন ৭

আইফোন ৭

কয়েক বছরের পুরনো এই আইফোনে পাবেন একাধিক আকর্ষণীয় ফিচার। ৩২ জিবি স্টোরেজে আইফোন ৭ -এর দাম শুরু হচ্ছে ২৪,৯৯৯ টাকা থেকে।

অনর ৭

অনর ৭

৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ অনর ২০ -র দাম শুরু হচ্ছে ২১,৯৯৯ টাকা থেকে। ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।

রেডমি কে২০

রেডমি কে২০

২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ২৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরার রেডমি কে ২০ পাওয়া যাচ্ছে ২২,৯৯৯ টাকা থেকে। এই ফোনে রয়েছে ৪,০০০ এমএএইচ ব্যাটারি।

রেডমি কে ২০ প্রো

রেডমি কে ২০ প্রো

২৪,৯৯৯ টাকা থেকে এই ফোন পাওয়া যাচ্ছে। রয়েছে ৬গব র‍্যাম + ১২৮জিবি স্টোরেজ। এই ফোনে রেডমি কে২০ -র সব ফিচারের সঙ্গেই রয়েছে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট।

ব্ল্যাক শার্ক ২

ব্ল্যাক শার্ক ২

৩৯,৯৯৯ টাকা দামের এই ফোনে মিলবে ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। সঙ্গে রয়েছে ৪,০০০ এমএএইচ ব্যাটারি।

Best Mobiles in India

English summary
Flipkart's bonanza sales start from February 17th and will run until February 21st, 2020. During the sales, you will find innumerable offers on some premium smartphones.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X