চলতি বছর এই ফোনগুলি ভারতে লঞ্চ করবে নোকিয়া

By Gizbot Bureau
|

কয়েক বছর আগে নোকিয়া ব্রান্ড কিনে নিয়েছিল হড্ড গ্লোবাল। এর পরে একের পর এক স্মার্টফোন লঞ্চ করে গোটা বিশ্বের বাজারে নোকিয়ার হারানো জায়গা খুঁজে পাওয়ার চেষ্টা করেছে কোম্পানিটি। ২০২০ সালও তার ব্যতিক্রম হবে না। করোনাভাইরাসের আবহেই ২০২০ সালে একের পর এক স্মার্টফোন নিয়ে আসবে ফিনল্যান্ডের কোম্পানিটি।

নোকিয়া

সম্প্রতি নোকিয়া ৮.৩ ৫জি লঞ্চের ঘোষণা করেছিল এইচএমডি গ্লোবাল। এটাই কোম্পানির প্রথম ৫জি স্মার্টফোন। এছাড়াও শীঘ্রই বাজারে আসছে নোকিয়া ৫.৩ ও নোকিয়া ১.৩। এছাড়াও ফিচার ফোন দুনিয়ায় ফিরে আসছে এক দশক আগে বাজার কাঁপানো স্মার্টফোন নোকিয়া ৫৩১০ এক্সপ্রেস মিউজিক। এক নজরে এই ফোনগুলি দেখে নিন

নোকিয়া ৮.৩ ৫জি

নোকিয়া ৮.৩ ৫জি

এটাই কোম্পানির প্রথম ৫জি স্মার্টফোন। নোকিয়া ৮.৩ ৫জিতে অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে অ্যানড্রয়েড ১১ আপডেট পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে কোম্পানি। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৭৬৫ চিপসেট, ৮জিবি র‍্যাম, ৬৪ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা, ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আর একটি গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন।

নোকিয়া ১০
 

নোকিয়া ১০

এটা কোম্পানির পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এই ফোনে স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট থাকতে পারে। এছাড়াও ডিসপ্লের নীচে সেলফি ক্যামেরা সহ বাজারে আসতে পারে নোকিয়া ১০।

নোকিয়া ৯.২

নোকিয়া ৯.২

এটাও কোম্পানির পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এই ফোনে একাধিক ক্যামেরা ব্যবহার করবে এইচএমডি গ্লোবাল। ফোনের ভিতরে থাকছে স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট। থাকছে ৫জি কানেক্টিভিটি।

নোকিয়া ৫.৩

নোকিয়া ৫.৩

এই ফোনে অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম চলবে। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট, ৬জিবি র‍্যাম, ১৩ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনে ৪,০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গেই থাকছে ১০ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট।

নোকিয়া ৯.১ পিওরভিউ

নোকিয়া ৯.১ পিওরভিউ

নোকিয়া ৯.২ ছাড়াও চলতি বছর বাজারে আসবে নোকিয়া ৯.১ পিওরভিউ। এই ফোনের ভিতরে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট থাকবে। আর থাকবে চারটি ক্যামেরা।

নোকিয়া ৮.১ প্লাস

নোকিয়া ৮.১ প্লাস

এছাড়াও চলতি বছর বাজারে আসবে নোকিয়া ৮.১ প্লাস। এই ফোনে থাকছে ৪৮ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা। থাকবে ৬.২২ ইঞ্চি ডিসপ্লে, ৬৪জিবি স্টোরেজ, ৪জিবি র‍্যাম। লঞ্চের সময় এই ফোনে অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম চলবে।

Best Mobiles in India

English summary
HMD Global, which holds the license to launch Nokia smartphones and other devices is on a spree of launching new devices from time to time. Recently, the company took the wraps off a slew of devices that were slated to be announced at the MWC 2020 and postponed due to the coronavirus outbreak.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X