দেশের সেরা কিছু নোকিয়া ফোনের হদিশ

বাজারের কিছু সেরা নোকিয়া ফোনের তালিকা রইল এখানে

By Sabyasachi Chakraborty
|

“আবার সে আসিছে ফিরিয়া”। আজ্ঞে হ্যা, নোকিয়া পুরোপুরি খেলায় নেমে পড়েছে। আজকাল দেশের বাজার কাঁপাচ্ছে বেশ কিছু নোকিয়া ফোন।

 
দেশের সেরা কিছু নোকিয়া ফোনের হদিশ

শুরুতেই বলা যায় নোকিয়া ৩ এবং ৬-এর কথা। এই দুটো ফোনের কাটতি বেশ ভাল।

চিনা পণ্য নিয়ে যদি মনে সন্দেহ বেড়ে থাকে, আর নোকিয়ার পেছনে ইনভেস্ট করার ইচ্ছে যদি বেড়ে থাকে, তাহলে আসুন সেরা কিছু বাজার চলতি নোকিয়া ফোনের দিকে নজর রাখা যাক।

নোকিয়ার ধারা মেনেই সেটগুলি বেশ হার্ডি, ডুয়াল সিম এবং কয়েকটিতে তো আবার অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সানও রয়েছে।

Nokia 3

Nokia 3

দাম- ৯ হাজার ৯০০ টাকা

ফিচার্স

• 5 ইঞ্চি (1280 x 720 পিক্সেল) HD 2.5D Corning Gorilla Glass ডিসপ্লে, 450 nits brightness

• 1.3GHz Quad-core MediaTek MT6737 64-bit Processor, Mali T720 MP1 GPU

• 2GBGB RAM

• 16GB মেমোরি

• বাড়ানো যাবে 128GB পর্যন্ত

• Android 7.0 (Nougat) OS

• ডুয়াল সিম

• 8MP autofocus রিয়ার ক্যামেরা, LED Flash

• 8MP autofocus ফ্রন্ট ক্যামেরা

• 4G VoLTE

• 2650mAh ব্যাটারি

Nokia 105 2017

Nokia 105 2017

দাম ১ হাজার ১১৯ টাকা

ফিচার্স

• 1.8 ইঞ্চি (160×120 pixels) QQVGA ডিসপ্লে

• Island keymat, separated keys , সহজে টেক্সট আর ডায়াল করার জন্য

• Nokia Series 30+ software platform

• 4MB RAM, 4MB ROM

• FM Radio, Torchlight

• সিঙ্গল / ডুয়াল SIM (Mini-SIM)

• Pre-loaded games, রয়েছে আদি অকৃত্রিম Snake Xenzia

• Connectivity: Micro-USB 2.0 Charger Connector, 3.5 mm AV Connector

• 800mAh ব্যাটারি, 15 ঘণ্টা টক টাইম আর এক মাস স্ট্যান্ড বাই মুডে রাখা যাবে (সিঙ্গল সিমের ক্ষেত্রে)

 

Nokia 3310 New
 

Nokia 3310 New

দাম- ৩ হাজার ৩১০ টাকা

ফিচার্স

• 1.8 ইঞ্চি (160×120 pixels) QQVGA ডিসপ্লে

• Island keymat সঙ্গে separated keys সহজে ডায়াল আর টেক্সটের জন্য

• Nokia Series 30+ software platform

• 4MB RAM

• 8MB ROM

• মেমোরি 32GB পর্যন্ত বাড়ানো যাবে

• সিঙ্গল / ডুয়াল সিম (Mini-SIM)

• রিয়ার ক্যামেরা

• Pre-loaded games সঙ্গে Snake Xenzia এবং 5 try-and-buy Gameloft games

• Connectivity: Micro-USB 2.0 Charger Connector, 3.5 mm AV Connector, Bluetooth 3.0

• 1020mAh ব্যাটারি

 

Nokia 150 Dual SIM

Nokia 150 Dual SIM

দাম ১, ৯৯৫ টাকা

ফিচার্স

• 2.4 ইঞ্চি (240x320p) QVGA ডিসপ্লে

• Nokia Series 30+ OS

• 32GB পর্যন্ত মেমোরি বাড়ানো যাবে

• VGA ক্যামেরা, LED flash

• Dual band 900/1800MHz (সিঙ্গল সিম ও ডুয়াল সিম); Dual band 850/1900MHz (শুধুমাত্র সিঙ্গল সিমে)

• Connectivity: Bluetooth 3.0 with SLAM, micro USB, 3.5mm AV connector

• BL-5C, 1020mAh ব্যাটারি

• স্ট্যান্ডবাইয়ে থাকলে একত্রিশ দিন পর্যন্ত সিঙ্গল সিমের ক্ষেত্রে, টক টাইম আর স্ট্যান্ডবাইয়ে ২৫ দিন পর্যন্ত ডুয়াল সিমে

 

Nokia 216 Dual SIM

Nokia 216 Dual SIM

দাম ২৫০০ টাকা

ফিচার্স

• 2.8 ইঞ্চি (320 x 240 pixels) QVGA LCD screen

• Series 30+ OS

• মেমোরি বাড়ানো যাবে 32GB পর্যন্ত

• ডুয়াল সিম

• VGA fixed focus রিয়ার ক্যামেরা, LED flash

• VGA fixed focus ফ্রন্ট ক্যামেরা, LED flash

• 2G, Bluetooth 3.0 with Slam sharing, Micro USB

• 1020mAh ব্যাটারি, ১৮ ঘণ্টা টকটাইম, স্ট্যান্ডবাই ১৯ দিন পর্যন্ত

 

Nokia 230 Dual SIM

Nokia 230 Dual SIM

দাম ৩ হাজার ২৯৯ টাকা

ফিচার্স

• 2.8 ইঞ্চি (320 x 240 pixels) QVGA LCD screen

• Series 30+ OS

• 32GB পর্যন্ত মেমোরি microSD-তে বাড়ানো যাবে

• ডুয়াল সিম

• 2MP fixed focus রিয়ার ক্যামেরা, LED flash

• 2MP fixed focus ফ্রন্ট ক্যামেরা, LED flash

• 2G, Bluetooth 3.0 with Slam sharing, Micro USB

• 1200mAh ব্যাটারি, ২১ ঘণ্টা টক টাইম, ২২ দিন স্ট্যান্ডবাই

Nokia 130 Dual SIM

Nokia 130 Dual SIM

দাম ১ হাজার ৪৯৯ টাকা

ফিচার্স

• 1.8 ইঞ্চির ডিসপ্লে

• ব্লুটুথ

• স্টিরিও এফ এম রেডিও

• Flash Light

• 32 GB বাড়ানো যাবে মেমোরি

• 1020 MAh ব্যাটারি

Nokia 6

Nokia 6

দাম- ১৪ হাজার ৯৯৯ টাকা

ফিচার্স

• 5.5 ইঞ্চি (1920 x 1080 pixels) 2.5D curved glass ডিসপ্লে with 450 nits brightness, Corning Gorilla Glass 3 protection

• Octa-Core Qualcomm Snapdragon 430 with 64-bit processor, Adreno 505 GPU

• 4GB LPDDR3 RAM

• 64GB মেমোরি

• বাড়ানো যাবে 128GB পর্যন্ত microSD-তে

• Android 7.0 (Nougat)

• ডুয়াল সিম

• 16MP রিয়ার ক্যামেরা, সঙ্গে dual-tone LED flash

• 8MP ফ্রন্ট ক্যামেরা

• 4G LTE

• 3000mAh ব্যাটারি

 

Best Mobiles in India

English summary
Nokia is completely back into the game and the company's phones are now available in the Indian market.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X