মোটোরোলা E4 প্লাসে রয়েছে 5000mAh ব্যাটারি, প্রতিযোগিতায় দৌঁড়ে নেই তো আপনার ফোনটি? জেনে নিন

By Madhuraka Dasgupta
|

শীঘ্রই বাজারে আনছে ই-সিরিজের নতুন স্মার্টফোন আনতে চলেছে লেনোভো অধিকৃত মোটোরেলা। এই নতুন ফোনটির নাম হল Moto E4 প্লাস। সম্প্রতি FCC অর্থাৎ আমেরিকার ফেডারেল কমিউনিকেশনস কমিশনের সার্টিফিকেটও পেয়েছে মোটোরোলার নতুন এই ফোনটি।

মোটোরোলা E4 প্লাসে রয়েছে 5000mAh ব্যাটারি, প্রতিযোগিতায় দৌঁড়ে নেই

Moto E4 প্লাস ফোনের ব্যাটারিতে রয়েছে চমক। এই ফোনের ব্যাটারি হল 5000mAh। মোটোরোলা সিরিজে এটিই প্রথম ফোন যার ব্যাটারি 5000mAh। এই ফোনে রয়েছে 5.2 ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে এবং 1080p রেজ্যুলিউশন সমেত ফুল HD ক্ল্যারিটি। সঙ্গে রয়েছে অ্যান্ড্রয়েড 7.0 নৌগাত, 4G LTE সাপোর্ট, 2.4GHz Wi-Fi, ডুয়েল সিম, ব্লুটুথ 4.2, মেডিয়াটেক SoC এবং ডুয়েল ইমেজ সিগনাল প্রসেসর বা ISP। এই ফোনের র‍্যাম হল 3GB এবং ইনবিল্ট স্টোরেজ 16GB।

স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি S8 এবং S8 প্লাসের সঙ্গে প্রতিযোগিতায় নেই তো আপনার ফোনটি?
তবে বাজারে আরও বেশকিছু স্মার্টফোন রয়েছে যারজন্য বেশ কঠিন প্রতিযোগিতার মধ্যে পড়তে পারে Moto E4 প্লাস ফোনটি। সেইসব ফোনের একটা তালিকা তৈরি করেছি আমরা। আসুন এবার এক নজরে দেখে নিই কোন কোন ফোন রয়েছে সেই তালিকায়।

Micromax Vdeo 4

Micromax Vdeo 4

দাম - 6,750 টাকা

প্রধান বৈশিষ্ট্য -

* 5 ইঞ্চি (1280×720) HD আইপিএস ডিসপ্লে, সঙ্গে কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন

* 1.1 GHz কোয়াড-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 210 (MSM8909) প্রসেসর, সঙ্গে অ্যাড্রেনো 304 GPU

* 1GB র‍্যাম

* 8GB ইন্টারনাল মেমোরি

* মাইক্রোএসডি সমেত 32GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি

* অ্যান্ড্রয়েড 6.0 (মার্শমেলো)

* 8 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, সঙ্গে LED ফ্ল্যাশ

* 2 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা

* ডুয়েল সিম

* 4G VoLTE

* 4000mAh ব্যাটারি

 

Lenovo K6 Power

Lenovo K6 Power

দাম - 9,999 টাকা

প্রধান বৈশিষ্ট্য -

* 5 ইঞ্চি (1920x1080 পিক্সেলস) ফুল HD আইপিএস ডিসপ্লে, 450 নিটস ব্রাইটনেস, 178-ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল

* অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 430, 64-বিট প্রসেসর, সঙ্গে অ্যাড্রেনো 505 GPU

* 3GB র‍্যাম

* 32GB স্টোরেজ

* মাইক্রোএসডি সমেত এক্সপেন্ডেবল মেমোরি

* অ্যান্ড্রয়েড 6.0.1 (মার্শমেলো)

* হাইব্রিড ডুয়েল সিম (ন্যানো + ন্যানো/মাইক্রোএসডি)

* 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, সঙ্গে LED ফ্ল্যাশ, PDAF, সোনি IMX258 সেন্সর

* 8 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা, সঙ্গে সোনি IMX219 সেন্সর

* ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

* 4G VoLTE

* 4000mAh বিল্ট-ইন ব্যাটারি

 

Lava X38

Lava X38

দাম - 6,300 টাকা

প্রধান বৈশিষ্ট্য -

* 5 ইঞ্চি (1280x720 পিক্সেলস) HD আইপিএস অন-সেল ফুল ল্যামিনেশন ডিসপ্লে

* 1GHz কোয়াড-কোর প্রসেসর

* 1GB র‍্যাম

* 8GB ইন্টারনাল মেমোরি

* মাইক্রোএসডি সমেত 32GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি

* অ্যান্ড্রয়েড 6.0 (মার্শমেলো)

* ডুয়েল সিম

* 8 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, সঙ্গে LED ফ্ল্যাশ

* 2 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা, সঙ্গে LED ফ্ল্যাশ

* 4G VoLTE

* 4000mAh ব্যাটারি

 

Lyf Wind 4

Lyf Wind 4

দাম - 5,699 টাকা

প্রধান বৈশিষ্ট্য -

* 5 ইঞ্চি HD এলসিডি ডিসপ্লে, সঙ্গে 293 PPI

* 1.1 GHz কোয়াড-কোর স্ন্যাপড্রাগন 210 MSM8909

* 1GB র‍্যাম সঙ্গে 8GB রম

* মাইক্রোএসডি স্লট

* ডুয়েল মাইক্রো সিম

* ফ্ল্যাশ সমেত 8 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা

* 2 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা

* 4G/WiFi/ব্লুটুথ 4.0

* 4000mAh ব্যাটারি

 

Gionee Marathon M5 Lite

Gionee Marathon M5 Lite

দাম - 10,627 টাকা

প্রধান বৈশিষ্ট্য -

* 5 ইঞ্চি (1280x720 পিক্সেলস) HD আইপিএস ডিসপ্লে, সঙ্গে আসাহি ড্রাগন ট্রেইল গ্লাস প্রোটেকশন

* 1.3 GHz কোয়াড-কোর মেডিয়াটেক MT6735 64-বিট প্রসেসর, সঙ্গে মালি-T720 GPU

* 3GB র‍্যাম

* 32GB ইন্টারনাল মেমোরি

* মাইক্রোএসডি সমেত 128GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি

* অ্যান্ড্রয়েড 5.1 (ললিপপ) সঙ্গে অ্যামিগো UI 3.1

* 8 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, সঙ্গে LED ফ্ল্যাশ, 1080p ভিডিও রেকর্ডিং

* 5 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা

* ডুয়েল সিম

* 4G LTE / 3G HSPA+

* 4000mAh ব্যাটারি

 

Lava Iris Fuel F1

Lava Iris Fuel F1

দাম - 6,449 টাকা

প্রধান বৈশিষ্ট্য -

* 5 ইঞ্চি FWVGA ডিসপ্লে, সঙ্গে 196 PPI

* 1.3 GHz মেডিয়াটেক MTK6580 কোয়াড-কোর প্রসেসর

* 2GB র‍্যাম সঙ্গে 8GB রম

* ডুয়েল সিম

* 8 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, সঙ্গে LED ফ্ল্যাশ

* 2 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা

* 3G

* WiFi

* ব্লুটুথ

* FM রেডিও

* 4000mAh ব্যাটারি

 

Micromax Canvas Juice 3 Plus

Micromax Canvas Juice 3 Plus

দাম - 5,890 টাকা

প্রধান বৈশিষ্ট্য -

* 5.5 ইঞ্চি (1280x720 পিক্সেলস) HD ডিসপ্লে, সঙ্গে কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেকশন

* 1.3 GHz কোয়াড-কোর মেডিয়াটেক 6580 প্রসেসর

* 2GB র‍্যাম

* 16GB ইন্টারনাল মেমোরি

* মাইক্রোএসডি সমেত 32GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি

* অ্যান্ড্রয়েড 5.0 (ললিপপ)

* 8 মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা, সঙ্গে LED ফ্ল্যাশ

* 5 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা

* ডুয়েল সিম

* 3G

* 4000mAh ব্যাটারি, যাতে একটানা 12 ঘণ্টা পর্যন্ত কথা বলার সুবিধা

 

Xiaomi Redmi Note 4

Xiaomi Redmi Note 4

দাম - 10,999 টাকা

প্রধান বৈশিষ্ট্য -

 

* 5.5 ইঞ্চি (1920x1080 পিক্সেলস) ফুল HD 2.5D কার্ভড গ্লাস ডিসপ্লে, 72% পর্যন্ত NTSC কালার গামাত, 1000:1 কনট্রাস্ট রেশিও

* 2GHz অক্টা-কোর স্ন্যাপড্রাগন 625 14nm প্রসেসর, সঙ্গে অ্যাড্রেনো 506 GPU

* 2GB/3GB র‍্যাম, 32GB স্টোরেজ (eMMC 5.0)

* 4GB র‍্যাম, সঙ্গে 64GB স্টোরেজ (eMMC 5.0)

* মাইক্রোএসডি সমেত 128GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি

* MIUI 8 বেসড অন অ্যান্ড্রয়েড 6.0 (মার্শমেলো)

* হাইব্রিড ডুয়েল সিম (মাইক্রো + ন্যানো/মাইক্রোএসডি)

* 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা সঙ্গে PDAF

* 5 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা

* ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইনফ্র্যারেড সেন্সর

* 4G VoLTE

* 4000mAh (মিনিমাম) / 4100mAh (টিপিক্যাল) ব্যাটারি

 

Asus Zenfone 3 Max

Asus Zenfone 3 Max

দাম - 12,475 টাকা

প্রধান বৈশিষ্ট্য -

* 5.2 ইঞ্চি (1280x720 পিক্সেলস) 2.5D কার্ভড গ্লাস ডিসপ্লে

* 1.3 GHz কোয়াড-কোর মেডিয়াটেক MT6737 64-বিট প্রসেসর, সঙ্গে মালি-T720 GPU

* 3GB LPDDR3 র‍্যাম

* 32GB ইন্টারনাল স্টোরেজ

* মাইক্রোএসডি সমেত এক্সেপেন্ডেবল মেমোরি

* অ্যান্ড্রয়েড 6.0 (মার্শমেলো) সঙ্গে Zen UI 3.0

* হাইব্রিড ডুয়েল সিম (মাইক্রো + ন্যানো/মাইক্রোএসডি)

* 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা LED ফ্ল্যাশ, 5P লার্গান লেন্স

* 5 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা

* ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

* 4G LTE, WiFi 802.11 b/g/n, ব্লুটুথ 4.0, GPS

* 4100mAh (নন-রিম্যুভেবল) ব্যাটারি

 

ZTE Blade A2 Plus

ZTE Blade A2 Plus

দাম - 11,999 টাকা

প্রধান বৈশিষ্ট্য -

* 5.5 ইঞ্চি (1920x1080 পিক্সেলস) ফুল HD 2.5d কার্ভড গ্লাস ডিসপ্লে

* 1.5 GHz অক্টা-কোর মেডিয়াটেক MT6750T 64-বিট প্রসেসর, সঙ্গে মালি T860 GPU

* 4GB র‍্যাম

* 32GB ইন্টারনাল মেমোরি

* মাইক্রোএসডি সমেত 128GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি

* অ্যান্ড্রয়েড 6.0 (মার্শমেলো)

* হাইব্রিড ডুয়েল সিম (ন্যানো + ন্যানো / মাইক্রোএসডি)

* 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, ডুয়েল-টোন LED ফ্ল্যাশ, PDAF

* 8 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা, LED ফ্ল্যাশ

* ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

* 4G VoLTE

* 5000mAh ব্যাটারি, সঙ্গে দ্রুত চার্জিংয়ের সুবিধা

 

Best Mobiles in India

English summary
Moto E4 Plus with the model number XT1773 and a capacious 5000mAh battery has passed FCC. This smartphone will give a tough challenge to the rest.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X