Honor View 10 রিভিউ। ৩০ হাজারে পান ৫০ হাজারের স্বাদ

|

৪০০০০ টাকার কম দামের স্মার্টফোনের বাজারে এতোদিন একচেটিয়া ব্যাবসা করেছে ওয়ানপ্লাস। ৩২,৯৯৯ টাকা দামে লেটেস্ট চিপসেট ও ফিচার দিয়ে গ্রাহকদের মন জয় করেছে কোম্পানির লেটেস্ট ফ্ল্যাগশিপ OnePlus 5T। শাওমি এই বাজারে দখল নেওয়ার চেষ্টা করলেও সফল হতে পারেনি। যদিও বাজেট স্মার্টফোনের বাজারে দারুন সফল শাওমি।

 
 Honor View 10 রিভিউ। ৩০ হাজারে পান ৫০ হাজারের স্বাদ

ভালো

পাতলা প্রিমিয়াম ডিজাইন । দারুন ব্যাটারি ব্যাকআপ । দারুন ক্যামেরা । AI চিপসেট । ভ্যালু ফর মানি

খারাপ

LCD ডিসপ্লে OLED প্যানেলের মতো কালারফুল নয় । ফোনটি স্লিপারি । EMUI 8.0

এই দামে অন্য আর যে কোম্পানি ভালো হ্যান্ডসেট বানিয়েছে সেটি হল হুয়েই। গত দুই বছরে দারুন সব ফোন বাজারে এনেছে এই চিনা কোম্পানিটি। সেই লিস্টেই নতুন সংযোজন Honor View 10।

Honor View 10 হল প্রথম AI ফোন। ফোনে রয়েছে কোম্পানির নিজস্ব Kirin 970 AI চিপসেট। ভারতে ফোনটির দাম ২৯,৯৯৯ টাকা। তাই OnePlus 5T এর সাথে এবার প্রতিযোগিতা শুরু হবে এই ফোনের।

AI চিপসেট থাকায় অন্য যেকোন ফোনকে টেক্কা দিতে পারে এই Honor View 10। এছাড়াও ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা। ১৮:৯ ডিসপ্লে প্রচুর RAM ও স্টোরেজ ও পাতলা মেটাল ডিজাইন।

ভবষ্যতের চিপসেট Kirin 970 AI চিপসেট

ভবষ্যতের চিপসেট Kirin 970 AI চিপসেট

এই রিভিউতে অন্যতম প্রধান বিভাগ অবশ্যই নতুন Kirin 970 AI চিপসেট। এই চিপসেটকে কেন্দ্র করে গোটা ফোনের কারসাজি চলছে। Kirin 970 তে আছে একটি ডেডিকেটেড নিউরাল প্রসেসিং ইউনিট (NPU)।

আপনি ফোনে ছবি তোলা থেকে শুরু করে গেম খেলা যাই করবেন CPU এর সাথে NPU একসাথে কাজ করতে থাকবে। বুড়ো আঙ্গুলের মাপের এই চিপসেটে হয়েছে অক্টাকোর CPU ও ১২ কোর GPU। NPU এর জন্য কতটা ভালো হবে এই ফোনের পার্ফনমেন্স আসুন দেখে নেওয়া যাক।

রোজকার ব্যাবহারে দারুন ফাস্ট

রোজকার ব্যাবহারে দারুন ফাস্ট

দারুন ফাস্ট এই Honor View 10। কোন অ্যাপ লোডে কোন দেরী হয়নি ফোনটি ব্যাবহারের সময়। খুব তাড়াতাড়ি খুলেছে ওয়েবসাইট। মাল্টিটাস্কিং -এও পোক্তো এই ফোন।

গুগুল পিস্কেলের প্রায় অর্ধেক দামে একই রকমের পার্ফনমেন্স দিতে সক্ষম এই ফোন।

ফোনটি রোজ ব্যাবহার করা শুরু করলে বোঝা যায় এই ফোনে NPU এর গুরুত্ব। একই নেটওয়ার্কে Honor View 10 -এ বেশী ডাউনলোড স্পিড পাওয়া যায় এই কারনেই। অন্য ফোনের থেকে কোন কোন ক্ষেত্রে ৩০০% পর্যন্ত ফাস্ট এই ফোন।

 

Honor View 10 ও অন্যান্য ফ্ল্যাগশিপ স্মার্টফোন ((Kirin 970 AI CPU vs Snapdragon 835 CPU)
 

Honor View 10 ও অন্যান্য ফ্ল্যাগশিপ স্মার্টফোন ((Kirin 970 AI CPU vs Snapdragon 835 CPU)

বাজারে অন্যান্য ফ্ল্যাগশিপ যখন Snapdragon 835 CPU ব্যাবহার করছে তখন এই তুলনাটি খুব জরুরি। একই সাথে Snapdragon 835 CPU ব্যাবহার করে এমন OnePlus 5T, LG V30+ ও Google Pixel 2 XL আর View 10 একসাথে ব্যাবহার করে দেখা গিয়েছে একই রকমের পার্ফনমেন্স পাওয়া যায় দুটি চিপসেটেই। যদিও এই ক্ষেত্রে OnePlus 5T সামান্য এগিয়ে থেকে অতিরিক্ত 2GB RAM থাকার জন্য।

দেখে নিন Xiaomi Redmi Note 5 -এর দামদেখে নিন Xiaomi Redmi Note 5 -এর দাম

Honor View 10 -এ গেমিং রেসপন্স

Honor View 10 -এ গেমিং রেসপন্স

এক্ষেত্রেও জিতেছে OnePlus 5T. হাই গ্রাফিস্কের গেম অনেকটা তাড়াতাড়ি লোড হয়েছে OnePlus 5T তে। যদিও একবার গেম লোড গয়ে যাওয়ার পরে দুটি ফোনেই একই ভাবে চলেছে দুটি গেম। এছাড়াও গেম চলার সময় কোন ফ্রাম ড্রপ দেখা যায়নি Honor View 10 তে।

ক্যামেরা

ক্যামেরা

এই ফোনে রয়েছে ডুয়াল লেন্স রিয়ার ক্যামেরা। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে চবি ওঠে এই ফোনে। এক মিনিটে ২০০০ টি ছবি তুলুতে সক্ষব এই ফোন। যা অন্য যে কোন ফোনের থেকে অনেকটাই বেশি।

NPU এর মাধ্যমে সাবজেক্ট কে চিনে ফোকাস হয় এই ফোনে। ফোকাস আর বাকি দুটি ফোনের মতোই ফাস্ট Honor View 10 এ।

Honor View 10 এ আছে 20MP মোনোক্রোম লেন্স আর 16MP RGB লেন্স। AI এর কারনে যেকোন পরিস্থিতিতে আটো মোড দারুন মানিয়ে নিতে সক্ষম।

ডুয়াল ক্যামেরা সেট আপের জন্য এই ফোনে পাওয়া যায় দারুন ডিতেল আর আকিউরেট কালার। এছাড়াও 13 MP ফ্রন্ট ক্যামেরাইয় তুলতে পারবেন দারুন বোকে শট। যা আপনার ফোনে তোলা ছবিকে দেবে DSLR এর তোলা ছবির ফিল।

মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স

মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স

Honor View 10 এ রয়েছে ৫.৯৯ ইঞ্চি 18:9 LCD স্ক্রিন। ডিসপ্লে রেসোলিউশান 2160x1080 পিক্সেল। বেজেল ছোট হওয়ায় কম্প্যাক্ট ফিল পাবেন এই ফোনে। যদিও এই ডিসপ্লেতে আপনি মিস করবেন OLED ডিসপ্লের কালার ভাইব্রান্স।

 লুক অ্যান্ড ফিল

লুক অ্যান্ড ফিল

মেটাল ও গ্লাস ফিনিশে Honor View 10 এ পাবেন প্রিমিয়াম ফিল। ফোনের বাটনগুলি খুব সুন্দর। ডুয়াল সিম ট্রে রয়েছে বাঁ দিকে।

EMUI 8.0

EMUI 8.0

এই ফোনে চলবে কোম্পানির নিজস্ব EMUI 8.0। স্টক অ্যানড্রয়েডের মতো ইউজার ফ্রেন্ডলি না হলেও রয়েছে অনেক আকর্ষনীয় ফিচার।

ব্যাটারি ও কানেক্টিভিটি

ব্যাটারি ও কানেক্টিভিটি

3,750 mAh ব্যাটারি রয়েছে এই ফোনে ভিতরে। যা দেবে দারুন ব্যাক-আপ। অন্যতম কারন অবশ্যই ব্যাটারি এফিশিয়েন্ট Kirin 970 AI চিপসেট। কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে Bluetooth, Wi-Fi, Hybrid dual-SIM আর GPS। এছাড়াও রয়েছে VoLTE সাপোর্ট।

Best Mobiles in India

Read more about:
English summary
Honor View 10 is priced at Rs. The smartphone sports a taller 18:9 aspect ratio display. The smartphone features a 5.99-inch FHD+ screen that delivers a resolution of 2160x1080p pixels. It also has a capable dual-lens camera setup

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X