এই ফোনগুলির ডিসপ্লের নীচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার

|

ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এখন লেটেস্ট ট্রেন্ড। সব কোম্পানি তাদের প্রিমিয়াম স্মার্টফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার শুরু করছে। আসুন দেখে নেওয়া যাক এই মুহুর্তে বাজারে ডিসপ্লে নীচে ফিঙ্গারপ্রিন্টের ফোনগুলি।

Vivo X20 Plus UD

Vivo X20 Plus UD

প্রথম ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখা গিয়েছিল Vivo X20 Plus UD ফোনে। ২০১৮ সালের জানুয়ারি মাসে বাজারে আসে এই ফোন। Vivo X20 Plus UDতে রয়েছে Snapdragon 660 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ। ফোনের পিছনে রয়েছে ১২ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও রয়েছে ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। Vivo X20 Plus UD এর দাম ৪১,৪২৭ টাকা।

Vivo X21

Vivo X21

ভারতে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সহ প্রথম ফোন Vivo X21। ফোনের দাম ৩১,৯৯০ টাকা। Vivo X21 তে রয়েছে ৬.২৮ ইঞ্চি Super AMOLED ডিসপ্লে, Snapdragon 660 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।

Huawei Mate RS Porsche Design

Huawei Mate RS Porsche Design

এই ফোনের পিছনে একটি ও ডিসপ্লের নীচে একটিও মোট দুটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে। Huawei Mate RS Porsche Design তে রয়েছে ৬ ইঞ্চি OLED ডিসপ্লে, Kirin 970 চিপসেট 6GB RAM আর 256GB স্টোরেজ।

Vivo Nex

Vivo Nex

কোম্পানির তৃতীয় জেনারেশান আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সহ লঞ্চ হয়েছে Vivo Nex। এই ফোনে ডিসপ্লের উপরে কোন নচ নেই। ফোনের সেলফি ক্যামেরা ফোনের ভিতরে থাকে। প্রয়োজনে মোটরের সাহায্যে উঠে আসে এই ক্যামেরা। ফোনের ভিরতে রয়েছে Snapdragon 845 চিপসেট, 8GB RAM আর 256GB স্টোরেজ। Vivo Nex এর দাম ৪৪,৯০০ টাকা।

Mi 8 Explorer Edition

Mi 8 Explorer Edition

Mi 8 Explorer Edition এ রয়েছে ৬.২১ ইঞ্চি ডিসপ্লে। এই ডিসপ্লের নীচেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 845 চিপসেট, 8GB RAM আর 256GB স্টোরেজ। Mi 8 Explorer Edition এর দাম ৫১,৭০০ টাকা।

Oppo R17/ R17 Pro

Oppo R17/ R17 Pro

এই ফোনের ৬.৪ ইঞ্চি ডিসপ্লের নীচে রয়েছে দিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 670/710 চিপসেট, 8GB RAM আর 128GB স্টোরেজ। Vivo Nex এর দাম ৪৪,৯০০ টাকা।

Meizu 16/ 16 Plus

Meizu 16/ 16 Plus

এই দুটি ফোনের ডিসপ্লের নীচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 845 চিপসেট, 8GB RAM আর 128GB স্টোরেজ। Vivo Nex এর দাম ৪৪,৯০০ টাকা। দাম শুরু ৩৫,৪৬৬ টাকা থেকে।

Vivo V11 Pro

Vivo V11 Pro

সম্প্রতি লঞ্চ হয়েছে এই ফোন ফোনের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সাথেই রয়েছে Snapdragon 660 SoC, 6GB RAM, 64GB স্টোরেজ। দাম ২৫,৯৯০ টাকা)।

Best Mobiles in India

Read more about:
English summary
With phone makers pushing the bezel out of the door and building devices with stunning glass backs, they strive to refine the aesthetics to attract users.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X