২০১৯ এ ভারতে আসছে ফোল্ডেবেল ডিসপ্লের Huawei Mate X

By Gizbot Bureau
|

ফেব্রুয়ারি মাসে বিশ্ব বাজারে লঞ্চ হয়েছিল Huawei এর প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন Mate X। লঞ্চের পরেই শিরোনাম কুড়াতে শুরু করে এই ডিভাই। ৮ ইঞ্চি ফোল্ডেবেল ওলেড ডিসপ্লে বিয়ে তৈরী এই স্মার্টফোন ইতিমধ্যেই টেক গুরুদের নজর কেড়েছে। এবার ভারতের বাজারে Huawei Mate X লঞ্চের ঘোষণা করল চিনের কোম্পানিটি। কোম্পানির এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন ২০১৯ সালেই ভারতে আসছে Huawei Mate X।

 
২০১৯ এ ভারতে আসছে ফোল্ডেবেল ডিসপ্লের Huawei Mate X

একই সাথে তিনি বলেন ভারত Huawei –এর কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। এই দেশে গ্রাহকদের লেটেস্ট টেকনোলজি ব্যবহারের সুযোগ করে দিতেই ভারতে লঞ্চ হবে Huawei Mate X। তবে ভারতে এই ফোনের দাম জানানো হয়নি। ফেব্রুয়ারি মাসে ভারতীয় মুদ্রায় প্রায় ১.৮০ লক্ষ টাকায় লঞ্চ হয়েছিল Huawei Mate X। বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্টে সামনে এসেছিল বৈপ্লবিক এই ডিভাইস।

Huawei Mate X স্পেসিফিকেশন

Huawei Mate X ফোনের প্রধান আকর্ষন এই ফোনের ফোল্ডেবেল ডিসপ্লে। এই ফোনে থাকছে একটি ৮ ইঞ্চি OLED ফোল্ডেবেল ডিসপ্লে। ডিসপ্লে ভাঁজ করলে ৬.৩৮ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা যায়। ফোনের ভিতরে থাকছে একটি 4,500 mAh ব্যাটারি। ৫৫ ওয়াট ফাস্ট চার্জিং এ মাত্র ৩০ মিনিটে এই ফোনের ব্যাটারি ৮৫ শতাংশ চার্জ হবে।

 

Mate X এর ভিতরে থাকছে লেটেস্ট Kirin 980 চিপসেট আর 8GB RAM। থাকছে একটি 5G মোডেম। ছবি তোলার জন্য থাকছে একটি ৪০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে ১৬ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেস আর ৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স।

এছাড়াও সম্প্রতি লঞ্চ হয়েছে স্যামসাং এর প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন গ্যালাক্সি ফোল্ড। এই ফোনে দুটি ওলেড ডিসপ্লে থাকছে। এর মধ্যে একটি ফোল্ডেবেল ডিসপ্লে। ইতিমধ্যেই ভারতে এই ফোন লঞ্চের ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।

Best Mobiles in India

Read more about:
English summary
Huawei Mate X would be launched in India in the second half of 2019.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X