নোকিয়া 3310 এদেশে মিলবে অনলাইনে, 3,899 টাকায়, প্রতিদ্বন্দ্বী 5000 টাকার নিচের স্মার্টফোনগুলি

By Madhuraka Dasgupta
|

একসময় মোবাইল ফোন বললে প্রথমেই মাথায় আসত নোকিয়ার নাম। অ্যাপল এবং স্যামসাংয়ের বাজার দখলের আগে নোকিয়ার ফোনগুলোই তুমুল জনপ্রিয় হয়েছিল সাধারণ মানুষের কাছে। এখন যাঁরা মোবাইল ফোন ব্যবহার করছেন, তাঁদের বেশিরভাগই কোনও না কোনও সময় নোকিয়া ফোন ব্যবহার করতেন।

নোকিয়া 3310 এদেশে মিলবে অনলাইনে, 3,899 টাকায়, প্রতিদ্বন্দ্বী 5000

এখনও অনেকের কাছেই নোকিয়া মানেই নস্টালজিয়া। আর সেই ফোনটা যদি হয়, নোকিয়া 3310 তাহলে তো আর কথাই নেই। কারণ 2000 সালে লঞ্চ করার পর টেকসই, স্থায়িত্ব এবং ব্যাটারি ব্যাক আপের বিচারে বাকি ফোনগুলিকে কয়েক শো মাইল পিছনে ফেলে দিয়েছিল নোকিয়ার এই মডেলটি। কিন্তু ধীরে ধীরে স্মার্টফোনের বিপ্লবে প্রতিযোগিতার বাজারে ক্রমেই পিছিয়ে পড়ে একসময় মোবাইল রাজত্বে একাধিপত্য করা নোকিয়া।

অ্যান্ড্রয়েড বা আইফোনের সঙ্গে তুলনা করলে খুব কম সংখ্যক মানুষই আছেন যাঁরা এখনও নোকিয়া ফোন ব্যবহার করেন। কিন্তু আজও সাধারণ মানুষের কাছে সমানভাবে প্রাসঙ্গিক এবং জনপ্রিয় 'নোকিয়া' ব্র্যান্ড। আর তাই ঘুরে দাঁড়াতে সবরকম প্রস্তুতি নিয়েছে এই কোম্পানি। নোকিয়া 3310 ফোনটি যে নতুন রূপে বাজারে আসতে চলেছে সেই খবর আপনাদের আগেই জানিয়েছিলাম। তবে নোকিয়া 3310 ফোনটি বিক্রি শুরু হলেও ভারতের বাজারে এখনই মিলছে না এই মডেল।

নোকিয়া 3310 এদেশে মিলবে অনলাইনে, 3,899 টাকায়, প্রতিদ্বন্দ্বী 5000

তবে মন খারাপ করার কিচ্ছু নেই। কারণ আর কিছুদিনের মধ্যেই আপনি হাতে পেয়ে যেতে পারেন নোকিয়ার 3310 সেটটি। কারণ এদেশে আগামী 5 মে থেকে অনলাইনে প্রি-বুকিং শুরু হবে এই ফোনটির। আর আগামী 19 মে ভারতের বাজারে বিক্রি শুরু হবে এই ফোনের। এখনও পর্যন্ত যা খবর, ভারতে এই ফোনের দাম নির্ধারণ করা হয়েছে 3,899 টাকা।

এই মুহূর্তে বাজার কাঁপাচ্ছে মাইক্রোম্যাক্স এবং রিলায়েন্স জিও-র 4G ফোন। তবে নোকিয়া 3310 ফোনটি অল্প দামে যে সমস্ত ফিচার দিচ্ছে, তাতে বেশ ভালো প্রতিযোগিতায় পড়তে পারে অন্যান্য কোম্পানিগুলি। কারণ অন্যান্য মোবাইল কোম্পানিগুলি এই দামের মধ্যে তাদের ফোনে যা যা ফিচার দিচ্ছে, তাতে একটা বিষয় পরিষ্কার, আবার বাজার মাতাতে আসছে নোকিয়া 3310 ফোনটি।

আসুন এবার দেখে নেওয়া যাক, নোকিয়া 3310 ফোনটির সঙ্গে কোন কোম্পানির কোন মডেলের ফোনের হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।

Micromax Bharat 2

Micromax Bharat 2

দাম - 3,449 টাকা

প্রধান বৈশিষ্ট্য -

* 4 ইঞ্চি (800x480 পিক্সেলস) WVGA ডিসপ্লে

* 1.3 GHz কোয়াড-কোর স্প্রেডট্রাম SC9832 প্রসেসর

* 512MB র‍্যাম

* 4GB ইন্টারনাল স্টোরেজ

* মাইক্রোএসডি সমেত 32GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি

* অ্যান্ড্রয়েড 6.0 (মার্শমেলো)

* ডুয়েল সিম

* 2 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, LED ফ্ল্যাশ

* 0.3 মেগাপিক্সেল (VGA) ফ্রন্ট-ফেসিং ক্যামেরা

* 4G VoLTE

* 1300mAh ব্যাটারি

 

Lava A73

Lava A73

দাম - 3,969 টাকা

প্রধান বৈশিষ্ট্য -

* 5 ইঞ্চি WVGA TFT টাচস্ক্রিন ডিসপ্লে

* 1.2GHz কোয়াড-কোর প্রসেসর

* 1GB র‍্যাম, সঙ্গে 8GB রম

* ডুয়েল সিম

* 5 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, সঙ্গে LED ফ্ল্যাশ

* 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, সঙ্গে LED ফ্ল্যাশ

* 3G

* WiFi

* ব্লু-টুথ

* 4.1 FM রেডিও

* 2200mAh ব্যাটারি

 

Swipe Elite Star 16GB

Swipe Elite Star 16GB

দাম - 3,333 টাকা

প্রধান বৈশিষ্ট্য -

* 4 ইঞ্চি (800x480 পিক্সেলস) WVGA ডিসপ্লে

* 1.5GHz কোয়াড-কোর প্রসেসর

* 1GB র‍্যাম

* 8GB ইন্টারনাল স্টোরেজ

* মাইক্রোএসডি সমেত 32GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি

* অ্যান্ড্রয়েড 6.0 (মার্শমেলো)

* ডুয়েল সিম

* 5 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, সঙ্গে ডুয়েল LED ফ্ল্যাশ

* 1.3 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা

* 4G VoLTE

* 2000mAh ব্যাটারি

 

Intex Aqua Strong 5.1 Plus

Intex Aqua Strong 5.1 Plus

দাম - 4,989 টাকা

প্রধান বৈশিষ্ট্য -

* 5 ইঞ্চি (854x480 পিক্সেলস) FWVGA আইপিএস ডিসপ্লে, সঙ্গে কর্নিং গোরিলা গ্লাস 2 প্রোটেকশন

* 1GHz কোয়াড-কোর মেডিয়াটেক MT6735 64-বিট প্রসেসর, সঙ্গে Mali-T720 GPU

* 1GB র‍্যাম

* 8GB ইন্টারনাল মেমোরি

* মাইক্রোএসডি সমেত 32GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি

* ডুয়েল সিম

* অ্যান্ড্রয়েড 6.0 (মার্শমেলো)

* 5 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, সঙ্গে LED ফ্ল্যাশ

* 2 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা, সঙ্গে LED ফ্ল্যাশ

* 4G VoLTE

* 2800mAh ব্যাটারি

 

Celkon Millennia Q599 Ufeel

Celkon Millennia Q599 Ufeel

দাম - 3,699 টাকা

প্রধান বৈশিষ্ট্য -

* 5.0 ইঞ্চি আইপিএস LCD 480 x 854 পিক্সেলস ডিসপ্লে

* অ্যান্ড্রয়েড, 5.1 ললিপপ

* কোয়াড কোর, 1.2 GHz, কর্টেক্স A7

* 1GB র‍্যাম সঙ্গে স্প্রেডট্রাম SC7731C প্রসেসর

* 8GB নেটিভ স্টোরেজ ক্যাপাসিটি

* 5 মেগাপিক্সেল মেইন স্ন্যাপার রেয়ার ক্যামেরা

* 3.2 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং সেলফি শ্যুটার

* Li-Ion 2000mAh ব্যাটারি

 

Itel it1508 Plus

Itel it1508 Plus

দাম - 4,289 টাকা

প্রধান বৈশিষ্ট্য 

* 5.0 ইঞ্চি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন, মাল্টি-টাচ

* অ্যান্ড্রয়েড v5.1 (ললিপপ)

* কোয়াড কোর, 1.2 GHz CPU

* 8GB ইন্টারনাল মেমোরি

* 32GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি

* 5 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা

* 2 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা

* Li-ion 2400mAh ব্যাটারি

 

iVooMi ME1

iVooMi ME1

দাম - 3,999 টাকা

প্রধান বৈশিষ্ট্য 

* 5.0 ইঞ্চি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন, মাল্টি-টাচ

* অ্যান্ড্রয়েড v6.0 (মার্শমেলো)

* কোয়াড কোর, 1.2 GHz CPU

* 8GB ইন্টারনাল মেমোরি

* 32GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি

* 5 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা

* 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা

* Li-ion ব্যাটারি

 

 iVooMi ME1 Plus

iVooMi ME1 Plus

দাম - 4,999 টাকা

প্রধান বৈশিষ্ট্য -

* 5.0 ইঞ্চি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন, মাল্টি-টাচ

* অ্যান্ড্রয়েড v6.0 (মার্শমেলো)

* ডুয়েল কোর, 1.2 GHz CPU

* 2GB র‍্যাম

* 16GB ইন্টারনাল মেমোরি

* 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা

* 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা

* Li-ion 3000mAh ব্যাটারি

 

Best Mobiles in India

English summary
the Nokia 3310 likely to be priced at Rs. 3,899 will have to face the competition from other devices. But it can also be a tough challenger to a few others as the above mentioned brands are yet to unveil their offerings.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X