সম্প্রতি লঞ্চ হয়েছে বা শীঘ্রই লঞ্চ হবে এই ফোল্ডেবল স্মার্টফোনগুলি

By Gizbot Bureau
|

২০১৯ সালে স্মার্টফোন দুনিয়ায় নতুন নাম ফোল্ডেবল স্মার্টফোন। প্রায় সব জনপ্রিয় স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানি ইতিমধ্যেই ফোল্ডেবল স্মার্টফোন তৈরি শুরু করেছে। কিছু কোম্পানি ফোল্ডেবল স্মার্টফোন একটি ফোল্ডেবল ডিসপ্লে ব্যবহার করেছে। অন্য কোম্পানিগুলি দুটি ডিসপ্লে ব্যবহার করে স্মার্টফোন ভাঁজ করার প্রযুক্তি সামনে এনেছে। দেখে নিন সেই ফোল্ডেবল স্মার্টফোনগুলি।

স্যামসাং গ্যালাক্সি ফোল্ড

স্যামসাং গ্যালাক্সি ফোল্ড

  • ৭.৩ ইঞ্চি ফোল্ডেবল ফোল্ডেবল অ্যামোলেড ডিসপ্লে
  • স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট
  • ১২ জিবি র‍্যাম, ৫১২ জিবি স্টোরেজ
  • ওয়াই ফাই
  • এনএফসি
  • ডুয়াল সিম
  • ১২ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল + ১৬ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ১০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • ৪৩৮০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি
  • হুয়াওয়েই মেট এক্স

    হুয়াওয়েই মেট এক্স

    • ৬.৬ ইঞ্চি ফোল্ডেবল ওলেড ডিসপ্লে
    • কিরিন ৯৮০ চিপসেট
    • ৪০ মেগাপিক্সেল + ১৬ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল ক্যামেরা
    • ডুয়াল সিম
    • ডুয়াল স্পিকার
    • ৪৫০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি
    • ফ্লেক্স পাই
    • ৭.৮ ইঞ্চি ডিসপ্লে
    • স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট
    • ২০ মেগাপিক্সেল + ১৬ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা
    • ৬ জিবি র‍্যাম ১২৮ জিবি স্টোরেজ
    • ৩৭৯০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি
    • টিসিএল ফোল্ডেবল স্মার্টফোন
       

      টিসিএল ফোল্ডেবল স্মার্টফোন

      শীঘ্রই ফোল্ডেবল ফোন নিয়ে আসছে টিসিএল। এই ডিসপ্লেতে একটি ফোল্ডেবল ডিসপ্লে। থাকতে পারে চারটি ক্যামেরা আর বাটারফ্লাই হিঞ্জ।

      স্যামসাং ডব্লু ২০

      স্যামসাং ডব্লু ২০

      চলতি মাসে চিনে লঞ্চ হতে পারে এই ফোন। ফোনের ভিতরে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট থাকলেও গ্যালাক্সি ফোল্ডের থেকে তুলনামূলক কম দামে এই ফোন লঞ্চ করতে পারে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।

      মোটোরোলা রেজার

      মোটোরোলা রেজার

      ফোল্ডেবল ডিসপ্লে নিয়ে ফিরে আসছে আইকনিক মোটোরোলা রেজার। এই ফোনে থাকবে একটি স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট। নভেম্বরে বাজারে আসবে এই ফোন।

       মি ফ্লেক্স

      মি ফ্লেক্স

      এই ফোনেও থাকতে পারে একটি ফোল্ডেবল ডিসপ্লে। মি ফ্লেক্স ফোনে থাকবে শক্তিশালী চিপসেট। ভাঁজ খুললে ট্যাবলেটের মতো ব্যবহার করা যাবে এই ফোন।

      মাইক্রোসফট সার্ফেস ডুও

      মাইক্রোসফট সার্ফেস ডুও

      এই ফোনে থাকছে দুটি ডিসপ্লে। চলবে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম

Best Mobiles in India

English summary
There have been quite many smartphone brands that either have released these devices or prepping up for the launch. Check our list which comprises launched foldable phones along with a list of upcoming ones.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X