এই রিয়েলমি ফোনগুলিতে পাবেন ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা

By Gizbot Bureau
|

২০১৮ সালের মাঝামাঝি ওপ্পোর সাব ব্র্যান্ড হিসাবে আত্মপ্রকাশ করে রিয়েলমি। কোম্পানির প্রথম ফোন রিয়েলমি ওয়ান গোটা দেশের স্মার্টফোন প্রেমীদের মন জয় করেছিল। এর পর একের পর এক স্মার্টফোন লঞ্চ করে স্যামসাং, শাওমির মতো নামজাদা কোম্পানিগুলিকে চাপে ফেলতে শুরু করে রিয়েলমি। ২০১৯ সালে প্রায় প্রতি মাসেই নতুন স্মার্টফোন লঞ্চ করেছিল কোম্পানিটি। ২০২০ সালেও একই গতিতে এগিয়ে চলেছে রিয়েলমি।

স্মার্টফোন

একের পর এক স্মার্টফোন লঞ্চ করে বাজারে ইতিমধ্যেই সুনাম কুড়িয়েছে কোম্পানিটি। বাজেট থেকে ফ্ল্যাগশিপ সব দামেই কোম্পানির স্মার্টফোন রয়েছে। এর মধ্যে বিভিন্ন স্মার্টফোনে রয়েছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা। ২০১৯ সালে প্রথম ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন ভারতে এলেও পরে একের পর এক ফোন এই ক্যামেরা ব্যবহার করেছে চিনের কোম্পানিটি। এক নজরে সেই ফোনগুলি দেখে নিন।

রিয়েলমি ৬ প্রো

রিয়েলমি ৬ প্রো

২০২০ সালে এই ফোন লঞ্চ হয়েছে। রিয়েলমি ৬ এর পিছনে চারটি ক্যামেরায় থাকছে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে স্ন্যাপড্রাগন ৭২০জি চিপসেট ও ৯০ হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লে।

রিয়েলমি ৬

রিয়েলমি ৬

রিয়েলমি ৬ প্রো-র সঙ্গেই ভারতে লঞ্চ হয়েছিল রিয়েলমি ৬। এই ফোনেও রয়েছে চারটি ক্যামেরা ও ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।

রিয়েলমি এক্স২

রিয়েলমি এক্স২

এটা কোম্পানির মিডরেঞ্জ গেমিং স্মার্টফোন। এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৭৩০জি চিপসেট। থাকছে অ্যামোলেড ডিসপ্লে ও ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনের পিছনে চারটি ক্যামেরায় ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে।

রিয়েলমি এক্স২ প্রো

রিয়েলমি এক্স২ প্রো

এটা রিয়েলমির প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন। রিয়েলমি এক্স২ প্রো তে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস চিপসেট। ফোনের পিছনে চারটি ক্যামেরায় রয়েছে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর।

Best Mobiles in India

English summary
Here are all the Realme smartphones that are available in India which come equipped with massive 64MP primary sensors. Along with the primary sensor, these phones also offer additional cameras like telephoto, wide-angle and ultra-wide angle camera sensors as well.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X