এক নজরে অ্যানড্রয়েডের ভবিষ্যৎ

By GizBot Bureau
|

গত বছর এক রিপোর্টে জানা গিয়েছিল Fuchsia নামে নতুন এক অপারেটিং সিস্টেম লঞ্চ করবে Google। কোম্পানির সব অপারেটিং সিস্টেমের জায়গাতে জন্তুন এই অপারেটিং সিস্টেম লঞ্চ হবে বলে জানা গিয়েছিল ব্লুমবার্গে এক রিপোর্টে জানানো হয়েছিল ChromeOS ও Android অপারেটিং সিস্টেমের জায়গায় নতুন এই Fuchsia অপারেটিং সিস্টেম লঞ্চ করবে Google। এই রিপোর্তে আরও জানানো হয়েছিল ভবিষ্যতে কোম্পানির সব গ্যাজেটে Fuchsia অপারেটিং সিস্টেম চলবে।

এক নজরে অ্যানড্রয়েডের ভবিষ্যৎ

নতুন এক রিপোর্টে জানা গিয়েছে এখন মোট ১০০ জনের বেশি Google কর্মী Fuchsia অপারেটিং সিস্টেম বানানোর কাজে ব্যাস্ত রয়েছেন। সূত্র মারফৎ জানা গিয়েছে ভবিষ্যতে Android ও ChromeOS এর পরিবর্তে একটি মাত্র অপারেটিং সিস্টেম ব্যবহারের জন্য নতুন এই Fuchsia অপারেটিং সিস্টেম তৈরী করছে Google। জানা গিয়েছে ভয়েস কমান্ডের সাহায্যে নতুন Fuchsia অপারেটিং সিস্টেম ব্যবহার করা যাবে। তবে Linux কার্নেলের পরিবর্তে Fuchsia অপারেটিং সিস্টেমে Zircon কার্নেল ব্যবহার হবে বলে এই রিপোর্টে জানা গিয়েছে।

ব্লুমবার্গের এই রিপোর্টে জানানো হয়েছে Fuchsia অপারেটিং সিস্টেম তৈরীর সময় প্রাইভেসির দিকে বিশেষ নজর রাখছেন কোম্পানির ইঞ্জিনিয়াররা। তবে এর ফলে Google-এর বিজ্ঞাপন ব্যবসায় ক্ষতি হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ব্লুমবার্গ জানিয়েছেন এই প্রজেক্টে Google সিইও সুন্দর পিচাই এর সম্পূর্ণ সমর্থন পেয়েছেন কোম্পানির কর্মীরা। এর সাথেই Google-এর ডিজাইন বিভাগের ভাইস প্রেসিডেন্ট এই প্রজেক্টে সাময়িক ভাবে কাজ করছেন বলে জানা গিয়েছে। টিমে ইঞ্জিনিয়াররা Fuchsia অপারেটিং সিস্টেমকে আগামী পাঁচ বছরে Google-এর একমাত্র অপারেটিং সিস্টেম হিসাবে দেখতে চান। তবে নতুন এই অপারেটিং সিস্টেম কবে লঞ্চ হবে সেই বিষয়ে কোন তথ্য জানা যায়নি।আপাতত ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে Google-এর Fuchsia অপারেটিং সিস্টেম।

Fuchsia অপারেটিং সিস্টেম সম্পর্কে খুব বেশি তথ্য সামনে আসেনি। তবে স্মার্টফোন, ট্যাবলেট থেকে ল্যাপটপ, গাড়ির এন্টারটেনমেন্ট সিস্টেম সবেতেই Fuchsia কাজ করবে বলে মনে করা হচ্ছে।

Best Mobiles in India

Read more about:
English summary
Google is said to be working on a new OS called Fuchsia which will replace all other company’s OS.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X